এখানে কিছু চাঁদ নিয়ে উক্তি (Moon quotes) তুলে ধরা হলো। আশাকরি এই সমস্ত উক্তি গুলি আপনাদের ভালো লাগবে। এখানে দেওয়া চাঁদ নিয়ে উক্তি গুলিকে ক্যাপশন হিসাবে ব্যবহার করতে পারেন।
তাহলে চলুন আর দেরী না করে, চাঁদ নিয়ে উক্তি এবং ক্যাপশন গুলি পড়ে নেওয়া যাক।
চাঁদ নিয়ে উক্তি ক্যাপশন
1. পৃথিবীতে চাঁদ দেখতে হলে আয়না দেখো, সত্তা নয়। কারণ আকাশের চাঁদ সুন্দর, চক্ষু শীতল বিষ্ময়কর।
2. চাঁদ একা, আমিও একা! কিন্তু চাদঁ সুন্দর, আমি সুন্দর নয়।
3. চাঁদ তুমি বলে দিও তারে, তার জন্য আজও আমার শূন্যতায় বুক পুড়ে!
4. রাতে যখন ওঠে চাঁদ, ছুঁতে চাই কেন তোরই হাত।
5. আকাশ ছুই ছুই শূন্য হাতে ফিরে রই! হাত ফিরিয়ে দেখি আমার হতে চাঁদ তুমি কই।
6. খোলা আকাশ মেঘে ডাকা চাঁদ! অভাবে তোমার নামলো রাত।
7. হৃদয় মাঝে এক ফালি চাঁদ স্বপ্ন জাগায় বুকে! সকলের ভালোবাসায় বাঁচি মনের সুখে।
8. চাঁদ দেখতে পছন্দ করা মানুষ গুলো, চাঁদের মতোই সুন্দর!
9. চাঁদ ছাড়া যেমন আকাশ শূন্য, তেমনি তোমায় ছাড়া আমি শূন্য!
10. যারা রাত ভালোবাসে, চাঁদ তাদের জন্য অপরূপ স্নিগ্ধতা!
আরও পড়ুন- 50 টি সেরা একাকিত্ব নিয়ে উক্তি এবং ক্যাপশন
11. রাতের আকাশে জানালা দিয়ে পূর্ণিমার চাঁদ দেখা, পৃথিবীর সবচেয়ে সুন্দর একটি মুহূর্ত।
12. ঠিক এভাবে গভীর রাতে নির্জনতা শহরে তোমাকে নিয়ে চাঁদ দেখবো!
13. বহুকাল পরে দেখা হবে ফের সন্ধ্যা রাতের আকাশে! তুমি হবে আধখানা চাঁদ, আমি শুকতারা হবো পাশে।
14. চাঁদ হলো সকল ব্যস্ততার মাঝেও শান্তি!
15. আমার একলা আকাশ চাঁদ চিনেছে শুধু তোমার হাসি হেসে, শুধু তোমায় ভালোবেসে।
16. যে চাঁদকে হাজার মানুষ চায়, সেই চাঁদ কীভাবে বুঝবে একটি তারার মূল্য!
17. একফালি চাঁদ যেন আকাশের মুখে হাসি। গভীর রাতের জোনাকি আলোয় বলছে ভালোবাসি।
18. মেঘে ঢাকা চাঁদ আজ, খেলছে লুকোচুরি!
19. জোনাকিতে মোরা চাঁদ ও জানে; আমি কতোটা চাহি তোমার পানে!
20. চাঁদ হেরিছে চাঁদমুখ তার সরসীর আরশিতে! ছুটে তরঙ্গ বাসনা ভঙ্গ সে অঙ্গ পরশিতে।
21. তারা জ্বলা রাতে এক ফোঁটা চাঁদ, তোমায় দিলাম প্রিয়! রঙিন হাওয়ায় রঙ মেখে কিছু, শুধু ভালোবেসে যেও।
22. রাতের বুকে মাথা রেখে চাঁদ ঘুমায় মনের সুখে! স্বপ্নের কোল ছেড়ে বন্ধু ভরে ওঠো হাসি মুখে।
23. চাঁদ সূর্যের আলোয় আলোকিত! আর আমি তোর ভালোবাসায় জর্জড়িত।
24. চাঁদ যে কতোটা সুন্দর, সেটা রাত হলেই বোঝা যায়!
25. চাঁদ দেখতে গিয়ে আমি, তোমায় দেখে ফেলেছি!
26. তুমি চাঁদ, আমি মানুষ, দুই ভিন্ন জগতের পথ। তারপরও তোমার সাথে আমার, কেমন একটা ভাব।
27. কোন এক রাতে থাকবে কি আমার পাশে। চাঁদের আলোতে দেখবো তোমায় দু নয়ন ভরে!
28. মিষ্টি কথা চাঁদ বলতে জানে! তুমি শুনতে পেলে না।
29. কাল সারারাত আকাশ কপাল চাঁদ! তাতে টিপ রাত্রি তুমি।
30. তোমার অস্তিত্ব যেন চাঁদের আলোর মতো! দূর থেকে ছুঁয়ে যায় আমাকে।
আমি আকাশের চাঁদ ভালোবাসি। কিন্তু চাঁদ জানেনা আমার ভালোবাসার কথা। কোনোদিন জানতে পারবে বলে মনে হয় না। তাই শুধু নীরব হয়ে আকাশ পানে তাকিয়ে চাঁদ দেখি। এখানে দেওয়া চাঁদ নিয়ে উক্তি গুলি ক্যাপশন হিসাবে ব্যবহার করুন।
31. রাতের নিস্তব্ধতা ছুঁয়ে, চাঁদ স্নিগ্ধ আলো ছড়ায়। তারার সোনালি মেলায়, মন পায় এক গভীর শান্তি।
32. আকাশের চাঁদ আর তুমি আমার কাছে সমান। দুইটাই আমার আঙিনার বাইরে!
33. আমার আর চাঁদের কপাল একই! চাঁদ তাঁরাদের মাঝে একা; হাজারো মানুষের ভীড়ে আমি একা।
34. কিছুক্ষণ চাঁদ দেখলে আনন্দ লাগে। অনেকক্ষণ চাঁদ দেখলে নিজেকে অসহায় লাগে।
35. আমি চাঁদের মতো সুন্দর নয়। তবে আমি তাঁরার মতো আলোকিত।
36. আজ নিরালায় চাঁদ জোছনায় নির্জন ও মাহফিলে মন মোহনায় প্রেমের ভেলায় ভাসবো দুজন মিলে!
37. ডুবে গেছে চাঁদ মেঘের আড়ালে, ডুবে গেছে যত তাঁরা। উদাসী এ মন তোমার খুঁজে, নিশীথে তন্দ্রা হারা।
38. চাঁদের মতো সুন্দর তুমি, আলোকবর্ষ দূরে! জোৎস্না হয়ে ছুঁয়ে যাও, আমার শরীর জুড়ে।
39. তুমি ঐ দূর আকাশে চাঁদের মতোই! হাত বাড়ালেই পারি না ছুঁতে। যতোই যাই আরো কাছে, তুমি যাও দূরে সরে।
40. চাঁদ জেগে আছে আজও অপলক, মেঘের পালকে ঢালিছে আলো!
41. তুমি আমার চাঁদ রে বন্ধু, আমি চাঁদের জোছনা! তুমি আমার নদী বন্ধু, আমি নদীর মোহনা।
42. চুপচাপ জানালা দিয়ে আকাশ ও চাদঁ দেখে মন ভালো করার চেষ্টাটা, এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে!
43. স্বার্থ ছাড়া পৃথিবীতে কিছুই নেই। জোছনার স্বার্থেই তো মানুষ চাঁদকে এতো বেশি ভালোবাসে।
44. এখনো আকাশে চাঁদ ওই জেগে আছে! যদি গো আলো তার আসে নিভে, তবু জেনে গেছি তুমি আছো কাছে।
45. বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই! মা গো আমার শোলোক বলা কাজলা দিদি কই।
46. এই জ্যোৎস্না মাখা চাঁদ আর শান্ত গভীর রাত! চাঁদের আলোয় ভাসলো তোমার মুখ। প্রেম নিবেদনে মত্ত আমার সুখ।
47. চাঁদকে যেমন কোনোদিন ছোঁয়া যায় না, তেমনি কিছু স্বপ্ন বাস্তবে পূর্ণতা পায় না।
48. যোগ্যতার থেকে সৌন্দর্যের দাম বেশি। তাইতো মানুষ সূর্যকে নয়, চাঁদকে ভালোবাসে বেশি।
49. গোধূলির শেষে পাখিদের ঘরে ফেরার তাড়া! বামনের মন চাঁদের খোঁজে দিশেহারা।
50. এই মায়াবী চাঁদের রাতে, রেখে হাত তোমার হাতে, মনের এক গোপন কথা তোমায় বলতে চাই।
51. চাঁদ যেমন রাতের আকাশ আলোকিত করে, তুমি তেমন আমার মনের আকাশ আলোকিত করো!
52. জানি দেখা হবে চাঁদের কিনারে, মেঘের মিনারে!
53. তুমি রাত জাগা চাঁদ আমার দিনের আলোতে আপন ছায়া। হাত বাড়াতেই অদৃশ্য তুমি, পেছনে তোমার এক পৃথিবী মায়া।
54. চাঁদের আলোয় ভাবনা রঙে তোমারই ছবি এঁকে যায়!
55. আকাশ ধোয়া চাঁদের আদর গায়ে মাখে শহর!
চাঁদ নিয়ে উক্তি গুলি কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।