নীচে কিছু Bangla Love Caption তুলে ধরা হল। আশাকরি এই Caption গুলি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে উল্লেখিত Love Caption Bangla গুলিকে Love Status হিসাবে ব্যবহার করতে পারেন।
তাহলে চলুন আর কথা না বাড়িয়ে, Bangla Love Caption গুলি পড়ে নেওয়া যাক।
Love Caption Bangla Status
1. ভালোবাসা বলতে আমার কাছে শুধু সে, শত ব্যস্ততার মাঝেও আমায় আগলে রাখছে যে!
2. কখনো ভালো না বাসার চেয়ে..! ভালোবেসে আবার হারিয়ে ফেলা শ্রেয়।
3. কষ্ট গুলো উড়িয়ে দিয়ে বলবো আমি হেসে! ধ্বংস হতে ভালো লাগে তোমায় ভালোবেসে।
4. বিনা শর্তে,, বিনা অর্থে,, বিনা কারণে,, ভালোবাসুন কাউকে!

5. বারবার ভালোবাসি বলে যদি প্রমাণ দিতে হয়, তাহলে সেই ভালোবাসার প্রমাণ আমি দিতে চাই না..!!
6. তুমি অভিনয়ে নয়, অধিকারে আছো!! তুমি ভালো লাগাতে নয়, ভালোবাসাতে আছো!

7. ভুল মানুষকে ভালবেসে মন খারাপের বিজ্ঞাপন!সে আমার প্রিয়জন ছিল, আমি তার প্রয়োজন।
8. আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে; শুধু তোমায় ভালোবেসে!

9. যদি হাত ধরিস যদি অকারনে ডাক দিস! ভুলে যাবো ভালোবাসা কবে কি দিয়েছিস বিষ।
10. হাতটা ধরা অনেক সহজ..! কিন্তু সেই হাতটা ধরে সারাজীবন কাটানো অনেক কঠিন।
আরও পড়ুন- 30+ Best Bangla Caption Status for FB Facebook
11. ছেড়ে যাওয়ার জন্য হাজারটা কারণ লাগলেও, থেকে যাওয়ার জন্য ভালোবাসা টাই যথেষ্ট!
12. ভালোবাসি বলেই কি তোমাকে পেতে হবে! থাকুন না কিছু ভালোবাসায় অপূর্ণতা।

13. প্রতিটা ভালোবাসাই সুন্দর হতো! যদি সেখানে স্বার্থ না থেকে শুধুমাত্র ভালোবাসা টাই থাকতো।
14. ভালোবাসাটা লুকিয়ে রাখলেই বোধ হয়…! বেশি খুশি থাকা যায়।
15. অপ্রকাশিত ভালোবাসা গুলোই সুন্দর হয়!!! আর যা প্রকাশিত হয় তা শুধুমাএ যন্ত্রনাই দেয়।
16. ভালো থাকুক ভালোবাসা, অন্য কারোর ভালোবাসায়!
17. মনের মধ্যে ভালোবাসা রাখো!!! কারণ ভালোবাসা ছাড়া জীবন অনেক-টা ফুল হীন বাগানের মতো।
18. তোমাকে অহেতুক আজও ভালোবাসি!! সে কথা জানে না কেউ, শুধু আমি জানি।
19. সত্যিকারের ভালোবাসা তো সেটাই, যেখানে ছুঁয়ে দেখার চেয়ে.. শুধু এক নজর দেখার ব্যাকুলতাই বেশি!
20. শুধু কাছে পেয়ে আদর করার নাম ভালোবাসা নয়! দূর থেকেও অনুভব করার নাম ভালোবাসা।
21. এক সমুদ্র ভালোবাসা নিয়ে.. যখন তোমায় ভালোবাসতে যাই, বিনিময় এক আকাশ শূন্যতা নিয়ে ফিরে আসি। তখন আমার খুব মনখারাপ হয়…!!
22. ভালোবাসা তখনই সুন্দর হয়, যখন এক- জনের না বলা কথা গুলো অন্যজন বুঝে নেয়!
23. বেঁচে থাকার জন্য বেশি কিছু প্রয়োজন নেই! শুধুমাত্র প্রিয় মানুষের মুখে ভালোবাসি কথা টাই যথেষ্ট।
24. সব স্পর্শে ভালোবাসার নয়!!!!! কিছু ভালোবাসা অনুভবে রয়।
25. কষ্ট পেলে কখনো ভালোবাসা হারিয়ে যায়না! যে ভালোবাসতে জানে, সে হাজার কষ্টের মধ্যেও ভালোবাসতে পারে।
26. এই মেঘলা আকাশ তোমায় খোঁজে,, ভালোবাসার নিমন্ত্রনে!
27. কেউ ভালোবাসি বলেও ছেড়ে চলে যায়!!!! আবার কেউ তোমাকে আমার সহ্য হয় না বলেও সারাজীবন থেকে যায়।
28. ভালোবাসার বাঁধন থাকুক পায়ে শিকল নয়! মুক্ত করে ছাড়লে তবেই বন্দি সে তো নয়।
29. ভালোবাসা মানে দুদিন পরে ছেড়ে চলে যাওয়া নয়..!! ভালোবাসা মানে জীবনের শেষ দিন অবধি তার হাতটা শক্ত করে ধরে থাকা।
30. কখনো কাউকে মন থেকে ভালবাসলে, দুঃখ ছাড়া আর কিছুই পাওয়া যায় না!
31. ভালোবাসা চিরদিনই বেঁচে থাকে!!!!! কখনো কবিতা হয়ে, কখনো গল্প হয়ে, কখনো স্মৃতি হয়ে, কখনো আবার কারো চোখের জল হয়ে।
32. ভালোবাসা মানে ছেড়ে যাওয়া নয়…!! ভালোবাসা মানে হাল না ছেড়ে আঁকড়ে ধরা।
33. চোখে জল এসে যায়, তবু ঠোঁটে হাসি সাজিয়ে রাখতে হয়! ভালোবাসাও কি অদ্ভুত..!! যাকে ভালোবাসি তার থেকেও লুকিয়ে রাখতে হয়।
34. একজন থাকুক; তবে সারা জীবনের জন্য আমার হয়ে!
35. কাউকে ভালোবাসলে এমনভাবে ভালোবাসো যে, তাকে তুমি পাও আর নাইবা পাও, তোমার ভালোবাসা সে যেন সারাজীবন মনে রাখে!
36. ভালোবাসার মূল্য সবাই দিতে জানেনা! কেউ পেয়ে হারায়, আর কেউ পাওয়ার জন্য হাহাকার করে..!!
37. জীবনের শেষ অধ্যায় গিয়েও যদি তোমাকে পাওয়ার সুযোগ থাকে…! দীর্ঘশ্বাস ছেড়ে বলবো আমি এখনো তোমাকে ভালোবাসি।
38. অজুহাত নয়! শত ব্যস্ততার মাঝে সময় দেওয়ার নামই ভালোবাসা।
39. যদি তুমি সত্যি ভালো থাকতে চাও.. তাহলে তুমি যাকে ভালোবাসো তার কাছে নয়, বরং যে তোমাকে ভালোবাসে তার কাছে যাও।
40. ভালোবাসাটা অন্যায় নয়! কিন্তু ভালোবাসার নামে অভিনয় করাটা অন্যায়।
41. সত্যি ভালোবাসলে মানুষ হাজার ব্যস্ততার মাঝেও সময় দেয়! আর ভালো না বাসলে সে হাজারো বাহানায় তোমাকে এড়িয়ে যাবে।
Love Caption Bangla গুলি কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।