এখানে কিছু Bangla Status তুলে ধরা হল। আশাকরি এই সমস্ত Status গুলি আপনাদের অনেক ভালো লাগবে। নীচে দেওয়া Bangla Status গুলিকে Facebook FB Status হিসাবে ব্যবহার করতে পারেন।
তাহলে চলুন আর কথা না বাড়িয়ে, Bangla Status গুলি পড়ে নেওয়া যাক।
Bangla Status
1. আমি অন্যদের মতো বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতে পারিনা! তাই হয়তো কারোর মনের মত নয়।
2. যদি শিখতে চাও তবে হাসতে শেখো..! কাঁদতে তো তোমাকে মানুষ শেখাবে।
3. যখন তুমি বুঝতে শিখবে সবকিছু কেঁদে পাওয়া যায় না, তখন বুঝে নিও তুমি বড় হয়ে গেছো!
4. যারা অন্যকে ঠকাতে ভয় পায়, তারা নিজেরাই বারবার ঠকে যায়!
5. গরীব ঘরে জন্ম নিয়েছি! তাই চাওয়াটা অনেক হলেও.. পাওয়াটা মনের মাঝেই সীমাবদ্ধ রাখতে হয়।
6. সারাদিন মানুষকে হাসাই!!!! কিন্তু দিনশেষে নিজেকে হাসানোর মত কাউকে পাশে পাই না।
7. জীবনটা আবার প্রথম থেকে শুরু হলে দারুন হতো! ভুল গুলো সব শুধরে নিতে পারতাম।
8. আগের থেকে অনেক চুপচাপ হয়ে গেছি..! এরপর হঠাৎ করে একদিন হারিয়ে যাবো।
9. আমাকে আবার সেই ছোটবেলায় নিয়ে চলো! বিনিময়ে আমার বর্তমানকে শতবার গ্রহণ করো।
10. জীবনে তাকে নিয়ে খুশি থাকতে শেখো, যে তোমাকে পেয়ে অন্য কাউকে আর চায় না।
আরও পড়ুন- 30+ Sad Status Bangla Caption for Facebook
11. জীবনে ভালো থাকতে হলে… নিজেই নিজের বন্ধু হতে হয়! নিজের ভালো খারাপের দায়িত্ব নিজেরই নিতে হয়।
12. প্রতিদিন কিছু মিথ্যে হাসির আড়ালে… চাপা পড়ে যায়, আমাদের জীবনের অনেক সত্য গল্প!
13. ছোটবেলাটা আজ যেন উঁকি দিয়ে বলে, কিরে বড় হতে চেয়েছিলিস না, দেখ এখন কেমন লাগে!
14. পেন্সিল ছেড়ে যেদিন থেকে কলম ধরেছি!! সেদিন থেকে ভুল শোধরানোর সুযোগটা হারিয়ে ফেলেছি।
15. আমি যদি আপনাকে খুব বেশি বিরক্ত করি, তাহলে বুঝে নেবেন…! আপনি আমার কাছে একজন স্পেশাল মানুষ।
16. স্বার্থের বন্ধুত্ব আমি করি না..! কারণ আমার কাছে বন্ধুত্বটা অনেক বেশি দামী।
17. একটু ভুল হলে মানুষ মুখ ফিরিয়ে নেয়! অথচ মায়ের সাথে কত ভুল করেছি; কই মা তো কখনো মুখ ফিরিয়ে নেয়নি।
18. আমাকে যে খারাপ বলে…! আমি তাকে মানসিক রোগী ভেবে ক্ষমা করে দিই।
19. অতীত দিয়ে মানুষকে কখনো বিচার করবেন না! মানুষ শেখে,, মানুষ বদলায়,, মানুষ এগিয়ে যায়।
20. এমন একজনকে ভালোবেসে ফেলেছি, যাকে চাওয়াটা অন্যায় আর ভুলে যাওয়াটা অসম্ভব!
21. যদি কখনো শোনো কেউ আমার নামে বদনাম করছে..! তাহলে জেনে নিও, বিনা স্বার্থে একদিন তাকে উপকার করেছিলাম।
22. রাতে ঘুম আসে না বলে অনলাইনে থাকি! অথচ সবাই ভাবে আমি প্রেমে হাবুডুবু খাচ্ছি।
23. অল্পতেই যদি আপনার মন খারাপ হয়ে যায়! তাহলে পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন।
24. বেঁচে আছি এটাই অনেক! ভালো যে থাকতে হবে তার কোন মানে নেই।
25. খুব ছোটবেলা থেকেই আমি ভীষণ অভিমানী! কেউ একটু দূরত্ব বাড়ালে… আমি সেটা আরও বাড়িয়ে দিই।
26. আমি খারাপ সময় যাদের পাশে থেকেছি,, তাদের মুখে আমার বদনাম শুনেছি!
27. আমরা সেই জেনারেশন থেকে বিলং করি!! যাদের স্কুল জীবনের কোনো ছবি নেই, শুধু মিষ্টি মধুর কিছু স্মৃতি আছে।
28. একশোটা মন খারাপের একটাই সমাধান! পুরনো বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা।
29. সিঙ্গেল থাকাটা এতো সোজা নয়! এর জন্য একটা অসুন্দর মুখ, আর একটা পোড়া কপাল লাগে। যেটা আমার আছে!
30. আমার একটু পর পর মন খারাপ হয়!!! কিন্তু কি কারণে মন খারাপ হয়, সেটা আমি নিজেও জানিনা।
31. স্কুলের ব্যাগটা রেখে… যেদিন থেকে বাজার করার ব্যাগটা ধরবে সেদিন বুঝতে পারবে,, এর থেকে স্কুলের ব্যাগটা অনেক হালকা ছিল!
32. আমি হুট করেই সিদ্ধান্ত নিই না! ভালো করে ভেবে চিন্তে তারপর ভুল সিদ্ধান্তটাই নিই।
33. একটা মেয়েকে… নিজের গার্লফ্রেন্ড তখনই বানাও! যখন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহস তোমার থাকে।
34. পথটা যখন একা চলতে হবে!!! তখন পিছনে কে কি বললো, সেটা শুনে কোন লাভ নেই।
35. শৈশব টাই ভালো ছিলো!!!!! কষ্ট পেলে অন্তত চিৎকার করে কাঁদতে পারতাম। আর বড় হওয়ার পর, কষ্টে বুক ফেটে গেলেও, চোখে আর পানি আসেনা।
36. সবার সাথে ভাল সম্পর্ক আমিও রাখতে চাই! কিন্তু সমস্যা হচ্ছে, কারো সাথে তেল মেরে চলতে পছন্দ করিনা।
37. আমরা প্রতিনিয়ত….. অন্যের সামনে ভালো থাকার অভিনয় করে যাই! কিন্তু বাস্তবে, নিজের কাছে নিজেরই ভালো থাকা হয়ে ওঠে না।
38. যে মানুষ গুলোর মধ্যে, কিছু হারানোর ভয় আর কিছু পাওয়ার আক্ষেপ নেই!!! সেই মানুষ গুলো দিনশেষে খুব ভালো থাকে।
Bangla Status গুলি কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।
ভাই এই বিষয়ে কিছু বলার নাই ।অস্থির পোস্ট ।❤️🩹❤️🩹❤️🩹
Thank you ❤️
Nice
Very beautiful ❤️🥀
Thank you
সত্যিই অসাধারণ
Thank you