30+ Best Bangla Shayari Caption for Facebook

Bangla Shayari

এখানে কিছু Bangla Shayari তুলে ধরা হলো। আশাকরি এই সমস্ত Shayari গুলি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে দেওয়া Bangla Shayari গুলিকে Caption হিসাবে ব্যবহার করতে পারেন।

তাহলে চলুন আর কথা না বাড়িয়ে, Bangla Shayari গুলি পড়ে নেওয়া যাক।

Bangla Shayari

(1)
এক আকাশ অভিমান লুকিয়ে,
হাসিতে বড়ই মেতেছি আজ!
হাসতে হাসতে কান্না লুকানো,
ভালোই শিখেছে ঠোঁটের ভাঁজ।

(2)
বেঁধে রেখে লাভ নেই,
উড়তে দিয়ে দেখো!
দিনশেষে ফিরে যদি,
তখন আগলে রেখো।

(3)
আজকে তোমার স্বপ্ন দেখা,
আমার ভীষণ মানা!
তবুও দুচোখে বৃষ্টি সাজে,
বুকফাটা বোবা কান্না!

(4)
তোমার শহরে জনজোয়ার,
হারিয়ে যাওয়ার ভয়!
আমার শহর বড্ড গোয়ার,
একলা বাঁচার প্রশ্রয়!

Bangla-Shayari-Love

(5)
যতো দূরেই যাই না কেন,
আমি আছি তোমার পাশে!
তাকিয়ে দেখো আকাশপানে,
যদি আমায় মনে পড়ে।

(6)
স্মৃতিরা গেছে পরবাস,
কথারা হয়েছে নিঝুম!
এ বুকে তবু বারোমাস,
ভালোবাসারই মরসুম।

Sad-Shayari-Bangla

(7)
আসুক যতই বাঁধার পাহাড়,
আসুক তুফান ঝড়!
ছাড়বো না তো তোমায় কভু,
হবো না তো পর।

(8)
বুকের মাঝে বন্দী হবো,
রাত কাটবে হাতের বাঁধনে!
ঠোঁটের শীতলে শান্ত হবো,
হৃদয় ছুঁইবো খুব গোপনে।

Bangla-Shayari

আরও পড়ুন- 40+ Love Caption Bangla Status for Facebook

(9)
একলা হয়ে দাঁড়িয়ে আছি,
তোমার জন্য গলির কোণে!
ভাবি আমার মুখ দেখাবো,
মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে।

(10)
যদি বৃষ্টি নামে,
মনের উঠোন যায় ভিজে!
তুমি বিকেল হয়ে এসো ফিরে,
গোধূলির রঙে সেজে।

(11)
এ জন্মে ছেড়ে দিলাম,
পরের জন্মে আবার আসিস!
পরের জন্মে আবার না হয়,
মিথ্যে আমায় ভালোবাসিস।

(12)
যেই তোমাকে ধরবো ভাবি,
অন্তর বলে সাধ্য কই!
তুমি তো আমার হবে না জানি,
আমি না হয় তোমারই হয়।

Bangla-Caption

(13)
চেনা পৃথিবী অচেনা লাগে,
লিখেছি কবিতা তোমার নামে!
জোৎস্না আকাশে বৃষ্টি ঝরে,
ভিজেছি আমি তোমার প্রেমে।

(14)
কেউ কি রাখে খোঁজ?
প্রতিদিন হচ্ছি যে নিখোঁজ!
কেউ কি জানে বুকের ভেতর,
কতো কষ্ট জমে রোজ।

(15)
মানুষ হতে মানুষ আসে,
বিরুদ্ধতায় ভিড় বাড়ায়!
তুমিও মানুষ আমিও মানুষ,
তফাৎ শুধু শিরদাঁড়ায়।

(16)
কেউ সুখী কেউবা দুঃখী,
হাজার মুখের মেলায়!
জীবন মানে বন্দী দশা,
ভাঙ্গা গড়ার খেলায়।

(17)
জীবন বৃত্তের মধ্যে থেকে,
আপন সবাই হয় না!
ভালোবাসায় জড়িয়ে গিয়েও,
ভালোবাসা যায় না।

(18)
চেনা রাস্তায় অচেনা কতো,
তারি মাঝে খোঁজার তাড়া!
থমকে যাওয়ার সময়টুকু,
মনে হয় যেন ভুলে ভরা।

(19)
দুঃখের এই জীবনে,
দুঃখ আমার সাথী!
দুঃখ কে ভাগ করে নিতে,
হলো না কেউ রাজি।

(20)
ব্যস্ততা কিছু ঘিরে থাক,
অতীতটা পাক মুক্তি!
মনে জমে থাকা কষ্ট গুলোর,
নিকোটিনেই হোক স্বস্তি।

(21)
একলা জীবন একলা মরণ,
একলা কিসের ভয়!
এই পৃথিবী মুখোশে ভরা,
কেউ তো কারোর নয়।

(22)
দিগন্ত আজ একলা ভীষণ,
দিচ্ছে না কেউ বাড়িয়ে হাত!
ঝুলতে থাকা সন্ধ্যাতারা,
খাচ্ছে গিলে গভীর রাত।

(23)
প্রশ্নে ভরা জীবন নিয়ে,
এইতো আছি বেশ!
শূন্য থেকে শুরু,
শূন্যেই আমি শেষ।

(24)
যতোই তুমি মুখ লুকাও,
ফুপিয়ে কাঁদো শেষ রাতে!
আয়নায় চোখ রেখে দেখো,
ধরা পড়বে হাতেনাতে।

(25)
গভীর রাতে আলোছায়াতে,
পুরনো স্মৃতি গল্প বাঁধে!
বেসুরো হলেও সেই স্মৃতিতে,
আজও আমার রাত্রি কাটে।

(26)
স্মৃতিগুলো ফিরে আসে,
দিনের আলোর শেষে!
সুখগুলো উড়ে গিয়ে,
বেদনাতে মেশে।
সেই কবে নীড় ছিড়ে,
উড়ে গেছে পাখি!
অবুঝ মন আজও তাকে,
করে ডাকাডাকি।

(27)
মিথ্যে হাসির মুখোশ পরে,
অভিনয় করি প্রতিদিন!
সব কষ্ট জয় করে ঠিক,
ছেড়ে চলে যাবো একদিন।

(28)
কাজ, ব্যস্ততা, সহস্র মুখ,
হারিয়ে যায় ক্ষনিকেই!
দিনের শেষে একলা মানুষ,
নিজের মত আর কেউ নেই।

(29)
নয়ন তোমারে পায় না দেখিতে,
রয়েছ নয়নে-নয়নে!
হৃদয় তোমারে পায় না জানিতে,
হৃদয়ে রয়েছ গোপনে।

(30)
ভালোবাসলেই যায় না হওয়া,
মনের মানুষ আপনজন!
অসময়ের পাশে থাকে যে,
সেই তো আসল প্রিয়জন।

(31)
হারিয়ে গেলে খুঁজিস আমায়,
নীল আকাশের গায়!
তারা হয়ে জ্বলবো আমি,
সুদূর নীলিমায়।

(32)
জুড়তে থাকার চেষ্টা বৃথা,
পুড়ছে স্মৃতির আঁচ!
যত্ন করে সামলে রাখি,
টুকরো হওয়া কাঁচ।

(33)
যে শহরে রাত নামে না,
ঘুম আসে না চোখের পাতায়!
সে শহরে যেমনই থাকি,
আমার আমিকে একাকী মানায়।

(34)
আমার ভালোলাগা ভালোবাসা,
তোমায় দেবো আরো!
তুমি হাতটা শুধু ধরো,
আমি হবো না আর কারো।

(35)
তোমায় পাওয়ার ইচ্ছেগুলো ধোঁয়া,
তোমায় চাওয়ার তীব্রতাটাও ছাই!
তবুও এমন রাত্রি জাগা আলোয়,
তোমার মতন একটা মানুষ চাই।

(36)
মিথ্যা আশায় ঘর বেদনা,
হয়ে যাবে তাসের ঘর!
বাস্তবে সব মুখোশধারী,
সবাই আপন সবাই পর।

Bangla Shayari গুলি কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।