এখানে কিছু Bangla Caption তুলে ধরা হল। আশাকরি এই সমস্ত Caption গুলি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে দেওয়া Bangla Caption গুলিকে Facebook Caption হিসাবে ব্যবহার করতে পারেন।
তাহলে চলুন আর কথা না বাড়িয়ে, Bangla Caption গুলি পড়ে নেওয়া যাক।
Bangla Caption
1. হোকনা সে কল্পনায়… বাস্তবে না পেলে কিসের কষ্ট! ভালোবাসতে শরীর লাগে নাকি, অনুভবই যথেষ্ট!
2. ভীষণ মন খারাপ হলেও, এক গাল হাসি হেসে ভালো থাকার অভিনয় করতে শিখে গেছি!
3. বাঁধতে চেয়ে ভুল করেছি প্রতিবারের মত! কোন কিছু নিজের তো নয়, মিথ্যা মায়া যত।
4. কান্না পেলে কেঁদে নিও! জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়।

5. কষ্ট পাওয়াটা যার কাছে অভ্যাসে পরিণত হয়ে যায়, চোখের জল তার কাছে হার মানতে বাধ্য!
6. নিজেকে অনেক ভালোবাসা প্রয়োজন! কারণ দিনশেষে আমি আমার প্রিয়জন।

7. বুঝলে প্রিয়; আমার যদি সাধ্য থাকতো তাহলে নিজেকে বিক্রি করে তোমাকে কিনতাম!
8. চোখে যখন ঘনিয়ে আসে মেঘ….! শ্রাবণের বৃষ্টিতে ভিজে যায় একলা মন।

9. সবাইতো দুঃখ দেওয়ার জন্য আসে!! পারলে তুমি একটু ভালোবাসা দেওয়ার জন্য এসো।
10. এই শহরে এতো মানুষের ভীড়, তবুও কতো মানুষ একাকিত্বের জালে জড়ানো।
আরও পড়ুন- 30+ Attitude Caption Bangla Status for Facebook
11. বৃষ্টি লিখবো বলে কাব্য কৌতূহলে শব্দ খুঁজি; অথচ দু চোখ জানে, কী ভীষণ অভিমানে-বৃষ্টি বলতে আমি তোমাকেই বুঝি!
12. পা না ভিজিয়ে…. হয়তো সাগর পাড়ি দেওয়া যায়! কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেয়া অসম্ভব।
13. জীবন বৃত্তের মধ্যে থেকে আপন সবাই হয়না! ভালোবাসায় জড়িয়ে গিয়েও; ভালোবাসা যায় না!
14. ছেড়ে যাওয়ার ভয় আমার নেই গো প্রিয়..! হারিয়ে যেতে আমি যে অভ্যস্ত।

15. এক আকাশ সমান অনিশ্চয়তা, তোমাকে না পাওয়ার! তবু গভীর রাতের কল্পনায় তুমি কেবল আমার..!
16. যদি ডুবতে বলো দিগন্তের প্রান্তে; আমি ভোর হতে চাই তোমার অজান্তে!
17. জীবনভর একটা ভুলই করে গেলাম!! ধূলো আমার চেহারাতেই ছিলো… মিছে-ই শুধু আয়না মুছে গেলাম।
18. ইচ্ছে গুলোকে স্বাধীনতা দাও; উড়তে দাও আকাশে! লোকের কথায় কান দিও না; সেতো রোজ’ই উড়ে বাতাসে।
19. হাজার জনকে চাইনা জীবনে!!! শুধু এমন একজন থাকুক… আমার সমস্ত রাগ অভিমান মানিয়ে নিয়ে আমায় আগলে রাখুক।
20. কার কাছে জমা রেখে মন কার কাছে যাই! মানুষ ও নদীর মতন… একটা জনম শুধু দুঃখ জমাই।
21. ঠিক মানুষ কখনও ছেড়ে যায় না!! হাজারটা মান অভিমানের পরেও… দিন শেষে ঠিকই থেকে যায়!
22. সাধনা ছাড়া যে তোমাকে পেয়ে গেলো.! সে কখনো বুঝবে না তুমি কতোটা মূল্যবান!
23. ভালোবেসে ইতিতে নয়; হৃদয়ে রেখো! তুমি আমার প্রথম প্রেম নয়; শেষ প্রেম হয়ে থেকো!
24. স্বপ্নগুলো আর ডাকে না, ইচ্ছে গুলোও ক্লান্ত!ছন্দহীন এই চলার পথে; আমিও দিকভ্রান্ত।
25. ব্যস্ত শহরে আমিও হারিয়ে গেছি কোন এক ব্যস্ততার নীড়ে! আমার একলা ঘরে ব্যস্ত ভীষণ; ভাবতে শুধু তোমার তরে।
26. ঝরবে জানি পাপড়ি গুলো!!!!! একটা দুটো খুলবে পাতা!!! জমে থাকুক মুহূর্তরা; এমন করে থাকুক গাঁথা।
27. তুমি ছাড়া কোনো বসন্তে…. কৃষ্ণচূড়া চোখে পড়ছে না! তুমি ছাড়া কোনো বিকেল, আমাকে কোথাও টানছে না।
28. যখন এক পলকের জন্য কথা বলাই, অনেক বড়ো পাওয়া.! তখন তোমার চেয়ে দেখা, সে তো এক বৃথা আশা।
29. দুঃখ গুলোকে…. মনের খাঁচায় বেঁধে না রেখে উড়তে দাও খোলা আকাশে! অসীম শূন্যতার এই দুঃখ গুলো একদিন সুখ হয়ে ধরা দেবে।
30. যদি গো তোমায় বলি আমি তার নাম..! তুমি কি বাসবে ভালো দেবে তার দাম।
31. নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছো নয়নে নয়নে!! হৃদয় তোমার পায়না জানিতে, হৃদয়ে রয়েছো গোপনে।
32. অপূর্ণতায় ঘেরা পরিপূর্ণ মানুষ গুলো…!! সময়ের হিসেবে ঠিকই পরিপূর্ণ হয়ে যায়।
33. জীবনে এমন একজন মানুষ থাকা উচিত!!!! যার চোখের দিকে তাকালেই… এক নিমিষেই সব ক্লান্তি দূর হয়ে যায়।
34. আমি খুঁজেছি তোমায়…..! আজও পাহাড়ের চূড়াতে, সাগরের নীল অতলে, তবু কেন তোমায় খুঁজে পাই না।
35. কষ্ট গুলো যদি বৃষ্টির মতো ঝরে যেতো!!! তাহলে মনটা নীল আকাশের মতো সুন্দর হত।
36. সাদা কালো দুনিয়াতে… ইচ্ছে গুলো ভীষণ দামী! দিশেহারা মন যে আমার বড্ড অভিমানী।
37. চলে যাওয়ার গল্প তো অনেক হলো, এবার না হয় থেকে যাওয়ার গল্প হোক..!! ভালোবাসার গল্প তো অনেক হলো, এবার বরং ভালোবেসে ভালোবাসার গল্পটাই হোক!
38. পুড়ে গিয়ে ছাই, তোমাতে বাঁচা চাই!!!! ছুঁয়ে যাওয়া বরষার স্নিগ্ধ বারি কণা, তুমি বিহীন শ্বাস, নিঃশ্বাস নেওয়া মানা।
Bangla Caption গুলি কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।