এখানে কিছু চোখ নিয়ে উক্তি (Eye quotes) তুলে ধরা হলো। আশাকরি এই সমস্ত উক্তি গুলি আপনাদের ভালো লাগবে। এখানে দেওয়া চোখ নিয়ে উক্তি গুলিকে ক্যাপশন হিসাবে ব্যবহার করতে পারেন।
তাহলে চলুন আর দেরী না করে, চোখ নিয়ে উক্তি এবং ক্যাপশন গুলি পড়ে নেওয়া যাক।
চোখ নিয়ে উক্তি ক্যাপশন
1. সেই চোখ সুন্দর! যেই চোখ বিকল্প থাকার সত্ত্বেও তার প্রিয়জনকে দেখে।
2. অনেক চোখ দেখেছি! সবশেষে তোমার চোখে আটকেছি।
3. চোখ সেই জিনিস টাই পছন্দ করে, যেটা আমাদের ভাগ্যে থাকে না!
4. তোমার চোখে যখন চোখ রাখি, সব কথা অকারণ থেমে যায়!

5. তোমার ওই দুটো চোখ জুড়ে, কতো গল্পের মায়া! অলিখিত সব কবিতা, আজ দিশেহারা।
6. আমি একশো বছর বন্দি হতে রাজি! যদি কারাগারটা হয় তোমার দুটি চোখ।

7. এই মায়াবী চোখ দিশেহারা হয়ে খোঁজে বেড়ায় শুধু তারে!
8. পারো যদি পড়ে নিও আমার দুই চোখ! অবহেলায় বাড়ে মনের রোগ।

9. আমি তোমার চোখে ততোদিন সুন্দর থাকতে চাই, যতোদিন তুমি ওই চোখ দিয়ে দেখবে।
10. মন যদি চোখকে শাসন করে, তবে চোখ কখনো ভুল করবে না।
আরও পড়ুন- 50 টি সেরা হাসি নিয়ে উক্তি এবং ক্যাপশন
11. আমি চোখ এই আলোকে মেলবো যবে, তোমার ওই চেয়ে দেখা সফল হবে!
12. প্রিয় মানুষের চোখে চোখ রেখে দেখার মুহূর্তটা অসম্ভব সুন্দর!

13. মানুষটা যদি সঠিক হয়, একটা জীবন শুধু চোখে চোখ রেখে অনায়াসে পার করে দেওয়া যায়।
14. চোখ যে মনের কথা বলে! এটা তোমার কাজল রাঙা চোখ না দেখলে কখনো বিশ্বাস করতে পারতাম না।
15. ভালোবাসতে একজোড়া সুন্দর পবিত্র চোখ লাগে! যে চোখে ভালোবাসার মানুষটাকে সবসময় সুন্দর মনে হয়।
16. একজোড়া চোখ যা দেখে, তা দিয়ে একটা গোটা উপন্যাস লেখা যায়!
17. তুমি যদি আমার চোখ দিয়ে নিজেকে দেখতে পেতে, তাহলে বুঝতে তুমি কতোটা সুন্দর!
18. চোখে চোখ রেখে শরীর ছুঁয়ে দেখো! শতবার ভোলার চেষ্টা করেও কখনো ভুলতে পারবে না।
19. চোখ সাদাকালো হলেও স্বপ্ন দেখে রঙিন! তবু এতো রঙের মাঝেও, জীবন যে বে-রঙিন।
20. যে নারী সুন্দর চোখ পেলো, সে যেনো অর্ধেক পৃথিবীকে জয় করলো।
21. তোমার চোখ দুটো যদি সিলেবাসের পাতা হতো, তবে আমি তা পড়ে নিতাম!
22. শোনো কাজল চোখের মেয়ে! আমার দিবস কাটে, বিবশ হয়ে তোমার চোখে চেয়ে।
23. ডুবে যাওয়া সহজ! তবু ফিরে আসি তোমার চোখের জলে শ্যাওলা হয়ে ভাসি।
24. চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে! একবার শুধু একটিবার হাতটা দাও বাড়িয়ে।
25. কত স্বপ্ন জমানো এই চোখের পাতায়! শুধু যে তোমায় খোঁজে।
26. ছুঁতে চাই তোমার ওই আবেগ মাখা শান্ত দুটি চোখ। তোমার নামেই সন্ধ্যা নামুক, রুমঝুম-ঝুম বৃষ্টি হোক!
27. কি আর এমন ক্ষতি, যদি আমি চোখে চোখ রাখি!
28. তাকাই যদি চোখ, একটা দিঘী হোক!
29. যদি চোখে চোখ পড়ে হয় তোমার আমার সন্ধি! তবে হৃদ মাঝারে করবো আমি তোমার ছবি বন্ধী।
30. আজও আছি অপেক্ষায় অবশেষে! হাত বাড়িয়ে তোমার চোখে চোখ রেখে, নিজেকে হারাই।
মানুষের অনুভূতি প্রকাশের সবচেয়ে বড় মাধ্যম হলো চোখ। কথায় আছে, চোখ হলো মনের আয়না। ভালোবাসা, অভিমান, দুঃখ কিংবা আনন্দ সব কিছুই চোখের ভেতর দিয়ে প্রকাশ পায়। এখানে দেওয়া চোখ নিয়ে উক্তি গুলি ক্যাপশন হিসাবে ব্যবহার করুন।
31. তোমার চোখে যে গল্প, সে গল্পে আমি হারিয়ে যেতে চাই প্রতিদিন!
32. সারাবছর ধরে বৃষ্টি হোক! শুধু না ভেজে যেনো তোমার চোখ।
33. তোমার চোখে ডুবে যেতে ইচ্ছা করে! যেমন নদী হারায় সাগরে।
34. তোমার চোখে চোখ রাখলেই যেনো হারিয়ে যাই এক অদ্ভুত শান্তির ভিতরে। যেখানে শুধু তুমি আর আমি।
35. তোমার চোখে আমার আকাশ সোনালী রঙে আঁকা!
36. মানুষের সব সৌন্দর্য আসলে চোখে! যার চোখ সুন্দর, তার সবই সুন্দর।
37. তোমার ওই দুটো চোখের মায়াতে হারাই বহু দূর! আজ হারাই বহু দূর।
38. চোখে চোখে অঙ্গীকার হয়, ভাষা তার অপ্রকাশিত!
39. তোমার চোখে জল দেখেও যে মানুষটা ফিরে তাকায়নি, সে কখনো তোমায় ভালোবাসেনি।
40. আমার ডুবে যাওয়ার জন্য, তোমার ওই দুই চোখ যথেষ্ট!
41. ওই চোখ যেনো এক গভীর সমুদ্র! হারিয়ে যাই আমি তার গভীরে।
42. তোমার চোখের মায়ায় আমি বন্দী! মুক্তি চাই না কোনোদিন।
43. পালাতে পারিনি আমি যে দিশেহারা! দুটি চোখ যেনো আমায় দিচ্ছে পাহাড়া।
44. ওই মায়াবী রাগী চোখে চোখ রাখলেও, ফিরে তাকানো বারণ। কারণ প্রেমে পড়া বারণ!
45. আগলে যখন রেখেছো তোমার চোখের মায়ায়! বিশ্বাস করে নিয়েছি, ছেড়ে যাবে না কভু তুমি আমায়।
46. চোখে যদি ভালোবাসা না থাকে, তবে প্রেম অসম্পূর্ণ!
47. তার চোখের অব্যক্ত ভাষা পড়তে আমি চাই! চোখে চোখ রেখে হৃদয় পর্যন্ত যেতে চাই।
48. রাখবো তোমায় দুটি চোখের তারাতে! দেবোনা যে তোমায় কভু হারা!
49. ফুলের মতো সুন্দর তুমি, সুন্দর তোমার ওই চোখ! তোমার ওই চোখের মায়ায় পড়তে চাই রোজ।
50. তোমার চোখে হারিয়ে যেতে পারলে, আমার জীবনের সমস্ত হিসাব মিটে যেতো।
51. তোমার চোখের গভীরে যে অনন্ত আকাশ, সেখানে আমি প্রতিদিন নতুন স্বপ্ন খুঁজি!
52. তোমার চোখ দুটো আমার কাছে আকাশের মতো! যেখানে আমি প্রতিদিন নতুন করে হারিয়ে যাই।
53. তোমার চোখ দুটিতে এমন জাদু আছে, যা আমাকে বারবার বন্দী করে।
54. চোখ দিয়ে যদি প্রেম প্রকাশ পায়, তবে ভাষার আর প্রয়োজন হয় না!
55. আমি তোমার হাতটি ধরে বাকি জীবন কাটিয়ে দিতে চাই! তোমার চোখে চোখ রেখে আমি নিজেকে খুঁজে পাই।
56. চোখে চোখ রাখিলেই বুঝি অন্তর কতখানি আপন হয়!
57. চোখ দিয়ে ভালোবাসা শুরু হয়, আর চোখ দিয়েই তার সমাপ্তি ঘটে।
58. চোখই হলো সেই দরজা, যেখান দিয়ে মানুষ প্রথম প্রেমে পড়ে।
59. তোমার চোখে যে নীল সমুদ্র, তাতে হারিয়ে যাওয়া ছাড়া আমার আর কোনো ইচ্ছে নেই!
60. চোখ যে মনের কথা বলে! সে ভাষা মুখে প্রকাশ পায় না।
চোখ নিয়ে উক্তি গুলি কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।



