50 টি সেরা ইউনিক ক্যাপশন বাংলা বেস্ট ফেসবুক ক্যাপশন স্ট্যাটাস

ইউনিক ক্যাপশন বাংলা

নীচে কিছু ইউনিক ক্যাপশন বাংলা (Unique caption) তুলে ধরা হলো। আশাকরি এই সব ক্যাপশন গুলি আপনাদের খুব ভালো লাগবে। এখানে উল্লেখিত ইউনিক ক্যাপশন বাংলা গুলি ফেসবুক ক্যাপশন এবং ইনস্টাগ্রাম ক্যাপশন হিসাবে ব্যবহার করতে পারেন।

তাহলে চলুন আর কথা না বাড়িয়ে, ইউনিক ক্যাপশন বাংলা গুলি পড়ে নেওয়া যাক।

ইউনিক ক্যাপশন বাংলা

1. তোমার মন খারাপ যদি এ পৃথিবীর কারো হৃদয় স্পর্শ না করে, তবে হাসতে শিখে নিও!

2. তোমার শুন্যতায় মরতে রাজি,, তবুও তোমাকে দিয়ে শুন্যতা পূরণ করতে রাজি না।

3. আমি এখন ঠিক নিঃসঙ্গ বিকেলের মত! যাকে ছেড়ে পালিয়েছে রোদ সন্ধ্যার দিকে।

4. স্বপ্নগুলো খুব রঙিন! পরিস্থিতি গুলো সাদা কালো।

বেস্ট-ক্যাপশন-বাংলা

5. এখনো খুঁজি তোমায়!!!! না বলা কোন গল্পের শহরে, অলি গলি মোড়ে।

6. আমার দুর্বলতা গুলোকে যে হাসি মুখে আপন করে নেবে, তার ভালো থাকার দায়িত্ব আমার।

7. কষ্ট গুলোকে যত্ন করুন! হয়তো এমনও হতে পারে যে,,, কষ্ট গুলোই একদিন সুখের জন্ম দেবে।

8. মন খারাপ করো না! অতীত কমবেশি সবারই ব্যর্থতায় ভরা। উপসংহারে দেখিয়ে দিও, সফলতার গল্পে তুমিও সেরা….!!

বাংলা-শর্ট-ক্যাপশন

9. যেই তোমাকে ধরবো ভাবি অন্তর বলে সাধ্য কই!!! তুমি তো আমার হবে না জানি, আমি না হয় তোমারই হই।

10. আমি সেই পাখিটার মতো!! যার গোটা আকাশ আছে, তবুও উড়ে বেড়ানোর সঙ্গী নেই।

আরও পড়ুন- 50 টি সেরা হাসি নিয়ে উক্তি এবং ক্যাপশন

11. হঠাৎ ভিড়ে দেখতে পেলে মুখ ফিরিয়ে নিও! তোমার দেওয়া অবহেলাটাই আমার কাছে প্রিয়।

12. যখন কাউকে বুঝিয়ে লাভ হয় না,, তখন নিজেকেই বুঝিয়ে নিতে হয়।

ইউনিক-ক্যাপশন-বাংলা

13. স্মৃতিরা হয়েছে পরবাস!! কথারা হয়েছে নিঝুম!! এ বুকে তবু বারোমাস ভালোবাসারই মরসুম।

14. আর কোনো কথা না বলে আরো কাছে আয়না তুই চলে! একা থাকা যায় না সহজে এমন‌ হলে!

15. মনের ভেতর একলা সভায় চোখের কোনে অন্ধকার! তবুও তুমি আকাশ দেখো, বৃষ্টি চাইছো আরও একবার।

16. ধরো যদি হঠাৎ সন্ধ্যে! তোমায় দেখা আমার সঙ্গে! মুখোমুখি আমরা দুজন, মাঝখানে অনেক বারন।

ফেসবুক-ক্যাপশন

17. ছাড়ছে মানুষ দিনে দিনে জ্বর বাড়ছে আরও,,, রং লেগেছে শরীর জুড়ে ভেতর সাদা কালো।

18. গল্প জমে হচ্ছে পাহাড়, মেঘ জমেছে শোকে, প্রকাশ করলে বিপদ ভারি আঘাত দেবে লোকে।

আরও পড়ুন- 35 টি একাকিত্ব নিয়ে ক্যাপশন কবিতা সেরা উক্তি

19. কিছু মানুষ থাকতেও নতুন খোঁজে। আর কিছু মানুষ হারিয়েও সেই পুরনোটা কেই খোঁজে।

20. দূর হতে আমি তারে সাধিবো, গোপন বিরহ ডোরে বাঁধিবো।

21. চাইলেই যদি সব পাওয়া যেতো!!! তাহলে পৃথিবীতে কোন গল্পই অসমাপ্ত থাকতো না।

22. সঠিক বোঝাপড়া না থাকলে,, কোন সম্পর্ক টিকে থাকে না। সেটা বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা।

23. বন্ধ খামে বন্দী আজও পুরনো সেই দিনের কথা! মানুষ কেবল বদলে যায়; স্মৃতিরা রয় তরতাজা।

24. এমন কোন শীতের দিনে বৃষ্টি হয়ে এলে, আমি ভিজবো তোমার উষ্ণতে নালিশ বারণ ঠেলে।

25. তোমার চোখের মায়ায় কেউবা যদি হারায়!!! তুমি বলে দিও তারে ঐ চোখের দৃষ্টি অন্য কারো।

26. স্বপ্নের রঙিন সুতো দিয়ে বুনেছি মনের দেওয়াল! চোখ বুঝলে মনের মাঝে অন্যরকম খেয়াল।

27. আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি,,,, তোমাকে দিলাম! শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম।

28. ঝরে যাওয়া পাতা জানে, স্মৃতি নিয়ে বাঁচার মানে!!! হয়তাে আমি ঝরে যাবাে সময়ের তালে তােমার মনে।

আরও পড়ুন- 50 টি সেরা প্রকৃতি নিয়ে উক্তি এবং ক্যাপশন

29. ব্যস্ত শহর ব্যস্ত তুমি ব্যস্ত আমি…!!! এর থেকে সরে এসে কিছু মুহূর্ত নিজের জন্যও বাঁচতে জানি।

30. যখন আমার খোলা চুল হাওয়ার সাথে কথা বলে, তখন তুমি বন্দী থেকো আমার মনের অন্তরালে!

এখানে উল্লেখিত ইউনিক ক্যাপশন বাংলা গুলি ফেসবুক ক্যাপশন, বাংলা শর্ট ক্যাপশন এবং বেস্ট ক্যাপশন বাংলা হিসাবে ব্যবহার করতে পারেন।

31. ভাবি আমি ছদ্মনামে আবার তোমায় ছোব!!!! নতুন কোন গল্পে তোমার রাজা হব।

32. কিছু কান্নার হয় না আওয়াজ জানতে পারেনা কেউ! মনের ভিতর উথাল পাতাল বিধ্বংসী কিছু ঢেউ।

33. এই দোয়াতে তোমায় ধরে রাখি, মুক্ত যেমন আগলে রেখে ঝিনুক।

34. ইট পাথর অট্টালিকা সোডিয়াম শহরে………. মায়াহীন ভালোবাসা মরে যাক দূর পাহাড়ের শান্ত মৃদু পাতার শব্দে।

35. আমি তার নেশায় ছিলাম নেশাগ্রস্ত!!!!! সে তো অন্য কারোর মায়াতে আসক্ত।

36. মুক্তা যেমন শুক্তিরও বুকে, তেমনি আমাতে তুমি!! আমার পরানে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি।

37. মানুষ দীর্ঘদিন বেঁচে থাকার স্বপ্ন দেখে! আর আমি মৃত্যুর অপেক্ষায় থাকি।

38. ভালোবাসা বাসীর জন্য আনন্দ কালের প্রয়োজন নেই!! এক মুহূর্তই যথেষ্ট।

39. কতশত বেনামী চিঠি দিয়েছি তোমায়!! তুমি হয়তো সেগুলো খুলে দেখনি অগ্রাহ্য অবহেলায়।

40. আমি ছন্নছাড়া বদ মেজাজী নিজেও তা জানি! তুমি আগলে রেখো আমি ভালোবাসতেও জানি।

41. একমাত্র গল্পকারী জানে!!! সব চরিত্র কাল্পনিক নয়; আর সব গল্প গল্পই নয়।

42. হারানোর অনিশ্চয়তা নেই বলে, হয়তো তাকে আগলে রাখার ব্যাকুলতা নেই।

43. চোখের ভেতর মন দেখতে মনের আলো লাগে!! এই জগতে সেই ক্ষমতা সবার থাকে না।

44. তুমি ছিলে মোর স্বপনে হৃদয় অঙ্গনে! আমি বাঁধবো তোমায় আমার বিরহ ভরে।

45. এক টুকরো চিরকুটে.. লাইব্রেরির পুরানো বই এর ভাঁজে, তোমার নামটাই থাকবে পুরানো গন্ধ মেখে।

46. শহর জুড়ে যখন বিচ্ছেদের ঢল, তখনো আমি তোমার প্রেমে পড়েছি নিয়মিত অনর্গল।

47. যেটা ছিলোনা সেটা না পাওয়াই থাক! সব পেলে নষ্ট জীবন।

48. ছেড়ে দিলেই যদি ছাড় পাওয়া যেতো…! তাহলে উপন্যাসের শেষ পাতায় সবাই সুখ খুঁজে পেতো।

49. চোখের কলাজে স্বপ্ন হাসে, মনেতে সাজাই আশা। যুগ সে যুগ চলে যায়, পাল্টায় না ভালোবাসা

50. অষ্টপ্রহর তোমায় খুঁজি, তোমার আমি পাই না ছাই। বুকের ভিতর কথার পাহাড়,,, বলতে গেলেই তুমি নাই।

ইউনিক ক্যাপশন বাংলা গুলি কেমন লাগলো কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *