এখানে কিছু শহর নিয়ে ক্যাপশন তুলে ধরা হলো। আশাকরি এই সমস্ত ক্যাপশন গুলি আপনাদের ভালো লাগবে। এখানে দেওয়া শহর নিয়ে ক্যাপশন গুলি ফেসবুক ক্যাপশন হিসাবে ব্যবহার করতে পারেন।
তাহলে চলুন আর দেরী না করে, শহর নিয়ে ক্যাপশন গুলি পড়ে নেওয়া যাক।
শহর নিয়ে ক্যাপশন
1. আমার শহর- প্রেমের শহর, মায়ার শহর, প্রতিশ্রুতির শহর! তাই ফিরে আসে সবাই বারবার তারই টানে।
2. তোমার শহর রঙিন ভীষণ চোখ ধাঁধানো আলো! আমার শহর আমার মতো অন্ধকার আর কালো।
3. অচেনা শহর জুড়ে প্রতিটি পথের বাঁকে বাঁকে যেদিকে তাকাই দেখি তোমারই নাম লেখা থাকে!
4. এই ব্যস্ত শহর টা যেমন আছে তেমনি থাকবে! শুধু বদলে যাবে কিছু গল্প, কিছু স্মৃতি।
5. তোমার শহর ব্যস্ত ভীষণ লাল আবিরে সাজে! আমার শহর নিস্তব্ধ আজ তোমার স্মৃতির মাঝে।
6. আমি হারিয়েছি এই শহরের চেনা রাস্তার ভিড়ে। হাসতে শিখেছি অনেক কষ্ট আড়াল করে।
7. শহরের অলিতে গলিতে রেখে গেছো পদচিহ্ন! শত মানুষের ভিড়ে আমি রয়ে গেছি একাই কেবল শূন্য।
8. এ শহরের এক রাশ আলোর ভিড়ে, মিশে থেকো তুমি আমার হয়ে!
9. হাজার আলোর সুখী ভিড়ে, শহর যখন ব্যস্ততম! প্রিয় গলির মনখারাপে, রাত্রি সেজে তুমি নামো।
10. আলোর শহরে তোমার পথ চলা, আমাদের এগিয়ে দেয় অনেক দূরে!
আরও পড়ুন- 50 টি সেরা প্রকৃতি নিয়ে উক্তি এবং ক্যাপশন
11. এ জমকালো রঙিন শহরে বেঁচে থাকার স্বাদ তো সবারই থাকে। এ শহরের সবার শত সহস্র হাসির ভিড়ে সবাই কী আর দুঃখ দেখে!
12. এই শহরের হাজারটা ভালোবাসার ভিড়ে, আমার ভালোবাসাটা নাহ হয় অপূর্ণ থাক।
13. কথা বুনে চলা শহর জুড়ে স্নিগ্ধ আলোর আবেশ নামে! গল্প ঘেরা জীবন জুড়ে একলা আমার বিকেল নামে।
14. চেনা শহর যখন অচেনা হয়ে যায়, তখন সেই শহর পরিবর্তন করে নেয়াই শ্রেয়।
15. এই চেনা শহর, চেনা সময়, সময় গড়ালে অচেনাও হয়! তোমায় ভালোবাসি না, আবার বোধ হয় বাসি।
16. কারো স্বপ্নের শহর জুড়ে হোক আমার বসতবাড়ি! তার শহর জুড়ে হবে আমার লুকোচুরি।
17. শহর জুড়ে হাত বাড়িয়ে দেবার মতো মানুষের অভাব নেই। কিন্তু সারা জীবনের জন্য হাত ধরে রাখার মতো মানুষের বড়ো অভাব।
18. কুয়াশায় মোড়া আমার শহর! অলক্ষ্যে প্রাণ কাটছে প্রহর! চলছে জীবন চলতে যে দাও, অন্তরেতে ভালোবাসার গান গেয়ে যাও।
19. স্বপ্নের শহর যতটা সহজ, বাস্তবতার শহর ততটাই কঠিন!
20. যেই অন্ধকার শহর দেখলে আগে ভয় পেতাম! সেই অন্ধকার শহর আজ আমার কাছে খুবই প্রিয়।
21. তোমার শহর বসন্তময়, নতুন প্রেমের উত্তাপ! আমার শহরে অঝোর শ্রাবণ, বারোমাস-ই নিম্নচাপ।
22. অচেনা শহর জুড়ে প্রতিটি পথের বাঁকে বাঁকে যেদিকে তাকাই দেখি তোমারই নাম লেখা!
23. আমি হারিয়েছে এই শহরের অচেনা রাস্তার ভিড়ে! হাসি শিখতে হয়েছে অনেক কষ্ট আড়াল করে।
24. আমি বৃষ্টি চেয়েছি, রৌদ্র তাপ থেকে বাঁচার আশায়। অথচ আমার শহর জুড়ে বৃষ্টি হয়,, চোখের অশ্রু লুকবার।
25. অল্প আলোর শহর, কত মন ভেঙ্গে যায়। জেগে উঠে অভিমান চিত্রকল্প ভরা কবিতায় প্রণয়।
26. আমি সেই শহরকে ঘৃণা করি, যে শহরে স্বার্থের জন্য মানুষ প্রতিনিয়ত বদলায়।
27. তোমার মনের শহরকে রাঙাতে আমি একগুচ্ছ ফুল নিয়ে হাজির হবো!
28. তোমার শহর রঙিন হয়েও জ্বলেনি কোনো আলো! আমার শহর ভীষণ রংচটা, তবুও তোমায় রাখতে পারি ভালো।
29. সারা শহর খুঁজে বেড়াই তোমার যদি দেখা পাই! চোখ বুঝলেই তোমায় দেখি, খুলে দেখি তুমি নাই।
30. তোমার শহরে প্রেমিকের ভিড় বেশী, আমার শহর ফাঁকা! তুমি প্রেমিক বদলানোয় স্বাচ্ছন্দ্য, আমি ভীষণ একা।
31. প্রিয় একদিন হারিয়ে যাবো তোমার শহর থেকে! সেইদিন শত কাঁদলেও আমাকে পাবেনা।
32. সারা শহর পুড়ছে রোদে, মনের ভেতর গুমোট শোক! ঝমঝমিয়ে বৃষ্টি শেষে, তোমার আমার দেখা হোক।
33. তোমার শহরে নানা মানুষের ভিড়! আমার শহর তোমার স্মৃতিতে স্থির।
34. ব্যস্ত এই শহর জুড়ে অবিশ্বাসের ঢেউ! সবাই বলে সাথে আছি, পাশে থাকে না কেউ।
35. তুমি চাইলে শহরজুড়ে কৃষ্ণচূড়া খুঁজবো! তোমার অপেক্ষায় না হয় গ্রীষ্মের রোদেই পুড়বো।
36. নীল বসন্ত তোমার শহর জুড়ে! মন পাগল পাড়া আছো হৃদয়জুড়ে।
37. ভালোবাসার মেঘ ঘনিয়ে আসুক শহর জুড়ে, বহুদিন যাবৎ উষ্ণ রয়েছে হৃদয়!
38. তোমার শহর জুড়ে যখন আমার বদনামী, বেপরোয়া আমি তখন নিজের পথে হাটি!
39. রেখে দেও না আমাকে তোমার করে! আমি থাকতে চাই তোমার পুরো শহর জুড়ে।
40. সেই মেঘবালিকার গল্প হোক, শহর জুড়ে বৃষ্টি হোক, রোদ্দুর হোক আজ শুধুই তার ডাকনাম!
শহর নিয়ে ক্যাপশন গুলি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।