নীচে কিছু Valentines Day নিয়ে Bangla SMS দেওয়া হলো। যে সমস্ত SMS গুলিকে আপনি আপনার প্রিয়জনকে Valentines Day এর দিনে পাঠাতে পারেন। তাহলে সে আপনার উপর অনেক খুশী হবে। তাহলে চলুন দেরী না করে, Valentines Day Bangla SMS গুলি পড়ে নেওয়া যাক।
Valentines Bangla SMS
1.আমি ভীষণ ভালোবাসি তোমাকে। তোমার স্পর্শে আমার হৃদয় সম্পূর্ণতা পায়…পৃথিবীর কোনো শক্তির এতোটা শক্তিশালী না যে তা আমায় তোমায় ভালোবাসার থেকে আটকাবে….তুমি আমার হাসির পিছনে থাকা খুশী, আর প্রশ্বাসের মধ্যে থাকা অক্সিজেন…তাই আমি তোমাকে ভীষণ ভালোবাসি…Happy Valentines Day
2.সব ঝগড়া বিবাদ সত্ত্বেও আমাদের একসাথে থাকা প্রমান করে যে আমরা পরস্পরের জন্যেই এই পৃথিবীতে এসেছি…আমি ভাগ্যবান যে আমি এমন কাউকে পেয়েছি যে আমায় এতোটা সহ্য করে…আমার সব ভুল গুলোকে শুধরে দিয়েও আমায় এতোটা ভালোবাসে…লাভ ইউ সোনা…হ্যাপী ভ্যালেনটাইনস ডে
আরও পড়ুন- বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস এসএমএস
3.গভীর বিশ্বাস থেকে সৃষ্টি হয় ভালোবাসা। ভালবাসা হলো আয়নার মতো। একবার আয়না ভেঙ্গে গেলে আর কোনোদিন জোড়া লাগে না। আর যদি জোড়া লাগানো হয় তাহলেও একটা দাগ থেকেই যায়, যা কোনোদিন মোছা যায় না। Happy Valentines Day
4.আমাদের ইচ্ছায় না ভালোবাসা শুরু হয় না শেষ হয়। শুরু হয় আমাদের হৃদয়ের প্ররোচনায়। আর শেষ যে আদৌ হয় কিনা তাই কেউ জানে না…তবু সবাই ভালোবাসে..তবু সবাই আশা খোঁজে ভালোবাসার ভিতরে। হ্যাপী ভ্যালেনটাইনস ডে
5.আমাদের সব রাগারাগি সত্ত্বেও আমরা মনে মনে জানি যে, আমাদের পক্ষে একে অপরকে ছেড়ে থাকা অসম্ভব কার্যের মধ্যে পড়ে। তাই তোমার গালে একটা মিষ্টি চুমু এঁকে তোমায় জানাই ভ্যালেনটাইনস ডে-এর অনেক অনেক শুভেচ্ছা।
আরও পড়ুন- বিশ্বাস নিয়ে উক্তি, স্ট্যাটাস এবং এসএমএস ছন্দ
6.তোমায় মিস করতে করতে মনে হল তোমার সাথে একটু কথা বলি, তারপরে মনে হল না, তোমার সাথে দেখা করি, তারপরে মনে হল তোমার জন্যে একটু অপেক্ষা করি, শেষে ভাবলাম বরং তোমায় একটা sms করে বলি, Happy Valentines Day

7.আমার হৃদয় তোমার জন্যে কখনই break হবে না, আমার হাসি তোমার জন্যে কখনই fade হবে না, আর আমার ভালোবাসা তোমার জন্যে কখনই end হবে না। Happy Valentines Day
8.আমায় একা করে দিয়ে যেও না প্লিজ্? আমি জানি আমি ভুল করেছি এবং আমি তার জন্যে ভীষণ অনুতপ্ত…ফিরে এসো বাবু…হ্যাপী ভ্যালেনটাইনস ডে
9.আমি অনেকবার প্রেমে পড়ি, রোজই পড়ি, কিন্তু প্রতিবার তোমার প্রেমেই নতুন করে পরি…হ্যাপী ভ্যালেনটাইনস ডে
আরও পড়ুন- নিজেকে নিয়ে স্ট্যাটাস, উক্তি এবং এসএমএস
10.আমি জানি তুমি যেখানেই থাকো, যার সাথেই থাকো, সুখে আছো….যদিও আমি মন থেকে চাই তুমি ভালো থেকো চিরকাল, আমার স্বার্থপর প্রেমিক মনটা তোমায় ভীষণ ভালোবাসে। আর নিঃশব্দে তোমায় ফিরে আসতে বলে…Happy Valentines Day
11.আমি তোমার জন্যে আমার হৃদয়ে আবেগের একটা অ্যাকাউন্ট খুলেছি..ওখানে তুমি তোমার ভালোবাসা জমা রাখো আর সুদসমেত ফেরত পাও…Happy Valentines Day
12.অনেকে আমাকে জিজ্ঞেস করে যে তোমার মধ্যে আমি এমন কি দেখলাম যে তোমার প্রেমেই পড়ে গেলাম? আমি সবাইকে একটাই উত্তর দি…সবকিছু! হ্যাপী ভ্যালেনটাইনস ডে

13.আমি বিশাল একটা আকাশ চাই না যার নিচে ছায়া থাকবে, আমি জল চাইনা যে জল আমার পিপাসা মিটাবে, আমি ঘুমাতে চাই না যে ঘুম আমাকে রাত্রে স্বপ্ন দেখাবে, আমি সত্যি তাকে চাই, যে আমাকে ভালোবেসে সারাজীবন কাছে পেতে চায়…..হ্যাপী ভ্যালেন্টাইনস ডে
14.আমি তোমায় ভীষণ মিস্ করছি সোনা…ইচ্ছা ছিল আজকের দিনটা একসাথে কাটাবো…হয়ে উঠলো না…লাভ ইউ সোনা…Happy Valentines Day
আরও পড়ুন- Sad bengali quotes ! best sad quotes in bengali 2022
15.এই পৃথিবীর আরোহনের জন্যে আর পাহাড় দরকার নেই, অতিক্রমের জন্যে আর সমুদ্রের দরকার নেই, ঔজ্জ্বল্যের জন্যে আর নক্ষত্রের দরকার নেই…এখনও এই পৃথিবীর যা দরকার আছে, তা হল তুমি ও তোমার হাসি…হ্যাপী ভ্যালেন্টাইনস ডে
16.একটা ছোট্ট ম্যাসেজে তো সব বোঝানো সম্ভব নয়, তবু যেটা বলতে চাই সেটা হল-সোজা কথায় তোমায় ছাড়া আমি আমার জীবনের অস্তিত্ব কল্পনা করতে ভয় পাই…কারণ মনের ভীষণ গভীর থেকে আমি তোমায় ভালোবাসি…Happy Valentines Day
17.কখনও কাউকে এটা বোঝাতে দেরি কোরো না যে তুমি তাকে কতোটা ভালোবাসো…কারণ সে যদি কোনো কারণে তোমার থেকে দূরে চলে যায়, তখন তুযি যত জোরেই চেঁচাও বা কান্নাকাটি করো না কেন তার কান অবধি তা পৌঁছবে না…হ্যাপী ভ্যালেন্টাইনস ডে
18.জীবনে সুখী হওয়ার জন্য গোটা পৃথিবীর দরকার হয় না। দরকার হয় শুধু একজন মনের মতো মানুষ। হোক সে ভালোবাসার মানুষ অথবা হোক সে একজন ভালো বন্ধু…Happy Valentines Day

19.কথা দিচ্ছি সোনা শুধু তোমায় ভালোবাসবো, এই হৃদয়ে তোমায় আমি জড়িয়ে এমন রাখবো, চুপিসারে বলবো আমি, তোমায় ভালোবাসি…তাইতো আমি তোমার কাছে বারে বারে ছুটে আসি…হ্যাপী ভ্যালেন্টাইনস ডে
20.কখনো ভাবিনি যে তুমি আমার জীবনে কোনদিন এতোটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে..আজ তোমায় ছাড়া আমার জীবনই অসম্পূর্ণ মনে হয়… হ্যাপী ভ্যালেনটাইনস ডে সোনা
21.আজ ভালোবাসা দিবস…তাই মা আজ তুমিই আমার ভ্যালেন্টাইন্স…কারণ তোমার থেকে বেশী ভালোবাসা আমায় কোনোদিন কেউ দিতে পারেনি আর পারবেও না…Happy Valentines Day
22.সম্পর্ক হলো নীল প্রজাপ্রতির মতো। হালকা করে ধরলে উড়ে যায়। আর শক্ত করে ধরলে মরে যায়। হ্যাপী ভ্যালেনটাইনস ডে
23.তোমার জিম্মায় রইল আমার হৃদয়…যত্ন করে রেখো প্লিজ্…ভাঙতে দিও না কখনও…কারণ এর মধ্যে আমার সবটুকু ভালোবাসা ভরে তোমার হাতে তুলে দিলাম…Happy Valentines Day
24.তোকে আমার পাশে পেয়ে আমি আমার সব দুঃখে হাসতে শিখেছি…ভেঙ্গে পড়েও উঠে দাঁড়াতে শিখেছি…আঁধার রাতেও আশার আলো দেখেছি…নতুন করে ভালোবাসতে শিখেছি…লাভ ইউ…হ্যাপী ভ্যালেনটাইনস ডে

25.তোমার ভালোবাসায় হারিয়ে গিয়ে বুঝেছি ভালোবাসার মানে…এখন বুঝি এ মন শুধু তোমার কথা ভাবে কিসের টানে…ভালোবাসায় উথাল পাথাল বুকটা পেতে রই, তোমার স্বপ্নে জাগি আমি তোমায় ভেবেই শুই…হ্যাপী ভ্যালেনটাইনস ডে
Bangla SMS For Valentines Day
1.পাগল প্রেমিক ঈশ্বর কে জিজ্ঞেস করল, কেন তুমি এই পৃথিবীকে ভালোবাসা কে শত্রু বানিয়ে দিয়েছ? ঈশ্বর হেসে বললো, প্রেমিকেরাই বা আমার সাথে কি এমন ভালো করেছে? নিজের সঙ্গিনীর মধ্যেই নাকি তারা নিজেদের ভগবানকে খুঁজে নিয়েছে…Happy Valentines Day
2.আমার দেখা সর্বশ্রেষ্ঠ পুরুষ তুমি যে আমার জীবনে আবার আশার আলো জ্বালিয়ে তুলেছে…যাকে পেয়ে আমার হৃদয় উদ্বেলিত হয়ে ওঠে…লাভ ইউ…হ্যাপী ভ্যালেনটাইনস ডে
3.তোমায় ভালো বেসেছিলাম তোমার মনের গভীরতা দেখে, তোমার বাহ্যিক সৌন্দর্য তো আমার কাছে উপরিপ্রাপ্তি…লাভ ইউ সোনা…Happy Valentines Day
4.পৃথিবীর সব রোগের হয়তো ওষুধ আছে, কিন্তু ভালোবাসা এমন এক রোগ যার কোনো ওষুধ নেই…হ্যাপী ভ্যালেনটাইনস ডে
5.প্রেমের শক্তি অসাধারণ…তা পাথরকে গলিয়ে দিতে পারে…ভাগ্যকে বদলে দিতে পারে। প্রেমের পথে সঙ্গী যদি ভালো হয়, তাহলে বিপথগামী ব্যক্তিকেও সুপথে নিয়ে আসতে পারে…Happy Valentines Day

6.সূর্য দিনের আকাশে ঝলমল করে, চাঁদ রাত্রিতে…কিন্তু তুমি আমার মনের আকাশে প্রতি মুহুর্তে ঝলমল করো! হ্যাপী ভ্যালেনটাইনস ডে
7.প্রত্যেকের জীবনে অন্তত একজন তো এমন থাকেই যে আমাদের জীবনে অমূল্য…এই জন্যে নয় যে তার সঙ্গ আমরা উপভোগ করি, তার কারণ এটা যে তার অনুপস্থিতি আমাদের ব্যস্ত করে তোলে…Happy Valentines Day
8.ভাগ্যে বিশ্বাস করতাম না কখনো আমি…কিন্তু যেদিন থেকে আমার জীবনের সঙ্গী হলে তুমি, ভাগ্যে বিশ্বাস করতে শুরু করেছি…হ্যাপী ভ্যালেনটাইনস ডে
9.ভালো লাগে তোমার ঐ হাসি, মায়া ভরা দুটো চোখ, যেখানে অপরিসীম ভালোবাসায় তুমি রেখেছো আমায়…। থ্যাংকস আমাকে পরিপূর্ণ করার জন্য, আমায় ভালোবাসার জন্য। Happy Valentines Day
10.ভালো একবার যখন বেসেছি, ছাড়বো না আর হাল। আমি তোমার পাশে ছিলাম, এখনো আছি আর থাকবো চিরকাল…হ্যাপী ভ্যালেনটাইনস ডে
11.ভালোবাসা কাকে বলে আমি জানি না, কিন্তু যখন তুমি আমার পাশে থাকো, তখন মনে হয় উপরওয়ালা মানুষের আয়ু এত কম দিল কেন? তোমায় ভালোবেসে যাওয়ার জন্যে এটুকু সময় যে আমার জন্যে যথেষ্ঠ নয়! Happy Valentines Day

12.ভালোবাসা কারো কাছে শুধু কাছে পাওয়া, ভালোবাসা কারে কাছে দূরে সরে যাওয়া। আমার কাছে ভালোবাসা তোমার সাথে পথ চলা,গালে একটা চুমু এঁকে “হ্যাপী ভ্যালেনটাইনস ডে” বলা।
13.ভালোবাসা জিনিসটা বড়োই নিষ্ঠুর…ভালোবাসা মানুষকে সুখের চাইতে কষ্টটাই বেশী দেয়…সুখ যে টুকু থাকে সেটুকুও কেড়ে নেয়…তবুও ভালোবাসাকে সবাই স্বাগত জানায়, কারণ ভালোবাসাই তোমাকে বেঁচে থাকার আশা দেয়…Happy Valentines Day
14.ভালোবাসা পাওয়া তেমন কঠিন না, কিন্তু ভালোবাসার সম্মান দেওয়া কঠিন। আর ভালোবাসাকে ভুলে যাওয়া বেদনাদায়ক! তাই ভালোবাসার সম্মান করো। হ্যাপী ভ্যালেনটাইনস ডে
15.ভালোবাসা মানেই ডেটিং নয়, ভালোবাসা মানেই সারাদিন চ্যাটিং নয়, ভালোবাসার মানেই হল- সম্পর্ককে পবিত্র রাখা, সুখ দুঃখে পাশে থাকা!সবাইকে ভ্যালেনটাইনস ডে-র অনেক অনেক শুভেচ্ছা।
16.ভালোবাসা হৃদয়ের গভীর থেকে উঠে আসা সেই সুন্দর অনুভূতি যা মুখ মণ্ডলের ঔজ্জ্বল্য বাড়িয়ে তোলে…কারণ ভালোবাসা অনেকটা স্বপ্ন সত্যি হওয়ার মতোন…Happy Valentines Day
17.ভালোবাসার দিন হিসেবে একটা দিনকে পালন করাটা নিতান্তই অযৌক্তিক…যারা পরষ্পরকে প্রকৃতপক্ষে ভালোবাসে, তাদের জন্য সব দিনই ভ্যালেনটাইনস ডে-র সামিল…হ্যাপী ভ্যালেনটাইনস ডে
18.মাঝে মাঝে তোমার কথা ভেবে আমার চোখে জল এসে পড়ে…এতোটা মিস করি তোমাকে…আবার সাথে সাথে যখন তোমার সাথে কাটানো প্রিয় মুহূর্ত গুলোর কথা মনে পড়ে, তখন আমি কান্না ভেজা চোখেই হেসে উঠি Happy Valentines Day
19.সূখের জন্য স্বপ্ন, দুখের জন্য হাসি, দিনের জন্য আলো, চাঁদের জন্য নিশি, মনের জন্য আশা, তোমার জন্য রইল আমার ভালোবাসা। শুভ ভালোবাসা দিবস।

20.শব্দের মাধ্যমে এটা বোঝানো তো কখনো সম্ভব না যে আমি তোমাকে কতোটা ভালোবাসি…তাই আজকের দিনে শুধু তোমায় একবার জিজ্ঞেস করতে চাই, তুমি জানো তো আমি তোমাকে কতোটা ভালোবাসি? হ্যাপী ভ্যালেনটাইনস ডে
21.মনের ঘড়িতে বাজছে অ্যালার্ম হয়েছে সময়, ভেতর থেকে বলছে হৃদয় আজ, ভালোবাসি তোমায়…Happy Valentines Day
22.সুগন্ধ হয়ে তোমার দেহে মিলিয়ে যাবো, সুখ হয়ে তোমার হৃদয় ভরিয়ে দেব, অনুভূতি হয়ে তোমায় আরাম দেব, আর কাঁদলে আমি তোমার বালিশ হয়ে তোমার কষ্টে নিজের মনকে ভিজিয়ে দেবো…হ্যাপী ভ্যালেনটাইনস ডে
23.আজ হারিয়েছি, কাল খুঁজবো। আজ পাইনি, কাল পাবো। আজ হেরেছি, কাল জিতবো। আমি আবার ফিরে আসবো, ঠিক তোমার মনের মত হয়ে। হ্যাপী ভ্যালেনটাইনস ডে
24.সবাই বলে আমি নাকি তোমার ভালোবাসায় পাগল হয়ে গেছি। আমি বলি, ভালোবাসায় যদি পাগলামিই না থাকলো, তাহলে সেটা ভালোবাসা হল কোথায়? Happy Valentines Day
25.টুপটাপ ঝরে পরা শিশির, দূর থেকে বাতাসের বয়ে আনা হাস্নুহানার মন মাতানো সৌরভ আর চাঁদের আলোর স্নিগ্ধতার মধ্যে তোকেই মন খুঁজে বেড়ায়! তুই দূরে থাকলেও আমার মনের কাছেই তুই; যাকে চোখ বন্ধ করলেই ছোয়া যায়! যে চিরকাল আমার মনের সবচেয়ে নিভৃত অথচ আপন কোনটিতে বাস করে…হ্যাপী ভ্যালেনটাইনস ডে