এখানে কিছু ক্ষমা নিয়ে উক্তি (Forgiveness quotes) তুলে ধরা হলো। আশাকরি এই সমস্ত উক্তি গুলি আপনাদের ভালো লাগবে। কাউকে ক্ষমা করা সত্যি একটি মহৎ গুণ। তবে এক মানুষকে বারবার ক্ষমা করা বোকামি। এখানে দেওয়া ক্ষমা নিয়ে উক্তি গুলি স্ট্যাটাস হিসাবে ব্যবহার করতে পারেন।
তাহলে চলুন আর দেরী না করে, ক্ষমা নিয়ে উক্তি গুলি পড়ে নেওয়া যাক।
ক্ষমা নিয়ে উক্তি
1. যার ভুল হয় সে বারবার ক্ষমা পাওয়ার যোগ্য। কিন্তু যে ইচ্ছা করে ভুল করে, সে একবারও ক্ষমা পাওয়ার যোগ্য নয়।
2. সব ভুলের ক্ষমা হলেও, বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা হয় না।
3. কারো থেকে প্রতিশোধ নেয়ার থেকে, তাকে ক্ষমা করে দেওয়াটাই অধিক শ্রেয়।
4. ক্ষমা বারবার করা যায়! কিন্তু বিশ্বাস বারবার করা যায় না।
5. ক্ষমা করতে শেখো! এই জীবনে অনেক কিছু শিখতে পারবে।
6. ক্ষমা করতে শিখুন। আপনারও ক্ষমার প্রয়োজন হতে পারে।
7. আমি প্রতিশোধ নেই না! আমি ক্ষমা করে দিই।
8. ব্যাথা ছাড়াই যদি কাউকে ভুলতে চাও, তবে তাঁকে ক্ষমা করে দাও।
9. যে ব্যক্তি ভুল করে অন্তরের গভীরতা থেকে অনুশোচনা অনুভব করে, সে ব্যক্তিই ক্ষমার যোগ্যতা রাখে।
10. ক্ষমা ও ভালোবাসা অর্জনের চেয়ে বিশ্বাস অর্জন করা কঠিন।
আরও পড়ুন- 50 টি নারী নিয়ে উক্তি | আন্তর্জাতিক নারী দিবস স্ট্যাটাস
11. কাউকে কষ্ট দিয়ে ক্ষমা চাওয়া যতোটা সহজ, কারো থেকে কষ্ট পেয়ে তাকে ক্ষমা করা ততোটা সহজ নয়।
12. জীবন খুবই ছোটো! মানুষকে ক্ষমা করতে শিখুন, দেখবেন সুখী হবেন।
13. ক্ষমা করা আর ক্ষমা চাওয়া এই গুণ গুলো যেই মানুষ গুলোর নেই, তাদের থেকে দূরে থাকাই শ্রেয়।
14. তাদেরকে কখনো ক্ষমা করা উচিত না, যারা অন্যের দুর্বলতার সুযোগ নিয়ে স্বার্থ হাসিল করে।
15. তোমরা তোমাদের পালককর্তার নিকট ক্ষমা প্রার্থনা করো। তিনি অত্যন্ত ক্ষমাশীল!
16. ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পিছনে ফিরে না তাকানোই, শ্রেষ্ট প্রতিশোধ।
17. ক্ষমার দরজা বন্ধ থাকলে, তোমার অনেক প্রিয় মানুষের সংখ্যা কমে যাবে।
18. ক্ষমা করা কঠিন! কারণ যাদের ক্ষেত্রে ক্ষমার প্রশ্ন আসে, তাদের অধিকাংশই ক্ষমার অযোগ্য।
19. তুমি তোমার রবের নিকট ক্ষমা চাও। নিশ্চয় আল্লাহ তোমাকে ক্ষমা করবেন।
20. ক্ষমা করে দিও! কিন্তু ভুলে যেও না।
21. তুমি যদি মানুষকে ক্ষমা করতে পারো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে।
22. কিছু মানুষকে কখনো মন থেকে ক্ষমা করা যায় না। তারা আমাদের মনে এমন ভাবে আঘাত করেছিলো, যা কখনো ক্ষমার যোগ্য নয়।
23. যে ক্ষমা চাইতে জানে, ভুল স্বীকার করতে জানে, সেই সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য।
.24. যদি তাহার বড় বড় ভুল ক্ষমা করতে না পারো, তাহলে তাকে ভালোবাসার যোগ্য তুমি নও।
25. বেশিরভাগ সম্পর্কে একজন দিনের পর দিন মিথ্যে বলে যায়, আর অন্যজন ক্ষমা করতে করতে হাঁপিয়ে যায়।
26. ক্ষমা তাঁকে করা যায়, যে অনিচ্ছায় ভুল করে ভুল বুঝতে পেরে ক্ষমা চায়।
27. কারো সাথে খারাপ ব্যবহার করবেন না! হয়তো মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য তাকে খুঁজে পাবেন না।
28. বার বার ক্ষমা চেয়েও যার কাছে ক্ষমা পাওয়া যায় না, তাকে ক্ষমা করে দিয়ে আসুন!
29. যে জেনে শুনে ক্ষতি করে, বার বার ক্ষতি করতে চায়, যে ভেঙে দেয় ধৈর্যের বাঁধ, তাঁকে ক্ষমা করা অপরাধ।
30. ক্ষমা করা একটা মহৎ গুণ! কথাটা জানা থাকলেও এই গুণের অধিকারী সকলে হতে পারে না।
জীবনে দুটো জিনিস করতে শেখো। চুপ থাকতে এবং ক্ষমা করতে। কারণ চুপ থাকার থেকে বড় কোনো জবাব নেই। আর ক্ষমা করার থেকে বড় কোনো শান্তি নেই। এখানে দেওয়া ক্ষমা নিয়ে উক্তি গুলি পড়ুন, আপনাদের ভালো লাগবে।
31. ক্ষমা করতে শিখলেই বারবার ক্ষত তৈরি হয়। কারণ, নরম মাটি আর নরম মন দুটোকেই সহজে আঘাত করা যায়।
32. ক্ষমা করে দিও! প্রিয় না হয়েও, বারবার প্রিয় হওয়ার জন্য বিরক্ত করছি।
33. আমি তোমাকে ক্ষমা করতে পারবো না কোনো দিনও। তুমি পারলে ভালো থাকা খুঁজে নিও।
34. হঠাৎ যদি শুনতে পাও আমি আর নেই, তাহলে আমার দেওয়া আঘাত গুলো ভুলে গিয়ে আমাকে ক্ষমা করে দিও।
35. যারা আমাকে কাঁদিয়েছে, কষ্ট দিয়েছে, আমি তাদের ক্ষমা করে দিলাম।
36. “ভালোবাসা” কোনো অপরাধ নয়! তবে ভীষণ ভাবে কাউকে ভালোবেসে মাঝপথে তাকে ছেড়ে দেওয়াটা মস্ত বড়ো অপরাধ। আর এই অপরাধ ক্ষমার অযোগ্য।
37. মানুষ মানুষকে ক্ষমা করে দিলেও, প্রকৃতি কিন্ত মানুষকে কখনো ক্ষমা করবে না।
38. যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে, তাকে কখনো ক্ষমা করো না।
39. মনের কথা বলতে সাহস লাগে না! তবে ভুলের জন্য ক্ষমা চাইতে একটা বড় মন লাগে।
40. ভুলটা তোমার ছিলো। তবুও তোমাকে ক্ষমা করে দিলাম।
41. ক্ষমা করলে সম্পর্ক আরও মজবুত হয়! আর ভালোবাসা আরও গভীর হয়।
42. জীবন আমাদের শেখায় ভুলে যাওয়া ও ক্ষমা করার শিল্পকে গ্রহণ করতে। প্রতিদিন আমরা ক্ষমা ও সহনশীলতার নতুন অধ্যায় শিখি।
43. ক্ষমাশীল ব্যক্তিকে সকলে শ্রদ্ধা, সম্মান, গৌরব করে।
44. আমি সবাইকে ক্ষমা করে দেই। সেটা আর কিছু না দিক, আমাকে মানসিক শান্তি দেয়।
45. তুমি যাকে ভালোবাসো সে যদি মহা অন্যায়ও করে, আর তুমি যদি তাকে ক্ষমাই করতে না পারো, তবে তাকে ভালোবাসো কেনো?
46. ক্ষমা করা মহত্ত্ব! একই ব্যক্তিকে বারবার ক্ষমা করা ব্যক্তিত্বহীনতা।
47. যে ক্ষমার মূল্য বোঝে না, তাকে কখনো ক্ষমা করা উচিত নয়।
48. যে ক্ষমা করে তার কোন ক্ষতি নেই। বরং তার জন্য আছে মহা-পুরুষ্কার।
49. কষ্ট পাবে ভেবে আমি এমন মানুষকে ক্ষমা করে দিয়েছি, যারা হয়তো ক্ষমা পাওয়ার যোগ্যতাই রাখে না।
50. কিছু ভুল ক্ষমার অযোগ্য হলেও, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ক্ষমা করে দিতে হয়।
ক্ষমা নিয়ে উক্তি গুলি কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।