50 টি সেরা বন্ধু নিয়ে উক্তি এবং ক্যাপশন

বন্ধু নিয়ে উক্তি

এখানে কিছু বন্ধু নিয়ে উক্তি (Friend quotes) তুলে ধরা হলো। আশাকরি এই সমস্ত উক্তি গুলি আপনাদের ভালো লাগবে। এখানে দেওয়া বন্ধু নিয়ে উক্তি গুলিকে ক্যাপশন হিসাবে ব্যবহার করতে পারেন।

তাহলে চলুন আর দেরী না করে, বন্ধু নিয়ে উক্তি এবং ক্যাপশন গুলি পড়ে নেওয়া যাক।

বন্ধু নিয়ে উক্তি ক্যাপশন

1. বন্ধু শব্দটি হয়তো ছোটো। কিন্তু এর গভীরতা তখনই বোঝা যায়, যখন সত্যিকারের একজন বন্ধু জীবনে খুঁজে পাওয়া যায়।

2. কিছু বন্ধু শুধু বন্ধু নয়! ওরা জীবনে হাসি খুশি থাকার কারণও হয়।

3. জীবনে অন্যতম সেরা জিনিস হলো, ভালো কিছু বিশ্বস্ত বন্ধু পাওয়া।

4. কিছু বন্ধু জীবনে আছে বলেই, জীবনটা এতো সুন্দর!

বন্ধু-নিয়ে-উক্তি

5. বন্ধু এমন থাকুক যে শুধু ছবিতে নয়; বিপদেও পাশে দাঁড়াবে।

6. জীবনে অনেক কিছু হারিয়েছি। কিন্তু তোদের মতো বন্ধু হারাতে চাই না।

বন্ধু-নিয়ে-উক্তি-ক্যাপশন

7. জীবনে তোর মতো একটা ভালো বন্ধু পেয়ে গেলে, আর প্রেমিক বা প্রেমিকার দরকার পড়ে না!

8. বন্ধু যেন তোকে শত জনম পাই! বন্ধু তোর হাত ধরে এক সাথেই চলতে চাই।

বন্ধু-নিয়ে-ক্যাপশন

9. বন্ধু বানানো কঠিন কাজ নয়। বরং বন্ধুত্বকে টিকিয়ে রাখা কঠিন কাজ!

10. আগলে রাখতে শেখো। জীবনে কিছু বন্ধু বারবার আসে না।

আরও পড়ুন- 50 টি সেরা বাবা নিয়ে উক্তি এবং ক্যাপশন

11. সত্যি বন্ধু ভাগ্যের বন্টন, অন্তরে অমৃত্য মধু মাখা। প্রেম সমুদ্রে বসে দুজন, মহানন্দে পানে স্বর্গ সূধা!

12. বন্ধু নামের কোনো পদবী নেই। বন্ধুর ঠিকানা হাত বাড়ালেই।

বন্ধু-নিয়ে-কবিতা

13. শুধু প্রয়োজন পড়লে যদি বন্ধুত্ব মনে পড়ে, তাহলে আমি তোমার বন্ধু না।

14. কথা দে বন্ধু, দূরে যাবি কিন্তু কখনো ভুলে যাবি না।

15. সাফল্য আমাদের নতুন বন্ধু দেয়। কিন্তু ব্যর্থতা দেখিয়ে দেয়, কে আমাদের প্রকৃত বন্ধু। 

16. কাউকে পুরোপুরি না বুঝে বন্ধু করো না। তেমনি কোনো বন্ধুকে সামান্য ভুল বোঝাবুঝির জন্যে হারিয়ে ফেলো না।

17. বন্ধুত্ব জীবনের অন্যতম একটি অধ্যায়! ভালো থাকুক পৃথিবীর সকল বন্ধু।

18. এমন একটি বন্ধু চেয়েছি, যাকে দেখিয়ে একযুগ পরও গর্ব করে বলতে পারবো ও আমার বেস্ট ফ্রেন্ড।

19. চায়ের দোকানে আড্ডা, সাথে বন্ধু থাকুক পাশে!

20. তোমার চোখে দেখলে বন্ধু আকাশের নীল ভালো লাগে না। তোমার মুখের হাসি দেখলে চাঁদ যে আমার ভালো লাগে না।

21. যারা প্রয়োজনে বন্ধু সাজে, অপ্রয়োজনে তাদের ছায়াও খুঁজে পাওয়া যায় না।

22. জীবনে এমন কিছু বন্ধু থাকুক, যারা কখনো আমাকে ছেড়ে যাবে না।

23. জীবনে কতজন বন্ধু পেলাম সেটা জরুরি নয়। কতজন সত্যিকারের বন্ধু পেলাম সেটাই আসল। 

24. যে কেউ তোমাকে খুশী করতে পারে অনেক কিছু করে। কিন্তু সীমিত কিছু বন্ধু থাকে যারা তোমাকে কিছু না করেও হাসাতে পারে।

25. বন্ধু পাশে থাকা মানেই খুনসুটি আর মজা।

26. বন্ধু তো এমনই হওয়া উচিত! জীবন শেষ হয়ে যাবে, কিন্তু ভুলে যাবে না।

27. বন্ধু বাছাই করতে গিয়ে ভুল করো না। ভুল খারাপ বন্ধু সঙ্গী হলে, হারাবে সব কূল।

28. প্রত্যেক মেয়ের জীবনেই এমন একটা ছেলে বন্ধু থাকে, যার সাথে সে নিজের সব গোপন কথা নির্ভয়ে ও নির্দ্বিধায় ভাগ করে নিতে পারে।

29. বিপদে কিছু বন্ধু এমন ভাবে এগিয়ে আসে, ঠিক যেনো প্রখর রোদে মাথার উপর ছাতার মতো। 

30. বন্ধু বোঝে আমাকে। বন্ধু আছে, আর কি লাগে!

বন্ধু মানে জীবন। বন্ধু মানে কাছে থাকলে ঝগড়া আর দূরে গেলে মিস করা। বন্ধু মানে বিপদে-আপদে ও ভালো-খারাপ সময়ে পাশে থাকা। বন্ধু মানে আত্মার বন্ধন। বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল। এখানে দেওয়া বন্ধু নিয়ে উক্তি গুলি ক্যাপশন হিসাবে ব্যবহার করুন।

31. যে তোমাকে ডিপ্রেশনে ফেলে, সে তোমার বন্ধু নয়। যে তোমায় ডিপ্রেশন থেকে বের করে আনার সক্ষমতা রাখে, সেই তোমার প্রকৃত বন্ধু।

32. খারাপ সময় যে মানুষ গুলো আমাদের পাশে থাকে, তারাই আসলে আমাদের বন্ধু। আর বাকি গুলো সঙ্গী মাত্র। 

33. হীরের চেয়েও বেশি দামী হলো আমার বন্ধু। চাইলে হীরেপাওয়া যেতে পারে, কিন্তু তোকে নয়। 

34. বন্ধুকে হারানোর ব্যথা, শুধু আরেক বন্ধুই বোঝে।

35. বন্ধু যেনো বৃষ্টি ভেজা হাওয়া! সুখ-সমুদ্রে নাওয়া একই ছন্দে তরী বাওয়া একই সুরে গান গাওয়া।

36. জীবনের এক পর্যায়ে এসে দেখবেন, সময়ের ব্যবধানে আপনার কোনো ‘বন্ধু’ নেই!

37. সত্যিকারের বন্ধু পাওয়া অনেক কঠিন। কিন্ত যে পেয়ে যায়, সে অনেক ভাগ্যবান।

38. বন্ধু শব্দটা অনেক ছোটো হলেও এর ক্ষমতা কিন্তু অনেক বড়ো। যেটা বোঝার ক্ষমতা সবার থাকে না।

39. “বন্ধুত্ব” হাজার জনের সাথেই হতে পারে। কিন্তু টিকে থাকে তার সাথেই, যার সাথে মেলে মন-মানসিকতা।

40. বন্ধুত্বের মূল্য শুধু তারাই জানে, যারা বন্ধু হিসাবে পেয়েছে তেমন কাউকে।

41. বন্ধু খারাপ হোক বা ভালো, বন্ধু ধনী হোক বা গরীব, বন্ধু তো বন্ধুই হয়।

42. রাতে যেমন চন্দ্র থাকে সঙ্গে হাজার তারা। কে আছে আর আপন আমার, বন্ধু তুমি ছাড়া।

43. একজন ভালো বন্ধু সে নয়, যে তোমার জন্য সর্বদা থাকে। সেই, যে তোমাকে তোমার নিজের থেকেও ভালো বোঝে।

44.‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎ বন্ধু তাকে বানান, যে খারাপ সময়েও আপনার হাত কখনো ছেড়ে দেবে না।

45. আমাকে রেখো! আমার থেকো যতদূর যাও আমাকে নিও! তোমাকে দিলাম বন্ধু আমার ফুল-পাখি-নদী যা কিছু প্রিয়!

46. তুমি ছাড়া জীবন আমার শুধু মরুভূমি! তোমায় বন্ধু ভালোবাসি বুঝলেনা তো তুমি।

47. জীবনে প্রেমিক বা প্রেমিকা থাকার চেয়ে বরং একটা ভালো বন্ধু থাকুক। যার সাথে কথা বলা যাবে নিঃসংকোচে। 

48. বন্ধু হলো এমন একজন প্রিয়জন, যার স্থান শুধুমাএ হৃদয়ে। যাকে চাইলেও ভুলে থাকা যায় না।

49. প্রকৃত বন্ধু তো সেই, যে তার বন্ধুকে সারাক্ষণ বিরক্ত করে, কিন্তু কখনো ছেড়ে যায় না।

50. বন্ধু মানে সুখের সাথী একটু অভিমান! বন্ধু মানে সুখ দুঃখের সমান সমান ভাগ।

বন্ধু নিয়ে উক্তি গুলি কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন।