সৌন্দর্য নিয়ে রবীন্দ্রনাথের উক্তি: সৌন্দর্য নিয়ে রবীন্দ্রনাথের অনেক উক্তি আছে। তার মধ্য থেকে সেরা কিছু উক্তি এখানে তুলে ধরা হলো। আশাকরি এখানে দেওয়া সৌন্দর্য নিয়ে রবীন্দ্রনাথের উক্তি গুলি আপনাদের ভালো লাগবে।
তাহলে চলুন আর দেরী না করে, সৌন্দর্য নিয়ে রবীন্দ্রনাথের উক্তি গুলি পড়ে নেওয়া যাক।
সৌন্দর্য নিয়ে রবীন্দ্রনাথের উক্তি
1. সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা, কখনো স্থায়ী হয় না।
2. সৌন্দর্য হল সত্যের হাসি। যখন সে একটি নিখুঁত আয়নায় নিজের মুখ দেখে।
3. সৌন্দর্যের আলো শুধু বাস্তবিকতা জানায় না, তা মনের ভিতরের অনুভুতি জাগ্রত করে।
4. সৌন্দর্য হচ্ছে ভালোবাসার চোখ দিয়ে দেখা বাস্তবতা।
5. সৌন্দর্য মুখে নেই! সৌন্দর্য হলো একটি আলো যা হৃদয়ে আছে।
6. সুন্দরের কোন জাত নেই! মুক্ত সে সদাই।
7. স্বাস্থ্য যেমন প্রাণের পূর্ণতা, সৌন্দর্য যেমন রূপের পূর্ণতা, সত্য যেমন জ্ঞানের পূর্ণতা, ভালোবাসা তেমনি অনুভূতির পূর্ণতা।
8. বাহ্যিক সৌন্দর্য আকর্ষণ করে! তবে অভ্যন্তরীণ সৌন্দর্য মনমুগ্ধ করে।
9. একজন ব্যক্তির প্রকৃত সৌন্দর্য তার আত্মায় প্রতিফলিত হয়।
10. প্রকৃতি যে সব সৌন্দর্য দেখায়, সেগুলি মনের ভাষা হয় আমাদের কাছে।
আরও পড়ুন- 50 টি সেরা নীরবতা নিয়ে উক্তি এবং স্ট্যাটাস
11. সৌন্দর্য একটি জীবনের শক্তি। একটি উচ্চ আদর্শ এবং একটি মনের সুখ।
12. ওই যে সৌন্দর্য লাগি পাগল ভুবন, ফুটন্ত অধরপ্রান্তে হাসির বিলাস।
13. পৃথিবীতে অনেক মুখ চোখে পড়ে। কিন্তু এক একটি মুখ বলা কহা নাই, একেবারে মনের মধ্যে গিয়া উত্তীর্ণ হয়, সে কেবল সৌন্দর্যের।
14. সুন্দর আপনাকে এবং অন্যকে সুন্দর করে। কারণ, সৌন্দর্য হৃদয়ে প্রেম জাগ্রত করিয়া দেয়।
15. নীল আকাশের মেঘের হাতছানি, চারিপাশে সবুজ প্রকৃতির সমারোহ, মাটির মমতার ছোট্ট কুটির আর ফুলের সৌন্দর্য সবকিছুই যেন একসাথে মায়াতেই একাকার হয়ে আছে এখানে।
16. কি সুন্দর তাকিয়ে আছে! যেনো একটুকরো চাঁদ নেমে এসেছে।
17. সৌন্দর্য জাত মানিয়া চলে না। সে সকলে সঙ্গেই মিশিয়া আছে। সে আমাদের ক্ষণকালের মাঝখানেই চিরন্তনকে, আমাদের সামান্যের মুখশ্রীতেই চিরবিষ্ময়কে উজ্জ্বল করিয়া দেখাইয়া দেয়।
18. সৌন্দর্য ছড়িয়ে বসে থাকা জীবনের উচ্চ সত্তা এবং নতুন ভাবনার প্রকাশ।
19. যে সুন্দর রুপ দেখাইয়া আজ তোমাকে সে ভুলাইয়াছে, প্রয়োজনের দিন ফুরাইয়া গেলেই, সেই রূপের মুখোশ সে খসাইয়া ফেলিবে।
20. যাহার হৃদয়ে যত সৌন্দর্য বিরাজ করিতেছে, সে ততই সৌন্দর্য উপভোগ করিতে পারে।
21. সৌন্দর্যের সহিত তাহার নিজের ঐক্য যতই সে বুঝিতে পারে ততই সে আনন্দ লাভ করে। আমি যে এত ফুল ভালোবাসি তাহার কারণ আর কিছু নয়, ফুলের সহিত আমার হৃদয়ের গূঢ় একটি ঐক্য আছে – আমার মনে হয় ও একই কথা, যে সৌন্দর্য ফুল হইয়া ফুটিয়াছে, সেই সৌন্দর্যই অবস্থাভেদে আমার হৃদয় হইয়া বিকশিত হইয়াছে।
22. যাহাকে আমরা ভালোবাসি কেবল তাহারই মধ্যে আমরা অনন্তের পরিচয় পাই। এমন-কি, জীবের মধ্যে অনন্তকে অনুভব করারই অন্য নাম ভালোবাসা। প্রকৃতির মধ্যে অনুভব করার নাম সৌন্দর্য-সম্ভোগ।
23. আমরা সৌন্দর্য উপভোগ করিতে চাই, অথচ সৌন্দর্যকে দুই হাতে স্পর্শ করিলেই সে মলিন হইয়া যায়।
24. লক্ষ্মীতে সৌন্দর্য হচ্ছে পরিপূর্ণতার লক্ষণ। সৃষ্টিতে যতক্ষণ দ্বিধা থাকে ততক্ষণ সুন্দর দেখা দেয় না। সামঞ্জস্য যখন সম্পূর্ণ হয় তখনই সুন্দরের আবির্ভাব।
25. সৌন্দর্য আমার কাছে প্রত্যক্ষ দেবতা। যখন মনটা বিক্ষিপ্ত না থাকে এবং যখন ভালো করে চেয়ে দেখি তখন এক প্লেট গোলাপ-ফুল আমার কাছে সেই ভূমানন্দের মাত্রা!
26. যার শেকল আছে সে বাঁধে তা দিয়ে। আর যার কিছুই নেই সে বাঁধতে চেষ্টা করে মায়া দিয়ে।
27. মানুষের মিলনে যেমন প্রেম আছে, পশুদের মিলনে তেমন প্রেম নাই, এই জন্য বোধ করি, পশুদের অপেক্ষা মানুষের সৌন্দর্য পরিস্ফুটতর। যে মানুষ ও যে জাতি পাশব, নিষ্ঠুর, হৃদয়হীন, সে মানুষের ও সে জাতির মুখশ্রী সুন্দর হইতে পারে না। দেখা যাইতেছে, দয়ায় সুন্দর করে, প্রেমে সুন্দর করে, হিংসায় নিষ্ঠুরতায় সৌন্দর্যের ব্যাঘাত জন্মায়।
28. প্রকৃতির মাঝে প্রকৃতির সৌন্দর্য খুঁজতে হয় না। এটি শুধুমাত্র আপনার অন্তরে দেয়া হয়।
29. মুখের সৌন্দর্যের থেকেও মনের সৌন্দর্য অনেক বেশি প্রয়োজন।
30. যার মস্তিষ্কের ভাবনা যত সুন্দর, সে মানুষ হিসেবে ঠিক ততটাই সুন্দর।
সৌন্দর্য নিয়ে রবীন্দ্রনাথের উক্তি গুলি কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।