Click to Visit

তুমি রবে নীরবে লিরিক্স (রবীন্দ্রনাথ ঠাকুর)

তুমি রবে নীরবে লিরিক্স

তুমি রবে নীরবে গানটি রবি ঠাকুরের লেখা একটি বিখ্যাত রবীন্দ্র সংগীত। গানটির সম্পুর্ণ লিরিক্স টি নীচে দেওয়া হলো। আশাকরি এই লিরিক্স টি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন তুমি রবে নীরবে লিরিক্স টি পড়ে নেওয়া যাক।

তুমি রবে নীরবে লিরিক্স

তুমি রবে নিরবে হৃদয়ে মম
তুমি রবে নিরবে নিবিড় নিবৃত
পূর্ণিমা নিশিথীনি সম,
তুমি রবে নিরবে হৃদয়ে মম
তুমি রবে নিরবে।

মম জীবন যৌবন
মম অখিল ভুবন
তুমি ভরিবে গৌরবে
নিশিথীনি সম,
তুমি রবে নিরবে
হৃদয়ে মম
তুমি রবে নিরবে।

জাগিবে একাকী
তব করুন আঁখি
তব অঞ্চল ছায়া
মোরে রহিবে ঢাকি
মম দুঃখ বেদন
মম সফল স্বপন
তুমি ভরিবে সৌরবে
নিশিথীনি সম।

তুমি রবে নিরবে হৃদয়ে মম
তুমি রবে নিরবে নিবিড় নিবৃত
পূর্ণিমা নিশিথীনি সম
তুমি রবে নিরবে হৃদয়ে মম…
তুমি রবে নিরবে।।