50 টি সেরা সমরেশ মজুমদারের উক্তি

সমরেশ মজুমদার উক্তি

এখানে কিছু সমরেশ মজুমদারের উক্তি (Samaresh Majumdar quotes) তুলে ধরা হলো। আশাকরি এই সমস্ত উক্তি গুলি আপনাদের ভালো লাগবে। 

সমরেশ মজুমদার ছিলেন একজন বিখ্যাত উপন্যাসিক ও লেখক। সমরেশ মজুমদার জীবদ্দশায় অনেক সুন্দর সুন্দর উক্তি করে গিয়েছিলেন। এখানে সেই সমস্ত উক্তি গুলি তুলে ধরা হলো। তাহলে চলুন আর দেরী না করে, সমরেশ মজুমদারের উক্তি গুলি পড়ে নেওয়া যাক।

সমরেশ মজুমদারের উক্তি 

1. জীবন মানেই সুখের স্মৃতি বয়ে বেড়ানো। আর বেঁচে থাকা মানেই দুঃখের সঙ্গে অজান্তে বসবাস।

2. কথা এমন ধারালো যে, বলতে বলতে কখন কাকে ক্ষত-বিক্ষত করবে কেউ জানে না।

3. মা যখন হাসেন, তখন মনে হয় পৃথিবীতে কোথাও কোনো দুঃখী মানুষ নেই।

4. আমি টাকা জমাচ্ছি! যেদিন অনেক টাকা হবে, সেদিন কিছু সময় কিনে নেবো।

বিখ্যাত-উক্তি

5. সব কিছু মনের মতো মেলে না। মানিয়ে নিতে হয়। মেনে নিলে ঠিক একসময় সুখ ফিরে আসবে।

6. পেতে হলে কিছু দিতে হয়। ত্যাগ করতে না চাইলে পাওয়ার আশা অর্থহীন।

ভালোবাসা-নিয়ে-উক্তি

7. ঝগড়া করে মনের কথা বলে ফেললে ভেতরে রাগ আর পোষা থাকে না, সম্পর্ক টিকে থাকে।

8. তুমি ফিরবে কোন একদিন! হয়তো নীলিমায় হারানো কোন এক নিষ্প্রভ বেলায়।

সমরেশ-মজুমদারের-উক্তি

9. দীর্ঘকাল মাটির সঙ্গে বসবাস না করলে শিকড় আলগা হয়ে যায়।

10. পৃথিবীর নিয়ম বড় অদ্ভুদ! যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসবে, সেই তোমার দুঃখের কারণ হবে।

আরও পড়ুন- 50 টি সেরা হুমায়ুন আহমেদের উক্তি

11. কোনও কোনও মানুষ আছেন, যাঁদের চাহনিতে ব্যক্তিত্ব পরিষ্কার ফোটে।

12. ক্ষমতা কারও জন্ম থেকে থাকে না! ক্ষমতা অর্জন করতে হয়।

সমরেশ-মজুমদারের-স্ট্যাটাস

13. প্রেম বলুন, ভালোবাসা বলুন! একতরফা দীর্ঘকাল বয়ে গেলে সব অনুভূতি ভোতা হয়ে যায়।

14. নদীর ধারের মানুষ জলের মূল্য বোঝে না। বোঝে মরুভূমির মানুষ।

15. জীবনকে জীবনের মতো মেনে নেওয়া ছাড়া বেঁচে থাকা যায় না।

16. আমরা কাউকে অকারণে মনে রেখে দেই চিরকাল। যাকে হয়তো আমাদের মনে রাখার কোনও কথাই নেই।

17. উদারতা না দেখালে পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকা যায় না।

18. বাঁচার জন্য মানুষ যখন মরিয়া হয়, তখন তার হারাবার ভয় থাকে না।

19. অন্ধকারের একটা নিজস্ব আলো থাকে। বেশ কিছুক্ষণ চেয়ে থাকলে সেই আলোটাকে অনুভব করা যায়।

20. পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে মানুষ ইচ্ছের বিরুদ্ধে কাজ করতে বাধ্য হয়।

21. পাশাপাশি বছরের পর বছর থেকেও মানুষের মন বোঝা প্রায় অসম্ভব। 

22. অনেককাল অন্ধকারে বাস করার পর যদি আচমকা আলোয় আসা যায়, তাহলে চোখ ঝলসে যেতে বাধ্য।

23. মানুষের যদি চরিত্র নষ্ট হয়ে যায়, তাহলে তার আর কিছুই থাকে না।

24. যার সামনের রাস্তা প্রতিদিন ছোট হয়ে আসছে, সে কখনোই সম্পর্ক তৈরি করতে চায় না।

25. নিজের কাছে পরিস্কার হলে, পৃথিবীতে কে কি মনে করলো তাতে কিছু যায় আসে না।

26. শাসন শুনতে যতোই খারাপ লাগুক, যে মানুষের জীবনে শাসন করার মানুষ থাকে না, তার মতো অভাগা আর কে আছে!

27. একসঙ্গে দীর্ঘকাল বাস করেও মানুষের সঙ্গে মানুষের চেনাশোনা হয় না।

28. প্রতিটি সংসারের নিজস্ব কিছু সমস্যা থাকে। বাইরে থেকে দেখলে সেসব সমস্যা আঁচ করা যায় না।

29. আমার কাছে চরিত্রহীন শব্দের অর্থ, “যে কথা দিয়ে কথা রাখে না”। 

30. মুখের উপর মনের কথা স্পষ্ট উচ্চারণ না করলে, দুঃখ গুলো দূরে থাকে।

সমরেশ মজুমদার চিরকাল মানুষের মনে বেঁচে থাকবেন। বিশেষ করে তাহার বিখ্যাত বিখ্যাত উক্তি গুলির জন্য। নীচে তেমন কিছু সমরেশ মজুমদারের উক্তি তুলে ধরা হলো।

31. পৃথিবীটা ভীষণ রঙিন! কিন্তু এখানে এসে সাদা-কালোর দ্বন্দ্বে যারা পড়েছে, তারাই মরেছে।

32. জীবনের এটাই নিয়ম! একজন সরে যায় বলেই আর একজনের জায়গা হয়।

33. তোমাকে ছেড়ে বেঁচে থাকার কথা ভাবলেই শরীর হিম হয়ে যায়।

34. মনের গায়ে একবার কারো ছাপ বসে গেলে, সেখানে অন্য কোন ছাপ স্পষ্ট হতে পারে না।

35. পৃথিবীতে নোংরা যেমন আছে, তেমনি সৎ, সহজ, সুন্দরও আছে।

36. একটা তিরতিরে অনুভূতি মনের শিরায় শিরায় ছড়িয়ে পড়ছে। চেষ্টা করেও তা থেকে পরিত্রাণের পথ নেই!

37. সারাজীবন মানুষের একভাবে যায় না। কষ্ট কি তা প্রত্যেকের জানা দরকার!

38. যে আপন হয়, ঈশ্বর তাকে সরিয়ে নিতে এতো তৎপর কেনো?

39. হৃদয়ের নিজস্ব কিছু সমস্যা আছে। যা কখনই মস্তিষ্ক বুঝবে না।

40. মনের দূরত্ব বেড়ে গেলে পাশাপাশি চেয়ারে বসেও তাকে প্রয়োজনীয় মানুষ বলে মনে হয় না।

41. কাছে যাওয়া বড্ড বেশি হবে! এই এখানে দাঁড়িয়ে থাকাই ভালো। তোমার ঘরে থমকে আছে দুপুর বারান্দাতে বিকেল পড়ে এলো।

42. পৃথিবীর সমস্ত প্রতিভাবান মানুষরাই নিঃসঙ্গ! না হলে তাঁরা সৃষ্টি করতে পারতো না।

43. আবেগ না থাকলে সে মানুষ নয়। কিন্তু আবেগে যে ভেসে যায়, সে তলিয়ে যায়।

44. ছাইটা হলো স্মৃতি! আগুনটা হলো বর্তমান।

45. বাঙালির সবচেয়ে বড় দোষ দুটো। একটি হল ঈর্ষা এবং দ্বিতীয়টি হল অন্যের ব্যাপারে নাক গলানো।

46. পৃথিবীর কোনো মানুষই জানে না, কোথায় সে পৌঁছাতে চায়। শুধু জানে, বহুদুর যেতে হবে। 

47. নিজের বোকামি বুঝতে পারার পর কারো দুঃখ হয়, কারো হাসি পায়।

48. মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়াতে হয়! কিন্তু সবাই আয়নায় নিজের মুখ দেখে; চোখের দিকে তাকায় কজন?

49. আমার শূন্যতা ভালো লাগে! চার ধার শূন্য হয়ে গেলে নিজেকে মূল্যবান মনে হয়।

50. বয়সের অনেক দোষ! কথা বলতে ইচ্ছে করে, কিন্তু লোক কমে যায়। 

51. দুটো মানুষ একসঙ্গে থাকতে থাকতে কথা ফুরিয়ে যায়। রোজ এক জীবনযাপন করতে করতে ক্লান্তি এসে যায়।

52. উদাসীনতা যে দূরত্ব বাড়ায়, তা ভালোবাসা দিয়ে পূর্ণ করা যায় না।

সমরেশ মজুমদারের উক্তি গুলি কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।