40+ Funny Caption Bangla Status for Facebook

Bangla Funny Caption

এখানে কিছু Bangla Funny Caption তুলে ধরা হল। আশাকরি এই সমস্ত Caption গুলি আপনাদের ভালো লাগবে। এখানে উল্লেখিত Funny Caption Bangla গুলিকে Facebook Caption হিসাবে ব্যবহার
করুন।

তাহলে চলুন আর কথা না বাড়িয়ে, Bangla Funny Caption গুলি পড়ে নেওয়া যাক।

Funny Caption Bangla

1. দুনিয়াতে কতো কিছু ভাইরাল হয়..! কিন্তু আমি যে সিঙ্গেল এইটা কেন ভাইরাল হয় না!

2. কাউকে মিথ্যে বলে হাসানোর চেয়ে, কাতুকুতু দিয়ে হাসানো অনেক ভালো!

3. সবার মনের মত হওয়া আমার পক্ষে সম্ভব না! কারণ আমি মানুষ, বিরিয়ানি না।

4. আমি ওদের মধ্যে একজন, যারা এখন পর্যন্ত কোন প্রেম করে নাই!

Facebook-caption-in-Bangla

5. প্রেমে পড়া বারণ…! একজনের প্রেমে পড়লে বাকি মেয়েরা কষ্ট পাবে, এটাই তার কারন।

6. Single থাকার মজাই আলাদা! যাকে দেখি তাকেই ভাল্লাগে!

Bangla-caption-for-FB

আরও পড়ুন- 30+ Best Bangla Caption Status for FB Facebook

7. আজকাল সিঙ্গেল থাকা যতটা কঠিন…! তার চেয়েও বেশি কঠিন, মানুষকে বুঝানো যে আমি সিঙ্গেল।

8. আমাকে দেখে যতোটা ভদ্র মনে হয়..! তার থেকেও আমি অনেক বেশি ভদ্র।

Funny-caption-in-Bangla

9. আমাকে পছন্দ না হলে দূরত্ব বজায় রাখুন।। কারণ আমি সবার মত আলগা পিরিত পারি না!

10. যে নারী পেলো না….. আমার মতন ভালো ছেলের মন, সেই সবচেয়ে অভাগিনী, বৃথা তার জীবন!

11. জমিদার হতে বিঘা-বিঘা জমি লাগে না! শুধু সকালে একটু দেরি করে উঠলেই চলে।

12. যখনি ভালো মানুষ দেখতে মন চায়,, এক দৌড়ে আয়নার সামনে গিয়ে দাঁড়াই।

Funny-status-in-Bangla

আরও পড়ুন- 30+ Attitude Caption Bangla Status for Facebook

13. আমি কখনো নিজেকে সস্তা ভাবি না! কারন আমার কিডনি একটা আইফোন কেনার ক্ষমতা রাখে..!!

14. কেউ আমার উপর বিরক্ত থাকলে… বলে দেবেন। চেষ্টা করবো আরেকটু বিরক্ত করার!

15. আমি সারাদিন শুয়ে-শুয়ে ভাবি, অলস মানুষ গুলো কিভাবে সারাদিন বসে-বসে সময় নষ্ট করে!

16. Single life হচ্ছে শাক-সবজির মতো! স্বাস্থ্যকর, কিন্তু ভালো লাগে না।

17. সূর্য সিঙ্গেল, চাঁদ সিঙ্গেল, আমিও সিঙ্গেল..! এর মানে সব অমূল্য সম্পদ গুলি সিঙ্গেল!

18. প্রতিটি ছেলেই সিঙ্গেল থাকতে চায়, But মেয়েরা সিঙ্গেল থাকতে দেয় না!

19. মানুষ দিন দিন Cute হয়ে যাচ্ছে! আর আমি দিন দিন পোড়া কাঠ কয়লার মত হয়ে যাচ্ছি।

20. Post করতে করতে প্রায় নিহত হয়ে গেলাম!তবুও Post দেখে কেউ প্রেমে পড়লো না।

21. যে ছেলের গার্লফ্রেন্ড থাকে না….! তার বউ সুন্দর হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

22. পেঁয়াজ আমাকে দুঃখ দেয়…! অনেক মানুষ এটা বুঝতে পারে না।

23. সারাজীবন লোকের প্রেম দেখতে দেখতে কেটে গেল! নিজে কবে প্রেম করবো কে জানে।

24. রিলেশন ছাড়া নাকি দুনিয়া চলে না! তাহলে আমি কি দুনিয়ার বাইরে আছি!

25. যদি আমাকে দেখে আপনার ভালো না লাগে, তাহলে আপনি চোখের ডাক্তার দেখান!

26. এইমাত্র সিঙ্গেল থেকে ডাবল হলাম! তাও আবার আয়নার সামনে গিয়ে।

27. আমি কখনই মিষ্টি কথা বলি না! কারন আমি চাইনা আমার জন্য কারোর ডায়াবেটিস হোক।

28. ভালো মেয়েরা স্বর্গে যায়….! আর খারাপ মেয়েরা সব জায়গায় যায়।

29. বিয়ের আগে প্রেম করা মানে অন্যের বউকে পাহারা দেওয়া! তাইতো এই দারোয়ানের কাজ করতে আমি আগ্রহী নয়।

30. Decision Final..! বিয়ে তাকেই করবো, যার সাথে আমার বিয়ে হবে।

31. আজ গরীব বলে……. মেয়েরা শুধু ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠায়! বড়লোক হলে তো প্রেমের রিকুয়েস্ট পাঠাতো।

32. কাউকে মন থেকে চাইলে সত্যি তাকে পাওয়া যায়; ইহা একটি বালের কথা!

33. প্রজাপতি শরীরে বসলে নাকি বিয়ে হয়!! তাই দুই ঘন্টা প্রজাপতির পিছনে দৌড়ালাম।

34. যে মানুষ গুলো দিন দিন বদলায়..! তারা আসলে মানুষ না, তারা ক্যালেন্ডার।

35. হ্যাঁ, আমি শ্যামলা! তবুও অন্যের মতো মুখ সাদা, পা কালো নয়।

36. ওসব প্রেম টেম আমাকে দিয়ে হবে না…!! আমি ঘুমাতে ভালোবাসি।

37. জীবনটা আসলেই অনেক সুন্দর!! খুব বেশি সুন্দর! এতো বেশি সুন্দর যে, মাঝে মাঝে অসহ্য লাগে।

38. নিজের একটা ছবি সুন্দর হলে…! সারাদিন ঐটার দিকেই তাকিয়ে থাকি।

39. আসলেই জীবনটা মাটির চুলার মতন! বাঁশ একটা শেষ না হতেই আরেকটা রেডি।

40. যতই চ্যাটিং আর ডেটিং করনা কেন! আসল সেটিং কিন্তু উপরওয়ালার হাতেই।

41. মেয়েদের মন বোঝার….. যদি কোনো মেশিন থাকতো, সকল কিছু বিক্রি করে হলেও মেশিনটা কিনতাম!

42. দিন দিন কেমন যেন অসুস্থ হয়ে পরছি!! ডাক্তার বলেছে ভিটামিন gf এর অভাব।

43. আজকে গরীব বলে নিজে ফেসবুক চালাতে হয়..! বড় লোক হলে ড্রাইভার রাখতাম।

44. Attention: “আপনি আমার প্রেমে পড়তে পারেন।”

Funny Caption Bangla গুলি কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *