30+ Emotional Status Bangla Caption for Facebook

Emotional Status Bangla

এখানে কিছু Emotional Status Bangla তুলে ধরা হলো। আশাকরি এই Status গুলি আপনাদের ভালো লাগবে। এখানে উল্লেখিত Emotional Status Bangla গুলিকে Facebook Status ও Bangla Fb Status হিসাবে ব্যবহার করতে পারেন।

তাহলে চলুন আর দেরী না করে, Emotional Status Bangla গুলি পড়ে নেওয়া যাক।

Emotional Status Bangla

1. জীবনের স্বপ্নগুলো খুব অদ্ভুত! মাঝে মাঝে ইচ্ছে হয় হাজার বছর বাঁচি; আবার মাঝে মাঝে মনে হয় মরতে পারলেই যেনো সুখী।

2. ঠিক ততোটাই ভালো থেকো, যতোটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না!

3. আসলে কেউ কাউকে কোনোদিন ভুলে যায় না! শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয়।

4. যখন মুখের ভাষা অসহায় হয়ে পড়ে, তখন চোখের জল কথা বলে!

Facebook-status-in-Bangla

5. যদি কখনও খবর পাও আমি মরে গেছি….!! তাহলে জেনে রেখো.. শেষবার চোখ বোঝানোর আগে বহুবার তোমার মুখটা খুঁজেছি!

6. জোর করে আপন সেজে থাকা যায়!! কিন্তু আপন হওয়া যায় না।

Sad-status-in-Bangla

আরও পড়ুন- 35+ Sadness Status Bangla for Facebook| বাংলা কষ্টের স্ট্যাটাস

7. কষ্ট গুলো বড়ো অদ্ভুত..! যখন সবার সাথে থাকি তখন সে লুকিয়ে যায়, আর যখন একা থাকি তখন এসে নীরবে অশ্রু ঝরায়।

8. কাউকে যদি বেশি মায়া করো… তবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে!

Emotional-status-in-Bangla

9, জীবনে এমনকিছু মুহূর্ত আসে, তখন নীরব হয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না!

10. যে আমার কান্নার কারণ খোঁজে না….! সে আমার মৃত্যুতেও কষ্ট পাবে না!

11. তোমাকে খুব বিরক্ত করি তাই না..!! একদিন দেখবে তোমার কাছে সব থাকবে, শুধু থাকবে না এই বিরক্তিকর মানুষটা।

12. ভালো থাকুক আমার না হওয়া প্রিয় মানুষ গুলো!

Emotional-caption-in-Bangla

13. চোখ বন্ধ করে তুমি যাকে বিশ্বাস করবে.. এক দিন সেই মানুষটাই তোমাকে বুঝিয়ে দেবে যে, তুমি সত্যিই অন্ধ ছিলে!

14. মিথ্যা বলে জেতার থেকে সত্যি বলে হেরে যাওয়া অনেক ভালো!

15. আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কাঁদাতে পারে! আর এমনও কিছু মানুষ আছে… যারা নিজে কেঁদে অন্যকে সুখী করার চেষ্টা করে।

16. কখনো ভাবিনি…. তার কাছে একদিন বিরক্তিকর হয়ে যাবো!

17. অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ চুপ হয়ে যায় তাহলে বুঝে নিও, আঘাতটা অনেক গভীরে লেগেছে!

18. যার জন্য নিজেকে বদলাতে চেয়েছিলাম, সে নিজেই বদলে গেল!

19. যদি কাউকে ধোঁকা দিয়ে থাকো তাহলে ভেবো না, সে বোকা ছিলো..!! শুধু এটা ভাববে যে, সে তোমাকে বিশ্বাস করেছিল কিন্তু তুমি তার যোগ্য ছিলে না।

20. হাসতে ভালোবাসি বলে ভেবো না…. মনে কোনো আঘাত নেই!

21. কথা যদি রাখতে পারো তবে কথা দাও! কারো সাথে কথা রাখার মিথ্যা অভিনয়টা না করাই ভালো!

22. সময় যখন খারাপ যায়, তখন অনেক কিছু শুনতে আর সহ্য করতে হয়!

23. মন খারাপের দিন গুলো খুব দীর্ঘ হয়.!! আর সেই দিন গুলোতে কাউকে পাশে পাওয়া যায় না।

24. জীবনে অনেক ভুল করেছি..!! আর সবচেয়ে বড়ো ভুল করেছি, কিছু মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে।

25. আপনি যতোই… মানুষকে ধরে রাখতে চাননা কেন, মানুষ আপনার বিকল্প কাউকে পেয়ে গেলে, আর কখনই আপনার দিকে ফিরে তাকাবে না!

26. যে তোমাকে বোঝে না, সে কখনো তার প্রয়োজন ছাড়া তোমাকে খোঁজে না!

27. যখন ছোট ছিলাম, ভাবতাম কবে বড় হবো!! কিন্তু এখন বুঝি, অসমাপ্ত স্বপ্ন গুলোর চেয়ে ছোট বেলার সেই ভাঙা খেলনা গুলোই, অনেক ভালো ছিলো।

28. ব্যস্ত হয়ে যাও…! দেখবে মন খারাপ লাগার সময় পাবে না।

29. মনে যতোই দুঃখ থাকুক না কেনো, চেষ্টা করো সবসময় হাসার! কারণ তোমার দুঃখ একমাত্র তুমি ছাড়া আর কেউই বুঝতে পারবে না।

30. দিনে সবাই ভালো থাকার অভিনয়টা করতে পারলেও, রাতের কাছে সবাই হার মানে!

31. এখন আমি আর কাউকে সহজে বিশ্বাস করি না!! কারণ যাকে একসময় অন্ধের মতোন বিশ্বাস করেছিলাম, সে-ই আমার এই অভ্যাসটা বদলে দিয়েছে।

32. শুরুতে অবহেলা খারাপ লাগলেও.. অভ্যাস হয়ে গেলে আর কিছু যায় আসে না!

33. অতিথি পাখি হয়ে কারোর জীবনে যেও না!!!! হয়তো তুমি তাকে কিছুদিন হাসাবে, কিন্তু তুমি যখন চলে যাবে আপন ঠিকানায়, সে সারাজীবন কাঁদবে শুধু তোমার বেদনায়।

34. প্রয়োজন ফুরালে মানুষের মুখের ভাষাটাও পাল্টে যায়!

35. জীবনে কখনো কারো উপর খুব বেশী নির্ভর হওয়া ঠিক না! কারন অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়।

36. কিছু মানুষকে সব দিলেও… তারা কখনো আপন হয় না!

37. সুখের আকাশটা আজ রাতের মতো কালো!সাজানো স্বপ্ন গুলো হয়ে গেছে এলোমেলো।

Emotional Status Bangla গুলি কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *