এখানে কিছু সূর্যমুখী ফুল নিয়ে ক্যাপশন তুলে ধরা হলো। আশাকরি এই সমস্ত ক্যাপশন গুলি আপনাদের ভালো লাগবে। এখানে দেওয়া সূর্যমুখী ফুল নিয়ে ক্যাপশন গুলি ফেসবুক ক্যাপশন হিসাবে ব্যবহার করতে পারেন।
তাহলে চলুন আর দেরী না করে, সূর্যমুখী ফুল নিয়ে ক্যাপশন গুলি পড়ে নেওয়া যাক।
সূর্যমুখী ফুল নিয়ে ক্যাপশন
1. সূর্যমুখী ফুল ঠিক সূর্যের মতোই! এর সৌন্দর্য মানুষকে আলোকিত করে।
2. প্রতিটি সূর্যমুখী ফুল প্রকৃতিতে প্রস্ফুটিত সূর্যের এক একটি প্রাণ।
3. সূর্যমুখী ফুল বাগানে নিজেকে হারিয়ে দিতে নাই মানা!
4. উপহার হিসেবে তুমি না হয় একগুচ্ছ সূর্যমুখী ফুল দিও।
5. সুর্যের আলোর আশায় যেযন সুর্যমুখী ফুল নিজের সৌন্দর্য ছড়ানোর জন্য অধীর অপেক্ষায় রত থাকে, ঠিক তেমনি আমি তোমার জন্য অপেক্ষায় থাকি।
6. ফুল ভালোবাসি! মুগ্ধ হয়ে তাই তোমাতেই ভাসি। সৌন্দর্যের রানী তুমি, আমার সূর্যমুখী।
7. ভালোবেসে করিনি ভুল! দেখতে গিয়েছিলাম সূর্যমুখী ফুল।
8. চলো তোমাকে নিয়ে সূর্যমুখী ফুলের শহরে ঘুরতে যাই।
9. তুমি সূতোয় বেঁধেছো সূর্যমুখী ফুল নাকি তোমার মন? আমি জীবনে বেঁধেছি মরন,
বেঁধেছি ভালোবেসে সারাক্ষণ।
10. প্রকৃতি আর সৌন্দর্যের মাঝে ভরা এক প্রান্ত বিকেলে সূর্যমুখী ফুল বাগানে!
আরও পড়ুন- 50 টি সেরা প্রকৃতি নিয়ে উক্তি এবং ক্যাপশন
11. সুর্যমুখী ফুল দেখলেই মনটা খুশি হয়ে যায়। মনে হয় মুখ ভর্তি হাসি নিয়ে সুর্যমুখী ফুলটা আমার দিকে তাকিয়ে আছে।
12. তুমি সূর্যমুখী ফুলের মতো সুন্দর! তোমার হাসি রোদের মতো উজ্জ্বল।
13. ১০০০ টাকার গিফট না নিয়ে ২০ টাকার সূর্যমুখী ফুল পেয়ে খুশি হয়ে যায় এমন মানুষ কোথায় পাবো?
14. কল্পনার নগরীতে সে যে ফলায় সূর্যমুখী! হাজারো অনুভূতি সযত্নে লালন করে- চির অন্তরমুখী।
15. সূর্যমুখী ফুলের প্রেমে পড়েনি এমন মানুষ পাওয়াটা দুষ্কর। আমিও তেমনি। এই ফুলের প্রেমে পড়ে দিওয়ানা হয়ে গেছি।
16. তোমারই অপেক্ষা তে অন্তরের ভাবনা যে আমার বারোমাসেই সূর্যমুখী!
17. আমি সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূরে থেকে। দলগুলি মোর রেঙে ওঠে তোমার হাসির কিরণ মেখে।
18. ফুলের প্রতি আমার অন্তহীন ভালোবাসা,, প্রিয় সূর্যমুখী।
19. তুমি যদি হও সূর্য, তাহলে আমি সূর্যমুখী।
20. দূর থেকে দেখে মনে হবে বিশাল হলুদ গালিচা বিছিয়ে রাখা হয়েছে। তবে কাছে গেলে চোখে পড়বে বাতাসে দুল খাচ্ছে হাজারো সূর্যমুখী ফুল।
21. মানুষের সৌন্দর্য বিলীন হয়ে যায়। কিন্তু তোমার ঐ অপরূপ সৌন্দর্য শেষ হওয়ার নয়।
22. সূর্যমুখী যেমন সূর্যের তাপকে সহ্য করে সুন্দর হয়ে ওঠে, আমাদেরও উচিৎ তেমনি কষ্ট গুলোকে পার করে সফল হয়ে ওঠা।
23. গরাদ শোকে সূর্যমুখী….. খয়েরী কুঁড়ির ফুল সূর্য খুঁজে বেড়ায়।
24. আমি সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূর থেকে।
25. তোমার হৃদয়ে রবির ঝলক সূর্যমুখীর বায়না! আমার মন মেঘলা ভীষন বৃষ্টি থামতে চায় না।
26. গােলাপ তুমি সূর্যমুখীর মতাে “হাসতে” জানাে না। সে শুরু থেকেই হাসতে থাকে..” আর তুমি হাসলেই! তােমার আর অস্তিত্বই নেই।
27. সামনে সবাই সদাহাস্য সূর্যমুখী। অথচ আঁখিকোন চেরাপুঞ্জির মেঘ। মন জলবায়ু হলেও মুখ মণ্ডলে পূর্ভাবাস নিষেধ!
28. একটু কাছে এসে সূর্যমুখী হাসি হেসে স্বপ্নীল পরিবেশে বিকেল বেলার শেষে বলছি ভালোবাসি।
29. ফুলের সৌন্দর্যের কোন ক্যাপশন হয় না। তবুও সূর্যমুখী ফুল ঠিক যেনো সূর্যের মতোই এর সৌন্দর্য ও মানুষকে আলোকিত করে।
30. সূর্যমুখী ফুল সূর্যের দিকে মুখ করে তাকিয়ে থাকে। সূর্যের আলো শেষ তো এরাও মাথা নীচু করে থাকে।
31. এখনকার সম্পর্ক গুলো সূর্যমুখী ফুলের মতো। সূর্যমুখী ফুল যেমন যেদিকে সূর্য থাকে সেদিকে তার মুখ ঘুরিয়ে দেয়, বেশীরভাগ মানুষও তেমন যেদিকে স্বার্থ আছে সেদিকে মুখ ঘুরিয়ে নেয়।
32. সূর্যমুখী তুমি দেখো সূর্য, আর আমি দেখি তোমায়! তুমি কি ভালোবাসো আমায়?
33. রোদে মাখা “সূর্যমুখী” হলুদ তোমার ফুলের পাপড়ি সবুজ তোমার গাছের পাতা, রোদের ঝলকে সূর্যমুখী তুমি ফুল বাগানের রাজকুমার।
34. সূর্যমুখী ফুল!! খানিকটা সময় ফুল গুলোর সাথে নিজেকে হারিয়ে ফেলছিলাম।
35. সূর্যমুখী দুঃখে ক্ষোভে মুখ ফিরিয়েছে। সূর্য যতই চেষ্টা করুক সে তো হেরেছে। তাকাবে না সে আর সূর্যের দিকে। সূর্য যতই প্রাণ ভরে দিক আলো। হাজার ফুল তো এখনও আছে, কে বা দেখে এক সূর্যমুখী গেলো।
36. প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মেলে যাওয়া সূর্যমুখী ফুল। আমার প্রিয় একটি ফুল।
37. গোলাপ কখনোই সূর্যমুখী হতে পারে না। ঠিক তেমনি একটি সূর্যমুখী কখনোই গোলাপ হতে পারে না। প্রতিটি ফুল তার নিজস্ব ভঙ্গিমায় সুন্দর।
38. ফুল দেখলে মন আমার শিশু হয়ে যায়! সূর্যমুখী ফুল এক অপুর্ব নৈসর্গিক সৌন্দর্য।
সূর্যমুখী ফুল নিয়ে ক্যাপশন গুলি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।