স্বপ্ন নিয়ে স্ট্যাটাস: স্বপ্ন ছাড়া মানুষ বাঁচতে পারেনা

স্বপ্ন নিয়ে স্ট্যাটাস

নীচে কিছু স্বপ্ন নিয়ে স্ট্যাটাস দেওয়া হলো। যে স্ট্যাটাস গুলি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেরী না করে স্বপ্ন নিয়ে স্ট্যাটাস গুলি পড়া শুরু করা যাক।

স্বপ্ন নিয়ে সেরা স্ট্যাটাস

স্বপ্ন নিয়ে সেরা কিছু স্ট্যাটাস হলো-

1.স্বপ্ন হলো দুই প্রকার- একটি হলো আমরা নিজেরা দেখি, আর আরেকটি হলো অন্য কেউ আমাদেরকে দেখায়। নিজের দেখা স্বপ্নগুলো ভেঙে গেলে ততোটা কষ্ট লাগেনা, যতোটা কষ্ট হয় অন্যের দেখানো স্বপ্ন গুলো ভেঙে গেলে।

2.নিজেকে কখনও ছোটো করে দেখো না। তাহলে তোমার নিজের আত্মাই মরে যাবে। আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায়। আর স্বপ্ন ছাড়া মানুষ কখনও বেঁচে থাকতে পারে না।

3.মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মাঝে থাকে, তখন মনে হয় জীবনটা অনেক সহজ। আর যখন বাস্তবের মুখোমুখি দাঁড়ায়, তখন বোঝা যায় জীবন কতোটা কঠিন।

4.আমার একটা স্বপ্ন ছিল যে, আমার জীবনে এমন একজন থাকবে যে আমাকে আমার মতো করে ভালোবাসবে, কিন্তু পরে বুঝলাম স্বপ্ন কখনো সত্যি হয় না।

5.ঘুমন্ত স্বপ্ন ভেঙে গেলে কষ্ট হয় না। কিন্তু বাস্তব স্বপ্ন ভেঙে গেলে সত্যি খুব কষ্ট হয়।

6.আজ হয়তো তুমি অন্য কারও বুকে মাথা রেখে সুখের স্বপ্ন বুনছো, আর আমি তোমার আর আমার ভেঙ্গে যাওয়া স্বপ্ন গুলো বুকের মাঝে পুষছি।

7.স্বপ্ন কারোর সাথে বেইমানি করে না। বেইমানি করে স্বপ্ন দেখানো মানুষ গুলো।

স্বপ্ন নিয়ে পোস্ট

8.আমার এই চোখ দুটি সবসময় তোকে দেখতে চায়। আমার ইচ্ছেরা শুধু তোকে ছোঁয়ার আশায় থাকে। আর আমার স্বপ্নেরা শুধু তোর ভালোবাসার আশায় থাকে।

আরও পড়ুন- স্বপ্ন নিয়ে উক্তি: আজ থেকে স্বপ্ন দেখতে শিখুন

9.চোখের আড়াল হলে ভালোবাসা কমে না, স্বপ্নের পথ চলা কখনও যে থামে না।

10.কাউকে স্বপ্ন দেখাতে অনেক সময় লাগে, কিন্তু তার সেই স্বপ্ন ভেঙে দিতে লাগে এক সেকেন্ডের চেয়েও কম সময়।

11.কখনো কখনো পরিবারের সুখের জন্য, নিজের দেখা সব থেকে মূল্যবান স্বপ্নটা কেও ভেঙে ফেলতে হয়।

12.মানুষ তখনই একলা থাকতে চায়, যখন তার সাজানো স্বপ্ন গুলো চোখের সামনে ভেঙে যায়।

13.কারোও স্বপ্ন নষ্ট করে কোনদিনও নিজের স্বপ্ন সাজানো যায় না।

14.আমার দেখা স্বপ্ন গুলো আমার মতই ব্যর্থ।

15.যদি জানতাম তোমার কষ্টের কারন হবো আমি, তবে তোমাকে নিয়ে কখনোই স্বপ্ন দেখতাম না।

স্বপ্ন নিয়ে ক্যাপশন

16.বনের পাখি বনে থাকবে ঘরে ফিরবে না কোনোদিন, কিছু স্বপ্ন স্বপ্নই থাকবে বাস্তব হবে না কোনোদিন।

17.সুখের আকাশটা আজ রাতের মতো কালো। সাজানো স্বপ্ন গুলো হয়ে গেছে এলোমেলো।

18.আমরা সবাই স্বপ্ন দেখি। কিন্তু স্বপ্নটা বাস্তবায়িত কয়জন করি। যে করে সে তার উন্নতির পথে এগিয়ে যায়।

19.স্বপ্ন কখনো সত্যি হয় না জেনেও সেই স্বপ্ন নিয়ে বেঁচে থাকার নামই জীবন।

20.স্বপ্ন ভাঙ্গা মন আজও স্বপ্ন দেখে নতুন করে বাঁচবার।

21.যাকে নিয়ে বেঁধেছিলাম স্বপ্ন সুখের ঘর। বুঝিনি সে ছিল স্বপ্ন ভাঙ্গার কারিগর।

আরও পড়ুন- যোগ্যতা নিয়ে উক্তি: একবার হলেও এগুলি পড়ে দেখবেন

22.রাত সবারই কাটে। কারো কাটে নতুন স্বপ্ন দেখে। আবার কারো কাটে স্বপ্নগুলো ভেঙ্গে যাওয়ার যন্ত্রণায়।

23.নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্ন গুলি ভেঙো না। স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে, কিন্তু সে তার স্বপ্ন গুলো সাজাতে পারবে না।

স্বপ্ন নিয়ে ফেসবুক স্ট্যাটাস

24.কাউকে ভালো না বাসতে পারলে তাকে না বলে দাও। কিন্তু তাকে মিথ্যে স্বপ্ন দেখিও না।

25.এমন কোনো স্বপ্ন কি কেউ দেখেছো যা বাস্তব হবে হবে করে আর হলো না। এমন কোনো স্বপ্ন কি কেউ দেখেছো যা দেখতে দেখতে ভেঙ্গে গেল। এমন কোনো স্বপ্ন কি কেউ দেখেছো যা বাস্তব হবেনা জেনেও আবার দেখার ইচ্ছে করে।

স্বপ্ন নিয়ে বিখ্যাত স্ট্যাটাস

স্বপ্ন নিয়ে বিখ্যাত কিছু স্ট্যাটাস হলো-

1.কিছু কিছু স্বপ্ন যেন অর্থের কাছে মূল্যহীন হয়ে যায়। যেখানে অর্থটা বড়ো, সেখানে অর্থের প্রাধান্য টা বেশী। তাই স্বপ্নগুলো স্বপ্ন হয়েই থেকে যায় বাস্তবে আর রুপায়ন হয় না।

2.কিছু কিছু স্বপ্ন পূরণ হবে না জেনেও আমরা স্বপ্ন দেখি। ভাবি একদিন স্বপ্নটা পূরণ হবে। কিন্তু যখন তা হয়না তখন আমরা সব থেকে বেশী কষ্ট পাই।

3.আমার স্বপ্ন গুলো কাচের দেয়ালে বন্দি দেখা যায়। কিন্তু ছোঁয়া যায় না।

4.যদি কাল কিছু পেতে চাও তবে আজ থেকে স্বপ্ন দেখা শুরু করো।

5.আমার স্বপ্নগুলো প্রতিদিন পাল্টায়। কারণ আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান।

6.দেখা হয়নি হবে না কভু, যতদিন বেঁচে থাকি তুমি স্বপ্ন হয়ে রবে, দুঃখের মাঝামাঝি নির্ঘুম রাতে।

7.স্বপ্ন দেখা কখনো বন্ধ করতে নেই। স্বপ্নে একমাত্র শক্তি আছে, যা মানুষকে বেঁচে থাকতে বাধ্য করে।

স্বপ্ন নিয়ে লেখা

8.যাকে পাবেনা তাকে নিয়ে স্বপ্ন দেখা, নিজেকে কষ্ট দেওয়া ছাড়া আর কিছু নয়।

9.মেঘলা আকাশ, বইছে বাতাস, আবছা চাঁদের আলো। রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো, স্বপ্ন দেখা ভালো।

10.স্বপ্ন তো সবাই দেখে কিন্তু সেটা পূরণ করার ভাগ্য সবার থাকে না।

11.সত্যি তোমার কোন দোষ ছিল না। আমি একটু বেশী স্বপ্ন দেখেছিলাম।

12.স্বপ্ন গুলো কুয়াশার মতো ঝাপসা। কাছে গেলে বোঝা যায় বাস্তবতা কি জিনিস।

13.মানুষ বড়ো অদ্ভুত। ভালোবাসবে, স্বপ্ন দেখাবে, পাশে থাকার ভরসা দেবে। কিন্তু একদিন ছেড়ে গিয়ে বলবে ভালো থাকিস।

14.স্বপ্ন দেখা ভালো, তবে এমন কোন স্বপ্ন দেখা উচিত না যেটা কোনদিনই পূরণ হওয়ার নয়।

15.যখন মানুষের অনেক সখের স্বপ্ন গুলো ভেঙে যায়, তখন মানুষ আস্তে আস্তে বদলে যায়।

স্বপ্ন নিয়ে বাংলা স্ট্যাটাস

16.স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছি। যে স্বপ্ন সত্যি হবে না সেটা দেখে লাভ নেই।

17.নিঃশব্দে খুন হই রোজ। সাজাহীন রয় খুনি। প্রতিদিন তবুও নতুন করে বেঁচে থাকার স্বপ্ন বুনি।

18.চলেই যদি যাবে তাহলে এসেছিলে কেন মিথ্যে স্বপ্ন দেখাতে?

19.দুনিয়াটা বড় অদ্ভুত। আমরা বাস্তবে যা পাই না, কল্পনায় তা মনের মতো করে সাজিয়ে নিই।

20.সব মেয়েরা বিয়ের স্বপ্ন দেখেনা। কিছু কিছু মেয়ে চাকরি করে নিজেকে একটি জায়গায় প্রতিষ্ঠিত করার স্বপ্নও দেখে।

21.কিছু ঘটনা যা ভেঙ্গে ফেলে সমস্ত স্বপ্ন, আর বাধ্য করে নিজেকে বদলে ফেলতে।

22.রাত্রি-ভোর স্বপ্ন দেখে ভোর সকালে ক্লান্ত, যাকে নিয়ে স্বপ্ন দেখা সে যদি জানতো।

23.তুমি এমন মিথ্যে স্বপ্নের সাগর, যে সাগরে প্রতি রাতে ডুব দিয়ে নিজেকে হারিয়ে ফেলি।

স্বপ্ন নিয়ে কথা

24.কিছু কিছু স্বপ্ন দেখার আগে ঘুম ভেঙে যায়। আর কিছু কিছু মানুষ আপন হওয়ার আগেই দূরে চলে যায়।

25.স্বপ্ন দেখা যায় ধরা যায় না, জীবন ভাঙ্গা যায় গড়া যায় না। মন দেওয়া যায়, ফেরত নেওয়া যায় না। ভালোবাসা সৃষ্টি করা যায়, শেষ করা যায় না।