ভালোবেসে সখী নিভৃতে যতনে লিরিক্স
ভালোবেসে সখী নিভৃতে যতনে লিরিক্স টি নীচে দেওয়া হলো। এটি একটি জনপ্রিয় রবীন্দ্র সংগীত। এই গানটির লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে চলুন ভালোবেসে সখী নিভৃতে যতনে লিরিক্স টি পড়ে নেওয়া যাক। ভালোবেসে সখী নিভৃতে যতনে লিরিক্স ভালোবেসে, সখী, নিভৃতে যতনেআমার নামটি লিখো-তোমারমনের মন্দিরে।আমার পরানে যে গান বাজিছেতাহার তালটি শিখো-তোমারচরণমঞ্জীরে।। ধরিয়া রাখিয়ো সোহাগে আদরেআমার মুখর পাখি …