এখানে কিছু রাত নিয়ে ক্যাপশন (Night caption) তুলে ধরা হলো। আশাকরি এই সমস্ত ক্যাপশন গুলি আপনাদের ভালো লাগবে। এখানে দেওয়া রাত নিয়ে ক্যাপশন গুলি ফেসবুক ক্যাপশন হিসাবে ব্যবহার করতে পারেন।
তাহলে চলুন আর দেরী না করে, রাত নিয়ে ক্যাপশন গুলি পড়ে নেওয়া যাক।
রাত নিয়ে ক্যাপশন
1. রাত মানুষকে অন্য মানুষ করে দেয়! রাতের মানুষকে দিনের মানুষের পাল্লায় মাপতে যাওয়াটা বড্ডো বোকামি।
2. তোমার কথা ভেবে কাটিয়ে দেওয়া আমার এক একটা নির্ঘুম রাত জানে, কতোটা ভালোবাসি তোমায়।
3. রাতের আকাশে চাঁদ আছে, তাই তো আকাশ সুখী! আমার আকাশে তুমি নেই, তাই তো আমি দুঃখী।
4. রাতের আকাশ টা দেখলে বোঝা যায়, নীরবতা কতোটা সুন্দর হয়!
5. তোমার না হয় ভালোবাসা, জ্যোৎস্না রাতের চন্দ্র খানা। আমার না হয় নেহাৎ কালো, আঁধার রাতের অন্ধকারের তারা।
6. রাতের গায়ে চাঁদের আলো, জ্যোৎস্না আর ছড়াবে না। অজ্ঞাত অনেক স্বপ্ন ছিলো, থাক তুমি বুঝবে না।
7. আমার রাত জাগা তাঁরা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি। আমি পাই না ছুঁতে তোমায়, আমার একলা লাগে ভারি!
8. না পাওয়া গুলো থাক; রাতের আকাশের তারা হয়ে।
9. রাতের আকাশ জানে, একাকী সে তারা। আঁধারেই খসে পড়ে— খসুক, নির্ঘুম রাত জানে, চোখের পাতায় জমে, তোমাকে দেখার অসুখ!
10. যাদের প্রিয়জন থেকেও থাকে না, তাদের রাত কাটে। পুরোনো স্মৃতি গুলোকে মনে করে, চোখের জলে!
আরও পড়ুন- 120 টি সেরা বাংলা শর্ট ক্যাপশন বেস্ট ক্যাপশন বাংলা
11. এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস। আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়।
12. তোমার ভোরের প্রথম আলো আমি হতে চাই! রাত নেমে এলে তোমার ঘুম হতে চাই।
13. এ পথে তুই রাত জাগা পাখি! আমি ভোরের ফুল! চল তবে আজ লিখে রাখি আমাদের আঙুলে আঙুল।
14. নিস্তব্ধ রাতের স্তব্দ আকাশের তারা হঠাৎ তাকিয়ে দেখি কোথায় পড়ে আছে মন পাড়া।
15. এখনও তোমার নামে সকাল রাখা! এখনও তোমার নামে রাত! এখনও মনে ভুল খুঁজে ফিরি তোমার ছেড়ে যাওয়া হাত।
16. তুমি মন খারাপের রাত শেষে, তোমার সাজানো আমার হাসির ভোর মেখে নিও।
17. গভীর রাত, বুকে জমানো এক আকাশ বিষাদ, তবুও হাসিমুখ! চাই কিছু ঋণ জমা থাকুক, এবেলায় নাইবা হোক, অতীত হলে আমায় তবে খুঁজুক।
18. ছায়াচ্ছন্ন গভীর প্রহরে রাত্রি ঝরে পড়ে জীবনের তীরে!
19. ও আলোর পথযাত্রী এ যে রাত্রি, এখানে থেমো না! এ বালুর চরে আশার তরণী তোমার যেন বেঁধো না।
20. রাত্রি এসে যেথায় মেশে দিনের পরাবারে, তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে।
21. অপেক্ষা করছি, রাত্রে ঘুমিয়ে গেলে চুপিচুপি আকাশকে বলবো, প্রিয় আকাশ আমার ভীষণ মন খারাপ।
22. যদি নির্মল হই আকাশের মত, রাতকে জাগাব শত বর্ষের গানে। জ্যোৎস্নার জলে ঘুচাব তারার ক্ষত। বুকে টেনে নেব যারা ভালোবেসে টানে।
23. আমি রাতকে ভালোবাসিনা! তবুও আমি প্রতিরাত জেগে থাকি। তোমার দেয়া কষ্টে ঘুম আসেনা বলে।
24. রাত জাগা পাখি আমি! আমার ভাঙ্গা মনে উকি দেবার মতো কেউ নেই।
25. ঘড়ির কাঁটায় এখন অনেক রাত হিম নামছে! শহরতলি জুড়ে অবুঝ কলম নীলচে নেশায় মেতে সুখের অসুখ বাড়ছে ধীরে ধীরে।
26. মিছেই বয়ে যায় বেলা শীত! যায় বসন্ত আসে! তবু তোমার নাই দেখা! তুমিহীনা এই রাত শুধুই অবহেলা।
27. নিস্তব্ধ রাত! অথচ আমি নিশ্চুপ পড়ে থাকি প্রকৃতিতে।
28. কত নিস্তব্ধ রাত চলে গেছে গোপনে! কেউ দেখেনি, কেউ বুঝেনি, কেউ জানেনি। কেউ শুনেনি সে ইতিহাস, দুঃখের পরিহাস, জ্যোৎস্নার এমন মিথ্যাচারী বাস্।
29. রাতের আকাশ স্তব্ধ এখন নিশ্চুপ নিশ্চল! ঝিকিমিকি আলো ছড়ায় কেবল রাত তারার দল।
30. রাত্রি অবসরে, ইচ্ছেরা উঁকি মারে! ঘুমোতে দেয় না সৃষ্টির খিদে,শান্তির শহরে।
31. রাতের আকাশ যতটা অন্ধকার হয়, জ্বলে উঠা তারা গুলো ততটাই উজ্জ্বল হয়।
32. রাত্রির পথ ধরে খুঁজে পেতে হবে আলো পুরুষের সন্ধান! ছায়া-সঙ্গীকে বুকের প্রণয়- তোরঙ্গে নিয়ে যেতে হবে ঐ মূল ভূখণ্ডেরকাছে!
33. এই নিস্তব্ধ রাত, সেই আগের কিছু স্মৃতি, এক আকাশ সমান মায়া জন্মায় আপনার প্রতি!
34. আধার রাতের আলো তুমি, ভালো বাসার ঢাল! প্রান প্রিয়সী হবে তুমি আমার চিরো কাল।
35. রাতের আকাশের তারা গুলো মিটমিটিয়ে জ্বলে! রাত্রির প্রকৃতিতে একা বসে এ মন শুধু তোমার কথাই বলে প্রিয়।
36. নিঝুম রাতের আঁধার ভেঙে জোনাকি দিচ্ছে আলোর ডাক! তারায় ভরা আকাশ আর এক ফালি চাঁদ, কেবল আমার সঙ্গী হয়েই থাক।
37. একটু রাত ডুবে আসে, একটু আলো নিভে আসে।
রাত নিয়ে ক্যাপশন গুলি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।