250+ Bangla Status For Fb WhatsApp Instagram Facebook

Bangla status for fb whatsapp instagram facebook

এখানে কিছু Bangla status দেওয়া হলো। যে সমস্ত Status গুলিকে আপনি স্মার্ট ফেসবুক স্ট্যাটাস হিসাবে এবং Bangla caption হিসাবে ব্যবহার করতে পারেন। এখানে জীবন, ভালোবাসা, কষ্টের, হাসির এবং মোটিভেশন নিয়ে অনেক সুন্দর Bangla status দেওয়া আছে। যেগুলি আপনাদের অনেক ভালো লাগবে।

তাহলে চলুন দেরী না করে, 250+ Bangla status নিয়ে তৈরী এই দুর্দান্ত পোস্টটি পড়ে নেওয়া যাক।

Facebook Status Bangla Caption

1.কিছু সম্পর্কের বিশেষ কোনো নাম হয় না। কিন্তু সম্পর্ক গুলো নিজের অজান্তেই আত্মার সাথে মিলে যায়।

2.এই শহরের প্রতিটা মানুষের একটা তুমির গল্প আছে। আর সেই তুমি গুলো ব্ড্ড বেশি বেইমান।

3.প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ সৃষ্টিকর্তা কেও ভুলে যায়, আর আমি তো মানুষ।

4.কান্নায় লজ্জার কিছু নেই। যে কাঁদতে জানে সে অনেক বেশী ভালোবাসতে জানে।

5.হাতের উপর হাত রাখাটা হয়তো সহজ, তবে বয়ে বেড়ানো অনেক কঠিন।

bangla-status

6.অবহেলা বুঝতে ভাষার প্রয়োজন হয় না, ব্যবহার টাই যথেষ্ট।

7.কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না। ইচ্ছের প্রয়োজন হয়।

8.চোখটা প্রায় আকাশের মতোই, একটু অভিমান হলেই শ্রাবণ বয়ে যায়।

9.এই ব্যস্ত শহরটা যেমন আছে তেমনিই থাকবে, শুধু বদলে যাবে কিছু গল্প।

10.ভুল শব্দ দিয়ে শুন্যস্থান পূরন করার চেয়ে, স্থানটি চিরকাল খালি থাকাই ভালো।

best-bangla-status

11.আমার অভিমান আমার ভালোবাসার মতোই তীব্র, শুধু দুইটার কোনোটাই কাউকে দেখানো হলো না।

12.ফোন করিনা, কথা বলিনা, ম্যাসেজ করিনা, তবুও ভুলতে পারিনা। হয়তো এটাই ভালোবাসা।

আরও পড়ুন- Best 150+ Bangla Quotes on Life and Love

13.সবার জীবনে এমন একটা প্রিয় মানুষ থাকে, যার কথা সে সবসময় ভাবে।

14.যদি সে আমাকে বুঝতো, তাহলে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাকেই খুঁজতো।

15.একটি সুখ মানুষকে বার বার হাসাতে পারে না। কিন্তু একটি দুঃখ মানুষকে বারবার কাঁদাতে পারে।

এই সমস্ত Bangla facebook status গুলিকে স্মার্ট ফেসবুক স্ট্যাটাস হিসাবে ব্যবহার করতে পারেন।

16.এই শহরে রোজ বিয়ে হচ্ছে। কিন্তু সেটা মানুষের সাথে মানুষের নয়, ক্যারিয়ারের সাথে সৌন্দর্যের।

17.এই পৃথিবীতে যতো আয়োজন, তার অর্ধেক মিথ্যা আর অর্ধেক প্রয়োজন।

beautiful-bangla-status

18.শুধু হাত ধরলেই ভালোবাসা হয় না, হাতের দায়িত্ব ও নিতে হয়, তাহলেই ভালোবাসা হয়।

19.জীবনে যতো ড্রেস পরি না কেনো, সব থেকে সুন্দর ড্রেসটা ছিলো স্কুল ড্রেস।

20.আমি কাউকে avoid করি না. শুধু মিথ্যা সম্পর্ক গুলো থেকে নিজেকে দূরে রাখি।

21.প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষের কথা বলার ধরনটাও পাল্টে যায়।

22.তেল মেরে কারো কাছে ভালো হওয়ার চেয়ে, উচিত কথা বলে বেয়াদব হওয়া অনেক ভালো।

23.যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দাও. সেটা কারোর বাড়ি হোক বা কারোর মন।

24.যে চোখে অল্প সল্প বিষয় নিয়ে অভিমানে সিক্ত হয়, সেই চোখ সীমাহীন ভালোবাসার স্বপ্ন লালন করতে জানে।

25.আমি হৃদয় পুড়িয়ে রয়ে যাবো প্রতিক্ষায়? তুমি নিজের খেয়াল রেখো অনেক ভালো থেকো।

26.একটি খালি পেট, খালি পকেট, ভাঙ্গা হৃদয় যা শিক্ষা দেয় পৃথিবীর কোন বই সে শিক্ষা দিতে পারে না।

27.রাগটাই বেশি, কিন্তু মনটা একদম নরম, হ্যাঁ এটাই আমি।

28.টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে, যারা নিজের চেয়ে অন্যেকে নিয়ে বেশী ভাবে।

status-in-bangla

29.কিছু ভালোবাসা স্বার্থহীন, চাইলেও ভোলা যায় না। বুকের বাম পাশেই থেকে যায়।

30.সব সময় হাসা হাসি করি বলে ভেবো না, আমি খুব বেশী মজায় আছি। কষ্ট আমারও আছে, চোখের জল আমারও ঝড়ে।

Bangla Status About Life

1.রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কেঁদে থাকে তবে তাঁকে ফেলে যেও না। আর যদি ফেলে যাও, তবে তা জীবনের সবচেয়ে বড় ভুল হবে।

2.জীবন যতক্ষণ থাকবে বিপদও ততক্ষণ থাকবে। ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন তিনি আপনাকে সব বিপদ থেকে মুক্ত রাখবেন।

3.পৃথিবী অনেক সুন্দর হয় যদি সুন্দর চোখে দেখা যায়। জীবন অনেক সহজ হয় যদি তা সহজ করে গ্রহণ করা হয়।

4.জীবনটা খুব ছোটো। তাই কোনটা ঠিক কোনটা ভুল এটা ভেবে সময় নষ্ট করো না। সবসময় মনের কথা শোনো।

5.জীবনের প্রতি যত তাড়াতাড়ি সম্ভব “ফোকাস” করো, নাহলে জীবন কিন্তু খুব তাড়াতাড়ি ঝাপসা হয়ে আসবে।

6.জীবনের সব সমস্যায় হাসতে থাকো, তাহলে জীবন-ও একদিন তোমায় সমস্যায় ফেলা বন্ধ করে দেবে।

love-status-bangla

7.মনে মনে কোনো কাজ করার কথা ভাবলে তা গোপনই থাকতে দাও, যতক্ষন না তুমি তোমার ভাবনাকে কাজে পরিণত করতে পারছো।

8.শুধুই সামনের দিকে চাল দিয়ে কেউ কখনো দাবা খেলা জেতেনি। কখনো কখনো কিছুটা পিছিয়ে আসতেও হয়, ভালো কিছু পাবার জন্যে।

9.লড়াই না করলে কে বিজয়ী বোঝা সম্ভব হতো না। একইভাবে জীবনে খারাপ সময় গুলো না এলে ভালো সময়ের মহিমা বোঝা সম্ভব নয়।

10.মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই। জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই। কারণ সবাই কষ্ট দিতে পারে, কিন্ত কেউ কষ্টের ভাগ নিতে পারে না।

bangla-status-caption

11.মনে রেখো, জীবনে সুখ গুলোই সব নয়, দুঃখ গুলোও গুরুত্বপূর্ণ। কারণ দুঃখ না থাকলে তুমি কখনই সুখের মাহাত্ম্য বুঝবে না।

12.মানুষের মন বড়ই অদ্ভুত। কেউ একটু খানি ভালোবাসা পাবার জন্য দিন-রাত কাঁদে। আবার কেউ এক বুক ভালোবাসা পেয়েও অবহেলা করে।

13.মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মাঝে থাকে, তখন মনে হয় জীবনটা অনেক সহজ। আর যখন বাস্তবের মুখোমুখি দাঁড়ায়, তখন বোঝা যায় জীবন কতোটা কঠিন।

14.মানুষ যখন কোন কারণে কারো দ্বারা কষ্ট পায়, ঠিক সেই সময় সে নিষ্ঠুর হতে শেখে। মানুষের জীবনে কষ্টই হল নিষ্টুর হবার অন্যতম কারণ।

15.মানুষ কখনো টাকা বা ভালোবাসার কাছে হেরে যায় না, মানুষ হেরে যায় তার যোগ্যতার কাছে। তাই আগে নিজেকে যোগ্য করে তোলো, দেখবে জীবনে হারিয়ে যাওয়ার তালিকায় খুব কম জিনিসেরই নাম থাকবে।

Life নিয়ে এই সমস্ত সুন্দর সুন্দর Bangla status গুলিকে Bangla caption হিসাবেও ব্যবহার করতে পারেন।

16.জীবনে যদি এমন কোনো পথ খুঁজে পাও যেটাতে কোনো বাঁধা নেই তাহলে সম্ভবত সেই পথটা একটা কানা গলিতে গিয়ে শেষ হবে।

17.সত্য বলার মাঝে যে আনন্দ আছে, এটা যদি সবাই উপলব্ধি করতে পারতো, তাহলে দুনিয়াটাই হয়তো বদলে যেত।

18.সেরার সেরা সেই, যে নিজের জিহ্বায় সংযম রেখে নিজের কাজ করতে পারে।

19.দুনিয়ার অদ্ভুত সত্য হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ যাকে চায় তাকে পায় না…আর যাকে পায় তাকে চায় না।

20.দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারোর সঙ্গে ভাগ করে নিতে হবে।

21.সব কিছুতেই খুব বেশি রাগ বা জেদ ভালো নয়। কারন এই দুটি জিনিস আপনাকে আপনার জীবনের সবথেকে কাছের মানুষ গুলোর থেকে আলাদা করে দেয়।

22.সময়, বন্ধু আর সম্পর্ক- এই তিনটে জিনিস আমরা বিনামূল্যে পাই। কিন্তু তাদের আসল মূল্য তখন বোঝা যায়, যখন তারা জীবন থেকে হারিয়ে যায়।

23.মানুষের মনের মধ্যে এমনভাবে নিজের জন্য জায়গা করে নাও, যেন তুমি মরে গেলে তোমার জন্য তারা দোয়া করে আর বেঁচে থাকলে তোমাকে ভালোবাসে।

24.হাজারটা সুখের স্মৃতি একটি কষ্টকে মুছে ফেলতে পারে না। কিন্তু একটি কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে। এটিই জীবনের সবচেয়ে নিষ্ঠুর সত্যি।

25.জীবনটা অনেকটা পিয়ানোর মতো। সাদা চাবি গুলো সুখের মুহুর্তের আর কালো চাবি গুলো দুঃখের মুহুর্তের। কিন্তু পিয়ানোর মতই জীবনেও সুর সৃষ্টির জন্যে দুটো চাবিরই প্রয়োজন।

26.জীবনের প্রতিটি দিনই তোমাকে কিছু না কিছু শেখায়। ভালো দিন গুলো শেখায় সাফল্যের মর্ম, আর খারাপ দিন গুলো শেখায় কিভাবে ব্যর্থতার মুখোমুখি হতে হয়।

27.সেই বেশী হাসে, যে গোপনে কাঁদে, সেই বেশী নিজেকে হ্যাপি দেখায়, যে নীরবে একা থাকে, সেই বলে সুখের কোন অভাব নেই, যার জীবনে কষ্ট ছাড়া আর কিছু নাই।

28.সাহায্য খুব দামী একটি উপহারের নাম। সবাই এই উপহার দিতে পারে না। আর যারা আপনাকে এই উপহারটি দেয় তারা মনের দিক থেকে অনেক বড়ো মানুষ।

29.প্রত্যেকের জীবন-ই এক ব্যাগ সৌভাগ্য আর অনেকটা অনভিজ্ঞতা নিয়ে শুরু হয়। সেই প্রকৃত কৌশলী যে সৌভাগ্যের ব্যাগটা খালি হওয়ার আগেই সেই অনভিজ্ঞতার ব্যাগটাকে মূল্যবান অভিজ্ঞতা দিয়ে ভরে নিতে পারে।

30.প্রতিটি জীবন একটি সম্পর্কের কাছে দূর্বল থাকে। যেখানে কিছু অবুঝ সরলতা আর কিছু বর্ণিল মুখের ভাষা জীবন কে স্বার্থহীন ভাবে কাঁদায়…যা কেউ দেখে না।

Attitude Status Bangla

1.সত্য দিয়ে আমাকে আঘাত করুন, কিন্তু মিথ্যা দিয়ে আমাকে কখনই সান্ত্বনা দেবেন না।

2.টাকার জন্য কাঁদবেন না। কারন টাকা কখনো তোমার জন্য কাঁদে না।

3.আমার শত্রুরা আমার সাফল্য দেখতে দীর্ঘজীবী হোক।

4.আমি কখনই হারি না। হয় আমি জিতবো না হয় শিখবো।

5.আমি রাজা নই। কিন্তু আমি জানি কিভাবে অন্যকে খুশি করতে হয়।

6.নীরবতাই তোমার মতো বোকাদের জন্য আমার সেরা জবাব।

7.আমি একা এবং আমি এটা নিয়ে গর্বিত!

8.শুরুতে তুমি আমাকে বিচার করবে, শেষ পর্যন্ত তুমি আমাকে ভালোবাসবে।

9.আমি আমার বিদ্বেষীদের ভালোবাসি। কারণ তারা আমাকে নতুন কিছু চেষ্টা করতে উত্সাহিত করে।

10.আমি 98% নিশ্চিত যে, আপনি আমাকে পছন্দ করেন না। কিন্তু আমি 100% নিশ্চিত যে, আমি আপনাকে পাত্তা দিই না।

11.আমার মনোভাব সর্বদা আপনি আমার সাথে কীভাবে আচরণ করেন তার উপর ভিত্তি করে।

ফেসবুক-স্ট্যাটাস

12.আমার নিজেকে ব্যাখ্যা করার দরকার নেই। কারণ আমি জানি আমি সঠিক।

13.অবশ্যই, আমি নিজের সাথে কথা বলি। মাঝে মাঝে আমার বিশেষজ্ঞের পরামর্শের প্রয়োজন হয়।

14.আমি হৃদয়হীন নই, আমি কেবল আমার হৃদয়কে কম ব্যবহার করতে শিখেছি।

15.ইমপ্রেস করার জন্য নয় প্রকাশ করার জন্য জন্মেছি।

Attitude নিয়ে এই সমস্ত সুন্দর সুন্দর Bangla status গুলিকে Bangla caption হিসাবে ব্যবহার করতে পারবেন।

16.আপনি যদি মনে করেন আপনি খারাপ, তাহলে আপনি ভুল। কারন আমি সবচেয়ে খারাপ।

17.আমার ফ্রেন্ড লিস্ট ছোট কারণ কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি গুরুত্বপূর্ণ।

18.আমাকে অধ্যয়ন করার চেষ্টা করবেন না: তাহলে আপনি নিশ্চিত ব্যর্থ হবেন!

19.লক্ষ্য ধনী হওয়া নয়, লক্ষ্য কিংবদন্তি হওয়া।

20.আপনার যদি বড়ো চিন্তা করার সাহস থাকে, তবেই আপনি বড়ো অর্জন করতে পারবেন।

স্মার্ট-ফেসবুক-স্ট্যাটাস

21.আমি অবিবাহিত কারণ আমার প্রেমের গল্প ঈশ্বর লিখেছেন এবং তিনি এটিকে আরও ভালো করতে ব্যস্ত।

22.চমৎকার, বুদ্ধিমান, সদয়, মিষ্টি, কমনীয়, মজাদার, হাসিখুশি, বন্ধুত্বপূর্ণ…আমার সম্পর্কে এগুলি যথেষ্ট।

23.আমাকে ভালোবাসো বা ঘৃণা করো কিন্তু তুমি কখনোই আমাকে বদলাতে পারবে না।

24.আমি জানি আমি কে, আপনাকে ব্যাখ্যা করার দরকার নেই।

25.চিনির মতো মিষ্টি, বরফের মত ঠাণ্ডা। আমাকে একবার আঘাত করো, আমি তোমাকে দুবার ভেঙে দেবো।

26.নিজেকে কখনো কারোর কাছে ব্যাখ্যা করবেন না। কারণ যে আপনাকে পছন্দ করে তার এটা দরকার নেই। এবং যে ব্যক্তি আপনাকে অপছন্দ করে সে এটা বিশ্বাস করবে না।

27.আমি যা সঠিক মনে করি তাই করতে থাকি। তাতে কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না।

28.আমি আমার দোষের জন্য দুঃখিত। আমি ভুলে গেছি তুমি একজন ইডিয়ট।

29.আমি আপনাকে ক্ষমা করার জন্য যথেষ্ট ভালো ব্যক্তি। কিন্তু আপনাকে আবার বিশ্বাস করার জন্য যথেষ্ট বোকা নয়।

30.আমি সেই ব্যক্তিদের কাছে কৃতজ্ঞ, যারা আমাকে খারাপ পরিস্থিতিতে ছেড়ে গিয়েছিলো। কারণ শুধুমাত্র তাদের কারণেই আমি আমার ভালো পরিস্থিতির সাথে মিলিত হয়েছি।

Funny Status Bangla

1.আপনি কি অন্যের বউ বা গালফ্রন্ড নিয়ে ঘুরতে চান? তাহলে আজই একটা রিক্সা কিনে চালাতে থাকেন।🙂

2.এতো বড় হলাম তবুও বিমানের শব্দ শুনে আকাশের দিকে তাকানোর অভ্যাসটা গেল না।✈️

3.নিজেকে কোনো দিন বেকার ভাববেন না। কারন আপনার কার্বন-ডাই-অক্সাইডেই গাছ বাঁচে।🌲

4.আজ গরীব বলে মুরগীর রোস্ট খাই, বড়ো লোক হলে হাতির রোস্ট খেতাম।🐘

5.বন্ধুদের সামনে মানিব্যাগ খোলা আর পেট্রোল পাম্পে আগুন জ্বালানো একই কথা।⛽

6.বর্তমানের প্রেম গুলো দেখতে কিন্তু বেশ লাগে, জানু দিয়ে শুরু আর জানোয়ার দিয়ে শেষ।👿

7.আসলে আমি অলস না আমার শুয়ে থাকতে ভালো লাগে।🛌

8.সে আমার ভালো থাকার কারন, আমি তার বিরক্তির কারন।😩

9.মা ভাত বেরে দশ বার না ডাকলে খেতে যাই না, আর তুমি wait করলে ভাবছো কথা বলবো।😆😆

10.কারো সাথে ভিডিও কলে কথা বলার সময় তাকে না দেখে নিজেকেই বেশি দেখি।📱

11.Dear চুল আমার সাথে কথা বলো, তোমার সমস্যা আমাকে খুলে বলো, এইভাবে ঝড়ে পড়া তো কোন সমাধান নয়।💇‍♂️

12.এখনকার বাচ্চাদের পিটানোর পর চুপ করানোর জন্য বাবা মা আদর করে। আর আমাদের সময় পিটানোর পর চুপ করানোর জন্য আলাদা ভাবে পিটানো হতো।😩

13.কেউ যখন আমাকে জ্ঞান দেয় তখন মন চায় তারে মেরে অজ্ঞান করে ফেলি।👨‍🚒

14.কেউ বেশিক্ষন হিসু চেপে রাখবেন না প্লিজ। জমে থাকা জলে এডিস মশা জন্মাবে।😅

15.This Profile is Locked এটার বাংলা অর্থ শয়তান খাঁচায় বন্দী আছে।👨‍🏫

bangla-status- instagram

16.আমার বিয়ের কার্ডে লিখে দেবো, অল্প করে সেজে আসবেন। কারণ বিয়েটা আমার আপনার না।👰

17.ভিখারির কাছ থেকে ১০ টাকা দিয়ে ৫ টাকা ফেরৎ নিচ্ছিলাম, পেছন থেকে কে যেন ছবি তুলে আপলোড করেছে, চাঁদাবাজদের থেকে ছাড় পাচ্ছে না ভিক্ষুকও।😂

18.দিন দিন যেনো চিংড়ি মাছের মতো হয়ে যাচ্ছি, কারো কাছে খুব প্রিয় তো কারো কাছে চরম এলার্জি।🎏

19.প্রাইভেট পড়াতে গিয়ে দেখলাম ছাত্রীর বাসার বিরিয়ানি রান্না হচ্ছে? ওয়েট করে এক ঘন্টা বেশি পড়ালাম কিন্তু দিল না।😰

20.পরীক্ষার হলে মেয়েরা এতো সুন্দর করে ডাক দেয় মনে চায় খাতা না জীবনটাই দিয়ে দেই।😻

এই সমস্ত Bangla funny status গুলিকে ফেসবুক স্ট্যাটাস হিসাবে ব্যবহার করতে পারেন।

21.বাস্তবে পাত্তা না পাওয়া মেয়ে গুলো ফেসবুকে হাজারও ছেলের ক্রাশ।👭

22.বন্ধু কে কিছু টাকা ধার দিয়েছিলাম। এখন নাকি তার স্মৃতি শক্তি হারিয়ে গেছে।🤑

23.ভালো মানুষ নাকি বেশীদিন বাঁচে না, এটা শোনার পর থেকে অনেক টেনশনে আছি।🤭

24.আমি বাঙালি তবে মোবাইল সেটিং বাংলা করলে মাথায় কিচ্ছু ঢোকে না।📳

25.কাঁদায় পড়ে গিয়েছিলাম, তা দেখে হাসতে হাসতে এক মেয়ে ড্রেনে পড়ে গেছে।😁

26.গার্লফ্রেন্ড না থাকা ছেলে গুলোই প্রকৃত ভদ্র। যেমন ধরুন- আমি।😛

27.বাঙালি যতোই ব্যাস্ত থাকুক না কেন, রাস্তায় কোন ঝগড়া দেখলে দাঁড়াবেই।🏌️

28.যে দেশের গেট রাত ১০ টায় বন্ধ হয়ে যায়, সেই দেশের জনসংখ্যা তো বাড়বেই।😴

29.Breakup হলেও এতোটা কষ্ট লাগে না যতোটা কষ্ট লাগে ঘুরতে গিয়ে মোবাইলের চার্জ শেষ হলে।🔋📲

30.আগে স্বপ্নে একটা মেয়ে আসতো, এখন আর আসে না। মনে হয় নতুন Bf পেয়ে গেছে।🥰

fb-bangla-status- 2022

31.আমি সিঙ্গেল, বিশ্বাস না হলে আমার গার্লফ্রেন্ডকে জিজ্ঞাসা করে দেখুন।😊

32.জুতার দোকানে লেখা ছিল জুতা খুলে প্রবেশ করুন। ভয়ে আর কাপড়ের দোকানেই যাইনি।💃

33.ক্লাস ফোর এ পড়া মেয়েটি সাইকেল চালাতে পারছিলো না। আমি বললাম শিখিয়ে দেই। সে বললো না থাক, আমার বয়ফ্রেন্ড সন্দেহ করবে।🚴‍♀️

34.ইদানিং খুব ভয়ংকর স্বপ্ন দেখছি। গতকাল দেখলাম খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছি।📖

35.মানুষ আমাকে যেভাবে উপদেশ দেয়, সেভাবে যদি টাকা দিতো তাহলে এতোদিনে বিল গেটস হয়ে যেতাম।💰

36.আমি কখনই মিষ্টি কথা বলিনা। কারন আমি চাইনা আমার জন্য কারও ডায়াবেটিস হোক।🚼

37.ফেসবুকে ব্লক করে দেওয়া মানে তার শেষ ইচ্ছে না শুনেই তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া।✍️

38.মধ্য রাতে FB তে এক মেয়ের ছবি দেখে বেহুস হয়ে গেলাম। তারপর পাশের বাসার আন্টির চিৎকার শুনে হুস চলে আসলো।👯

39.চশমা পড়া মেয়ে গুলোই প্রকৃত ভদ্র। যেমন- মিয়া খালিফা।🤓

40.কারো ফোনের প্যার্টাণ লক খোলা দেখলেই বোঝা যায় তার মনে কতোটা প্যাঁচ।😇

Bangla Romantic Status

1.সময়ে অসময়ে কাউকে মিস করাটা এটা আরো বেশি করে প্রমান করে যে, তুমি তাকে ভীষণ ভালোবাসো।

2.তোমার জন্য স্বপ্ন দেখি তুমি আসবে বলে। তোমার জন্য অপেক্ষায় আছি তুমি ভালোবাসবে বলে।

3.তুমি আমার সেই প্রিয়জন, যাকে আমার হৃদয়ের সব ভালোবাসা দিয়ে দিয়েছি।

4.খুব ইচ্ছে হয় যদি এমন কাউকে পেতাম, যে আমাকে কোনো স্বার্থ ছাড়া ভালোবাসবে।

5.তোমার শূন্যতার মাঝে প্রত্যেকটা রাত যেন এক একটা বছর।

6.কথা বলা শেষ হলেই ভালোবাসা শেষ হয়ে যায় না।

Bangla-status-for- fb

7.হারাতে দেবো না তোমাকে। কারন তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার।

8.কতোটা ভালোবাসি জানি না, তবে প্রতিটা মুহূর্তে তোর কথা ভাবি।

9.এই পৃথিবী মরুভুমি কেহ কারও নয়, ভালোবাসার মাঝে হবে তোমার পরিচয়।

10.আমার চোখে জল আর তোমার ঠোটে হাসি, তারপরও আমি তোমাকেই ভালোবাসি।

11.ডালটি হলো সবুজ, ফুলটি হলো লাল, তোমার আমার ভালোবাস থাকবে চিরকাল।

12.বুক ভরা ভালোবাসা আমি রেখেছি তোমার জন্য। তুমি যে আমার আমি যে তোমার। তুমি শুধু আমার জন্যে।

13.হৃদয়ের সীমানায় রেখেছি যাকে, হয়নি বলা আজো ভালোবাসি তারে। ভালোবাসি বলতে গিয়ে ফিরে ফিরে আসি, কি করে বোঝাবো তারে আমি কতোটা ভালোবাসি।

14.সময় বয়ে গেলেও, আমাদের ভালোবাসা কখনই মরবে না। শুধু আমায় ছুঁয়ে থেকো, শুধু আমায় মনে রেখো।

15.প্রথম দেখায় কখনো ভালোবাসা হয় না। যা হয় তা হল ভালোলাগা। আর সেই ভালোলাগা নিয়ে ভাবতে থাকলে সৃষ্টি হয় ভালোবাসার।

এই সমস্ত Romantic Bangla status গুলিকে Bangla caption হিসাবেও ব্যবহার করতে পারেন।

16.আমি তাকেই ভালোবাসি যে আমাকে বিশ্বাস করে, আমি তাকেই বিশ্বাস করি যে আমাকে বোঝে।

17.তুমি আমায় ভালোবাস তাই তো আমি কবি, আমার এ রূপ সে যে তোমার ভালোবাসার ছবি।

18.আমি থাকি তোমার প্রহরী তোমাকে যখন দেখি, তার চেয়ে বেশী দেখি যখন দেখি না।

19.এখন আমার ভালো থাকা আমার উপর নেই, আমার বেঁচে থাকা শুধু তোমাকে ঘিরে।

20.তোর শূন্যতা অনুভব করা যদি ভালোবাসা হয়, তাহলে হ্যাঁ আমি প্রতিটা মূহুর্তে তোমায় ভালোবাসি।

bangla-cool- status

21.বলবো না আর ভালোবাসি, করবো না আর জোর, চাইলে তুই ফিরে আসিস এই মনের জায়গাটা শুধুই তোর।

22.তোমার জন্য স্বপ্ন দেখি তুমি আসবে বলে, তোমার জন্য অপেক্ষায় আছি তুমি ভালোবাসবে বলে।

23.আকাশ ভরা লক্ষ তাঁরা মিটিমিটি হাসে, ঘুমের ঘোরে স্বপ্নে দেখি তুমি আমার পাশে।

24.আমি আমার জীবন এর থেকেও তোমাকে বেশী ভালোবাসতে চাই, তুমি কি সেই অধিকার আমাকে দেবে?

25.ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন, তুমি আসলে দুজনে সাজাবো জীবন। চোখ ভরা স্বপ্ন আর বুক ভরা আশা, তুমি বন্ধু আসলে দেবো আমার সব ভালোবাসা।

26.তোমার জন্য হয়তো আমি পৃথিবীর সব সুখে এনে দিতে পারবো না। কিন্তু তোমাকে সারাজীবন ভালোবেসে যেতে পারবো, যা তুমি সারা পৃথিবী খুঁজেও পাবে না।

27.পৃথিবীর যতো সুখ যতো ভালোবাসা সবটুকু দিবো আমি তোমায়, আমার একটাই আশা তুমি ভূলে যেও না আমায়। বড়ো বেশী ভালোবাসি তোমায়।

28.চোখের আড়াল হতে পারো মনের আড়াল নয়। মন যে আমার সবসময় তোমার কথা কয়, মনকে যদি প্রশ্ন কর তোমার আপন কে? মন বলে এখন তোমার লেখা পড়ছে যে।

29.এক পৃথিবীতে চেয়েছি তোমাকে, এক সাগর ভালোবাসা রয়েছে এ বুকে, যদি কাছে আসতে দাও, যদি ভালোবাসতে দাও, এক জনম নয় লক্ষ জনম ভালোবাসব তোমাকে।

30.তুমি আমার সুখের ময়না। তোমার হয়না কোনো তুলনা। তুমি আমার রঙ্গিন স্বপ্নন হাজার রাতের বাসনা, তুমি আমার ভালোবাসা। তুমি আমার সাধনা, তুমি আমার সুখ দুঃখের সাথী, তাইতো বন্ধু তোমায় আমি এতো ভালোবাসি।

Whatsapp Status Bangla

1.বেকার ছেলেটিও একদিন একটা ভালো চাকরি পেয়ে যাবে। কিন্ত চাকরির অভাবে হারিয়ে যাওয়া ভালোবাসা টা আর ফিরে পাবে না।

2.বাবা-মা কে বৃদ্ধাশ্রমে পাঠনোর আগে একবার ভেবে দেখো, তারা না থাকলে তোমার ঠিকানা হতো অনাথ আশ্রম।

3.হাত ধরে কিছুক্ষন চলার নাম ভালোবাসা নয়, ছায়া হয়ে সারাজীবন পাশে থাকাই ভালোবাসা।

4.ও আমার বাড়িতে আসে না আমি কেন ওর বাড়িতে যাবো? এভাবে হারিয়ে যাচ্ছে আত্মীয়তার সম্পর্ক গুলো।

5.যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনও অন্যের দুঃখ কষ্টকে উপলদ্ধি করতে পারে না।

6.অনেক সময় পরিচয়টা অনলাইনে হলেও ভালোবাসা টা সত্যিকারের হয়ে থাকে।

7.যার জ্ঞান যত বেশি, তার ইগো তত কম। জ্ঞান কম, মানে ইগো বেশি।

8.অতিরিক্ত ভালোবাসা একদিন মানুষকে অতিরিক্ত একা করে দেয়।

9.ভালোবাসা ভোরের আলোর মতো কখনও কারো জীবনে আসে, আবার রাতের মতো হারিয়ে যায়।

10.অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষ কে বেশি কাঁদায়।

11.আমি হাসতে ভালোবাসি, কারন হাসিটাই তো দুঃখ লুকানোর অস্ত্র।

12.তোমার শহরে হাজারো বিজ্ঞপ্তির মাঝে আমি নিখোঁজ।

13.যেখানো পুরো সমাজটাই অসভ্য, সেখানে আপনার আমার মতো দুই চারজন সভ্য দ্বারা কি হবে?

14.আমি প্রেম কি জানি না, আমি প্রেম কি বুঝি না, শুধু ধিকি ধিকি মন যায় জ্বলে। কে জানে হায় কোন আগুনে মরিব আমি এই ফাগুনে।

15.পৃথিবীতে সেই সবচেয়ে ধনী যার একটি সুন্দর মন আছে, যার মনে নাই কোন অহংকার, নাই কোন হিংসা। আছে শুধু অন্যের জন্য ভালোবাসা।

এই সমস্ত Bangla whatsapp status গুলিকে Bangla caption হিসাবেও ব্যবহার করতে পারেন।

16.প্রতিটা ভালোবাসাই সুন্দর হতো যদি সেখানে স্বার্থ না থেকে শুধুমাত্র ভালোবাসাটাই থাকতো।

17.চেনা পথ গুলো চেনাই থেকে যায়, শুধু বদলে যায় প্রিয় মানুষ গুলোর মন।

18.বদলে যাওয়া টা সবাই দেখে, কিন্তু বদলে যাওয়ার কারণ টা কেউ দেখে না।

19.কষ্ট পেয়েও যারা চুপচাপ থাকে তাদের কষ্টটা সত্যি অনেক বেশি।

20.ঠোঁট টা সবসময় ভালোবাসার নিকোটিনে পোড়ে না। মাঝে মাঝে বেকারত্বের নিকোটিনেও পোড়ে।

আবেগি-মন-স্ট্যাটাস

21.অতি সহজেই কাউকে বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে পারে না।

22.প্রতারণা হচ্ছে বিষাক্ত পানির মতো, যে দিক দিয়ে যাবে, সেদিকেই ক্ষতিগ্রস্ত হবে।

23.কিছু কষ্ট না চাইলেই সহ্য করে নিতে হয়। প্রিয় মানুষদের ভালো রাখার জন্য।

24.অতিরিক্ত ভাবনা আর আবেগ ভালোবাসার সম্পর্ক কে নষ্ট করে দিতে পারে।

25.যখন একটি দরজা বন্ধ হয়ে যাবে, ঠিক তখন নিশ্চয় জানবে যে, খুব শীঘ্রই তোমার জন্য আর একটি দরজা খুলে যাবে।

26.যাদের সাথে আপনার আজ খুব ভালো সম্পর্ক কি ভাবছেন সারাজীবন তাদের সাথে এমনই সম্পর্ক থাকবে? অপেক্ষা করুন সঠিক সময়ে প্রত্যেককে চিনে যাবেন।

27.কারো সাথে এতো বেশি মনের কথা বলো না। যদি সে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে তুমি বাকরুদ্ধ হয়ে যাবে।

28.অঙ্ক হয়তো আমাদের কোনো সমস্যার সমাধান দিতে পারে না। কিন্তু একটা জিনিস বুঝতে সাহায্য করে যে, সব সমস্যারই সমাধান হয়।

29.মানুষের সবচেয়ে বড়ো দুর্বলতা হলো ভালোবাসা। যার মধ্যে ভালোবাসা নেই, তার কোনো দুর্বলতাও নেই। ভালোবাসার জন্য মানুষ সবকিছু ছেড়ে দেয়, আর সেই ভালোবাসা তার জন্য কাল হয়ে দাঁড়ায়।

30.জীবনের প্রয়োজনে যদি নিজেকে বদলে ফেলতে হয়, তাহলে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে, তবুও যে তোমার মূল্য বোঝেনা তার অপেক্ষায় থেকো না।

Love Status Bangla

1.ভালোবাসি বলা সহজ, কিন্তু ভালোবেসে কারো পাশে সারাজীবন থাকাটা সহজ কথা নয়। কারন সবাই ভালোবাসার মর্যাদা দিতে পারে না।

2.ভালোবাসতে মানুষে রুপ খোঁজোনা, সুন্দর একটা মন খোঁজো। কারন রুপের ভালোবাসা একদিন ফুরিয়ে যায়, কিন্তু মনের ভালোবাসা কোনদিন ফুরাইনা।

3.ভালোবাসাকে তুমি সম্মান করলে ভালোবাসাও তোমায় সুখে রাখবে। আর সম্মান না করলে তোমায় দেবে অপরিসীম কষ্ট।

4.শুধুমাত্র কাউকে এটা বলাই যথেষ্ঠ না যে, তুমি তাকে কতোটা ভালোবাসো। তোমার ভালোবাসাটা তোমাকে তোমার কাজের মাধ্যমে তা বোঝাতে হবে।

5.ভালোবাসতে শেখও, ভালোবাসা দিতে শেখও, তাহলে তোমার জীবনে কখনো ভালোবাসার অভাব হবে না।

6.সবকিছুই সীমার মধ্যে থাকলে ভালো লাগে, কিন্তু আমি সীমাহীন ভাবে তোমাকে ভালোবাসি।

7.মানুষ ভালোবাসার পাগল। একটুখানি ভালোবাসার জন্য মানুষ অনেক কিছু করতে পারে।

8.ভালোবাসতে গেলে না লাগে লাল গোলাপ, না লাগে বাড়ি-গাড়ি, কিম্বা টাকা পয়সা। লাগে শুধু দুটো বিশ্বস্ত মন, আর পরস্পরের হাতে হাত রাখার সাহস।

fb-caption-bangla

9.মিথ্যা ভালোবাসা গাছের পাতার মতো। সামান্য আঘাতেই আলাদা হয়ে যায়। আর সত্য ভালোবাসা জলের মতো, যা শত আঘাতের পরও ফিরে আসে আর মিলে যায়।

10.স্বপ্ন দেখা যায়, ধরা যায় না। জীবন ভাঙা যায়, গড়া যায় না। মন দেওয়া যায়, ফেরত নেওয়া যায় না। ভালোবাসা সৃষ্টি করা যায়, শেষ করা যায় না।

11.শুধু কাছে পাওয়ার জন্য ভালোবাসা নয়, শুধু ভালো লাগার জন্য ভালোবাসা নয়, নিজের সুখ বিসর্জন দিয়ে ভালবাসার মানুষকে সুখীই রাখার নামই ভালোবাসা।

12.সত্যিকারের ভালোবাসা গুলো সত্যিই খুব অদ্ভুত হয়। কেউ কাউকে কখনো বুঝতে চায় না। দুজন দুজনকে সারাক্ষণ সন্দেহ করে, ঝগড়া করে, কারন কেউ কাউকে হারাতে চায় না।

13.ভালোবাসায় গভীরতা থাকলে সব বাঁধা-বিপত্তিও কোনো এক অদ্ভুত মায়াবী জাদুতে ধীরে ধীরে সরে যায়। থেকে যায় শুধু নিখাদ এক প্রেম আর দুটো সুখী মন।

14.ভালোবাসায় আর কিছু থাক বা না থাক, বিশ্বাস থাকাটা খুব জরুরী। কথা না হলেও, দেখা না হলেও ভালোবাসা যায়। কিন্তু বিশ্বাসের ভিতটা কম জোর হয়ে গেলে ভালোবাসাকে আটকে রাখা সম্ভব না।

15.ভালোবাসা হলো এক অদৃশ্য শক্তি। তাকে কখনো দেখা যায়না, স্পর্শ করা যায়না। আবেগ দিয়ে, হৃদয়ের অনুভূতি দিয়ে তাকে উপলব্ধি করতে হয়। শুধু “আই লাভ ইউ” এই তিন অক্ষরে ভালোবাসা বোঝানো যায় না।

Love নিয়ে এই সমস্ত সুন্দর Bangla status গুলিকে Bangla caption হিসাবেও ব্যবহার করতে পারেন।

16.ভালোবাসা হল তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। যা দিয়ে তুমি জীবনের সবচেয়ে বড়ো বড়ো সমস্যা গুলো কেও সহজেই জয় করতে পারবে।

17.ভালোবাসা স্বপ্নীল আকাশের মতো সত্য, শিশির ভেজা ফুলের মতো পবিত্র, কিন্তু সময়ের কাছে পরাজিত, বাস্তবতার কাছে অবহেলিত।

18.ভালোবাসা সেই অমূল্য উপলব্ধির নাম, যা একজনকে অতীতের সব দুঃখ ভুলিয়ে দেয়। আর নতুন আনন্দে নিজেকে খুশি রাখতে সাহায্য করে।

19.ভালোবাসা কখনো ভয় পায় না। যদি ভালোবাসা সতিকারের হয় এবং মনের গভীর থেকে হয়, তবে তা সব বাঁধা-বিপত্তি দূর করার ক্ষমতা রাখে।

20.হৃদয়ের ক্যানভাসে তোমারই রং দিয়ে আঁকা এক ছবি, সেই ছবিটি বলে শুধু তোমায় ভালোবাসি।

Facebook-status- Bangla

21.স্বপ্ন দিয়ে আঁকি আমি সুখের সীমানা, হৃদয় দিয়ে খুঁজি আমি মনের ঠিকানা, ছায়ার মতো থাকবো আমি শুধু তার পাশে, যদি বলে সে আমায় সত্যি ভালোবাসে।

22.মনের ভাব প্রকাশের জন্য সবসময় ভাষার প্রয়োজন হয় না, কিছুক্ষন নীরবতাতেই অনেক কিছু প্রকাশ হয়ে যায়! সেটা বুঝতে হলে সুন্দর একটা মনের দরকার।

23.হৃদয়ের সীমানায় রেখেছি যারে, হয়নি বলা আজও ভালোবাসি তারে। ভালোবাসি বলতে গিয়ে ফিরে ফিরে আসি, কি করে বোঝাবো তারে আমি কতোটা ভালোবাসি?

24.ভালোবাসা একটি চঞ্চল প্রজাপতির মতোন। তুমি যতো তার পিছু করবে, ততোই সে তোমার থেকে দূরে পালিয়ে যাবে। তাকে উড়তে দাও, তবেই সে একদিন আশাতীত ভাবে তোমার কাছে ফিরে আসবে।

25.সময় বয়ে যাবে সময়ের মতোন, কিন্তু আমাদের ভালোবাসা চিরন্তন। সবসময় আমাদেরকে আগলে রাখবে। শুধু অনুরোধ, সমস্যা যাই আসুক না কেন, হাত ছেড়ো না।

26.হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক দূরে, যেখানে রয়েছে তোমার ভালোবাসার সুখের নীড়। আর সেই নীড়ে কাটিয়ে দিতে চাই শত জনম। আমি কল্পনার সাগরে ভেসে চলে যাবো, যাব তোমার হৃদয় সৈকতে, তুমি দেবেনা ধরা?

27.শীতের চাদর জড়িযে, কুয়াশার মাঝে দাঁড়িয়ে, হাত দুটো দাও বারিয়ে। শিশিরের শীতল স্পর্শে যদি শিহরিত হয় মন, তবে বুঝেনিও আমি আছি তোমার পাশে সারাক্ষন।

28.সাঁতার দিয়ে নদী পার হওয়া যায়, কিন্তু সাগর নয়। মাটি দিয়ে পুতুল বানানো যায়, কিন্তু মানুষ নয়। টাকা দিয়ে বাড়ি গাড়ি কেনা যায়, কিন্তু মন নয়। যুদ্ধ করে বিশ্ব জয় করা যায়, কিন্তু ভালোবাসা নয়।

29.লেবু বেশি চিপলে যেমন তিতো হয়, তেমনি কাউকে বেশি ভালবাসলে, তার অহংকার বেড়ে যায়। তাই কাউকে তার চাহিদার চেয়ে বেশি ভালোবাসা দেওয়া উচিত নয়।

30.সেই তোমার প্রকৃত ভালোবাসার মানুষ, যে তোমার সব কিছু জেনেও তোমাকে ভালোবাসে, তোমাকে বিশ্বাস করে, আর তোমার ভুল গুলো শুধরে দিয়ে, তোমাকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখে।

Emotional Status Bangla

1.সে তোমার জীবন থেকে চলে গেছে বলে কান্নাকাটি করোনা। বরং আনন্দ করো যে, সেই “ঘাটের মরা” টা এখন অন্য কারোর জীবনের সমস্যা।

2.সেই অপদার্থ মানুষটার জন্যে কখনো কেঁদো না, যে তোমার চোখের জলের মানে বুঝতে পারে না। তার জন্যে কাঁদা মানে নিজেকে অপমান করা।

3.মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি, এবং কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মানুষকে বদলে যেতে বাধ্য করে।

4.মানুষ সবচেয়ে বেশী কাঁদে তখন যখন তার সবচেয়ে কাছের মানুষটি কোনো কারণ ছাড়াই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়।

5.ভালোবাসা কি বুঝতাম না। কিন্তু যখন বুঝলাম, তখন আমার ভালোবাসার মানুষটি আমাকে ছেড়ে অনেক দুরে চলে গেলো।

6.স্বপ্ন ভরা জীবনে দুঃখ যখন আসে, সবাই তখন পর হয়ে যায় থাকে না আর পাশে।

7.সত্যিকারের ভালোবাসার মানুষ জীবন থেকে চলে যেতে পারে, কিন্তু হৃদয় থেকে নয়।

8.দূরের কেউ আঘাত দিলে সহজে ভুলে যাওয়া যায়, কাছের কেউ আঘাত দিলে সেই ক্ষত সহজে মেলায় না।

bangla-status- bangla

9.হয়তো আনমনে ভেবেছি কত রূপকথা, নয়তো অভিমানে কেঁদেছি একা একা। জানি কেউ বুঝবে না আমার এই ব্যথা, তাই জোনাকিদের সাথে বলে যাই আমার না বলা কতো কথা।

10.হৃদয়হীন মানুষের জন্য কেঁদো না, সে তোমার দিকে কখনো ফিরেও তাকাবে না। হৃদয়বান মানুষের জন্যে কাঁদো, দেখবে এক ফোঁটা জল পড়ার আগেই সে তোমায় বুকে টেনে নেবে।

11.হারানো মানুষ গুলোকে মিস করার কষ্টটা অনেক বেশি। বিশেষ করে যাদের আর কখনো ফিরে পাওয়া যাবে না। তাদের মিস করার কষ্টটা কাউকে বোঝানো যায় না।

12.সবচেয়ে খারাপ অনুভুতিটা তখনই হয়, যখন আপনি কাউকে খুব মিস করেন, তার সাথে কথা বলতে চান, কিন্তু সেই মানুষটি আপনার কোনো কথায় সাড়া দেয়না।

13.সীমাহীন সুখি আমি ঢেউহীন নদী, তাইতো একা বসে আমি নিরবে কাঁদি। পথহীন পথিক আমি নৌকাহীন মাঝি, কষ্টের পাহাড় বুকে নিয়ে সব সময় হাসি।

14.মানুষের সবচেয়ে বড় দূর্বলতা হলো ভালোবাসার স্মৃতি গুলো। কখনো ভুলতে পারে না, যতো সে চেষ্টা করুক না কেন। স্মৃতি গুলো তার পিছু ছাড়ে না।

15.ভুল বুঝে হয়তো অনেক দুরে থাকা যায়, কিন্তু ভুল বুঝে প্রিয় ভালোবাসার মানুষ টিকে ভুলে থাকা যায় না। সব কিছু ভুলতে পারলেও ভালোবাসার সৃতি গুলো কখনো ভুলা যায় না।

এই সমস্ত Bangla emotional status গুলিকে Bangla caption হিসাবেও ব্যবহার করতে পারেন।

16.মিথ্যে গুলো কখনো একটা সম্পর্ককে ভেঙ্গে দেয় না। সাধারনত সত্যি গুলোই একটা সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পেছনে দায়ী হয়।

17.মানুষ ভালোবেসে অনেক কষ্ট মেনে নিতে পারে, কিন্তু একটা কষ্ট কখনো মেনে নিতে পারে না। আর সেটা হল ভালোবাসার মানুষ গোপনে অন্য কাউকে ভালোবাসলে।

18.মনে যতো দুঃখ হোক না কেন, চেষ্টা করো সবসময় হাসার। কারণ তোমার দুঃখ একমাত্র তুমি ছাড়া আর কেউই বুঝতে পারবে না।

19.বলেছিলে পৃথিবীর সব কিছু বদলে গেলেও বদলাবে না তুমি। বোকার মতো সেই কথাটা বিশ্বাস করেছিলাম আমি। আজ পৃথিবীর সব ঠিক আছে, শুধু বদলে গেলে তুমি।

20.হাতটা ধরা অনেক সহজ, কিন্তু সেই হাতটা ধরে সারাজীবন কাটানো অনেক কঠিন।

facebook-caption- bangla

21.হাসাতে সবাই পারে, তেমনি কাঁদাতেও পারে সবাই। কাঁদিয়ে যে মানাতে পারে, সেই হচ্ছে সত্যি কারের বন্ধু। আর কাঁদিয়ে যে নিজেও কেঁদে ফেলে, সে হচ্ছে সত্যি কারের ভালোবাসা।

22.পৃথিবীতে সব চেয়ে অসহায় সে- যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, একটু চিৎকার করে কাঁদতে পারেনা। শুধু চোখের জলে লুকিয়ে হাসে।

23.ভালোবাসা পাওয়ার ভাগ্য সবার থাকে না। হয়তো আমারও নেই। তবে বেশী কষ্ট কি জানো? তোমাকে এতটাই বেশী ভালোবেসেছি যা তুমি আজও বুঝলে না।

24.ব্যর্থ প্রেমিক আর খেটে খাওয়া শ্রমিক এদের দুঃখ কেউ বুঝে না।

25.সম্পর্ক শুরু হয় মন ভুলানো আবেগের কিছু কথা দিয়ে, আর শেষ হয় বাস্তব কিছু কথা আর চোখের জল দিয়ে।

26.ভালোবাসা হলো এমন একটি মায়া, তুমি যতো দুরে যাবে ততোই কাছে টানবে, যত ভুলে যাবে ততোই মনে পড়বে, আর যতোটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে।

27.পৃথিবীর সবচেয়ে নির্লজ্জবস্তু হলো কষ্ট! যতোই তুমি তাকে দূরে রাখনা কেনো, সে বার বার তোমার কাছে ফিরে আসবে। সুখের কথা আর কী বলবো, সেতো বড়ই স্বার্থপর।

28.স্বপ্ন টা কেমন ছিল, তা ঘুম ভাঙ্গার পর বোঝা যায়। ঠিক তেমনি কাছের মানুষ কেমন ছিল, তা শুধু হারিয়ে যাওয়ার পর বোঝা যায়।

29.সমুদ্রের ঢেউ বার বার ফিরে আসে কিন্তু যাকে একবার নেয় তাকে আর ফিরিয়ে দেয় না। কিছু কথা কাউকে বলা যায় না, শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয়।

30.স্বপ্নের গহীনে হারিয়েছি মন, আবেগ দিয়ে শুধু সাজিয়েছি জীবন। কিছু ভুলকে ফুল ভেবে গেঁথেছি মালা, স্বার্থপর পৃথিবীকে বিশ্বাস করে পেয়েছি অনেক জ্বালা।

31.মন দিতে না পারলে মন ভেঙো না, সুখ দিতে না পারলে কষ্ট দিও না, ভালোবাসতে না পারলে অভিনয় করিও না। অভিনয় করে কারো জীবন নষ্ট করো না।

32.তোকে অনেক বেশি বিশ্বাস করে ফেলেছিলাম, এটাই ছিল আমার সবচেয়ে বড় অপরাধ। কিন্তু এই অপরাধের শাস্তি যে এত কঠিন হবে তা আমি কল্পনাও করি নি…তবু চাই সুখে থাক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *