সময় নিয়ে স্ট্যাটাস: সময় কারোর জন্য থেমে থাকে না

সময় নিয়ে স্ট্যাটাস

নীচে কিছু সময় নিয়ে স্ট্যাটাস দেওয়া হলো। আশাকরি এই সমস্ত স্ট্যাটাস গুলি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেরী না করে সময় নিয়ে স্ট্যাটাস গুলি পড়া শুরু করা যাক।

সময় নিয়ে স্ট্যাটাস

অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও। সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে।
জীবনে যদি খারাপ সময় না আসতো, তাহলে আপনের মধ্যে লুকিয়ে থাকা পর, আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপন কে কখনো চেনা যেত না।
আমাকে একজন জিজ্ঞাসা করেছিল আমার সবচেয়ে আপন কে, আমি হেসে বললাম সময়। কারণ সময় ঠিক থাকলে সবাই আপন। আর সময় খারাপ থাকলে কেউ আপন নয়।
খারাপ সময় হলো এমন একটি আয়না যা আপনাকে অনেকের আসল চেহারা দেখিয়ে দেবে। আর ভালো সময় হলো বৃষ্টির মতো যা সূর্যের গরম কেও আটকে দেবে।
আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না। এমন এক সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে; যার কষ্ট তুমি কখনোই সহ্য করতে পারবে না।
জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না। তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না।
সময় সব সময় একই ভাবে থাকে না। তোমার খারাপ সময়ে তোমাকে উঠে দাঁড়াতে হবে। না পারলে বাকিরা সবাই শুধু দাঁড়িয়ে মজা দেখবে।
কারো কাছ থেকে জোর করে সময় পাওয়া যায় না। যার ইচ্ছা থাকবে সে শত ব্যস্ততার মাঝে একটু হলেও সময় দেবে।
সময়টা তাকে দাও যে সময়ের মূল্য বোঝে। সম্পর্ক তার সাথে রাখো যে তোমার গুরুত্বটা বোঝে।
বৃষ্টি না এলে বোঝা যায়না ছাতার কোথায় ছিদ্র আছে। তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে।

আরও পড়ুন- সময় নিয়ে কিছু উক্তি: সময়ের মূল্য দিতে শিখুন

অন্যের খারাপ দেখে কখনো হাসা উচিত নয়। কারণ নিজের খারাপ সময় আসতেই খুব বেশী সময় লাগে না।
যখন তুমি কাউকে গুরুত্ব দাও, তখন সে ভাবে, তুমি সব সময় ফ্রী থাকো। কিন্তু সে বোঝে না যে তুমি নিজেকে সব সময় শুধু তার জন্যেই ফ্রী বানাও।
আজ হয়তো সময়টা খারাপ, তবে সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে।
সময় কখনো দুঃখ কষ্ট গুলোকে ভুলিয়ে দেয় না। সময় দুঃখ কষ্ট গুলোকে মানিয়ে নেওয়া শেখায়।
জীবনে খারাপ সময় আসবেই। আর সেই সময়টার সাথে লড়াই করে নিজেকে টিকিয়ে রাখতে হবে।
কারোর পছন্দের হওয়াটা খুব সহজ। কিন্তু সব সময় তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন।
সময়ের বান অনেক তীব্র। কারণ সময় আপনাকে অনেক কঠিন সত্য ঘটনার মুখোমুখি দাঁড় করিয়ে দেবে।
খারাপ সময় জীবনের সবচেয়ে দামী শিক্ষাটি দিয়ে যায়।
ভালো সময় নিজে থেকে আসে না। অনেকগুলি খারাপ দিনের সাথে লড়াই করে তাকে আনতে হয়।
সময় যদিও দেখা যায় না, তবে সময় অনেক কিছু দেখিয়ে দেয়।
জীবনে একা থাকাই ভালো। কারণ জীবনের সব খারাপ সময় গুলো একাই পার করতে হয়।
খারাপ সময় যতোবারই আসে, ততোবারই ভালো কিছু শিখিয়ে দিয়ে যায়।
কারো খারাপ সময় এলে তাকে আঘাত করো না। পারলে সাহায্য করো। কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে।
দুঃখের সময় যারা পাশে আছে তাদের মনে রেখো। আর যারা দুর্ব্যবহার করেছে তাদেরকে জীবন থেকে সরিয়ে দিও।
সময় এমন একটা জিনিস যা একবার হারিয়ে গেলে দ্বিতীয়বার আর ফিরে আসে না।
সময় অনেক কিছুর উত্তর দিয়ে দেয়।
জীবনে খারাপ সময় আসা দরকার। খারাপ সময় না আসলে কখনো মুখোশ পরা বেইমান মানুষ গুলোকে চেনা যায় না।
সময় কখনও সব ঠিক করে দেয় না। হয় আমাদের এড়িয়ে যেতে শেখায়, নয়তো ভুলে যেতে।
সময় মানুষকে সব দুঃখ ভুলিয়ে নতুন করে বাঁচতে শেখায়।
সময় বড় অভিমানী। একবার চলে গেলে আর ফিরে আসে না।
আমি এমন ছিলাম না, এখন যেটা দেখছো এটা সময় আমাকে বানিয়েছে।
সময় আসলে বেশীরভাগ মানুষের মুখ থেকে মুখোশটা খসে পড়ে আসল চেহারাটা বেরিয়ে পড়ে।
খারাপ সময় কে কখনো গালি দিও না। কারণ একমাত্র খারাপ সময় আপন মানুষ গুলোর আসল চেহারা দেখিয়ে দেয়।
এখন আমি আর সেই আমি নেই…নিজেকে বদলে ফেলেছি সময়ের ব্যাবধানে। বদলে ফেলেছি নিজের পৃথিবী…এখন আর তোমার কথা মনে করে অলস সময় কাটাই না।
কে কেমন সেটা সময় বলে দেবে।
পৃথিবীতে সব কিছু বুঝতে সময় লাগে। তবে ভুল বুঝতে সময় লাগে না।
আমাদের জীবনে কিছু কিছু বন্ধু আসে। যারা খুব অল্প সময় আমাদের জীবনে অবস্থান করে। কিন্তু তাদের স্মৃতি রয়ে যায় সারাজীবন।
তোমরা নিজেদের পালনকর্তা সমীপে ক্ষমা প্রার্থনা কর। অনন্তর তাঁরই প্রতি মনোনিবেশ করো। তাহলে তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত উৎকৃষ্ট জীবনোপকরণ দান করবেন।
প্রত্যেক মানুষের জীবনেই এমন কেউ একজন থাকে যাকে ছাড়া সে এক মূহুর্ত থাকার কথা চিন্তা করতে পারেনা। অথচ বাস্তব হলেও সত্য সেই একজন কে ছেড়েই তাকে জীবনের বেশীরভাগ সময় কাটিয়ে দিতে হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *