এখানে কিছু আত্মহত্যা নিয়ে উক্তি তুলে ধরা হলো। আত্মহত্যা মহাপাপ। জীবনের কঠিন মুহূর্তে দুঃখ-দুর্দশা ও ব্যর্থতার গ্লানি থেকে মুক্তির জন্যই অনেকই আত্মহত্যার পথ বেছে নেন। কিন্তু আত্মহত্যা কোনো সমাধান নয়।
জীবন ছেড়ে আত্মহত্যা করার চিন্তা করার চাইতে, নতুন করে জীবন শুরু করা অনেক ভালো। নীচে উল্লেখিত আত্মহত্যা নিয়ে উক্তি গুলি, আত্মহত্যা প্রতিরোধে সাহায্য করবে।
আত্মহত্যা নিয়ে উক্তি
1. কখনো ভালোবাসার জন্য আত্মহত্যা করো না। কারণ সে অন্য কাউকে পেয়ে যাবে, কিন্তু তোমার মা-বাবা তোমাকে আর পাবে না।
2. আত্মহত্যা নয়, অতীতকে হত্যা করো। তাহলে ভালো থাকতে পারবে।
3. আত্মহত্যার ইচ্ছে জাগলে একটু হাসপাতালে গিয়ে ঘুরে আসুন। দেখবেন কতো মানুষ এই সুন্দর জীবন ফিরে পাবার জন্য লড়াই করছে।
4. জীবন থেকে পালিয়ে বাঁচা সহজ। কিন্তু লড়াই করে বেঁচে থাকা কঠিন।
5. ধৈর্য ধারণ করে ঈশ্বরের ওপর ভরসা করে চললে, এমন ভয়াবহ পরিস্থিতি থেকে বেড়িয়ে আসা সম্ভব।
6. যে ব্যক্তি আত্মহত্যা করবে, সে জাহান্নামের আগুন এর মধ্যে অনন্তকাল অবস্থান করবে।
7. একের পর এক আত্মহত্যা! জীবনটা কি এতোই ভারী? একবার হাসপাতালে গিয়ে দেখো, বাঁচার জন্য মানুষের কি আহাজারি!
8. নিজেকে ভালোবাসুন। ভালো থাকুন। জীবন অনেক সুন্দর।
9. জীবনে নতুন নতুন মানুষ আসবে, আবার চলেও যাবে। তাই একটা মানুষ ছেড়ে চলে যাবার কারণে, বাকি জীবনটা নষ্ট করার কোন মানেই হয় না।
10. এই সুন্দর পৃথিবীতে নিজেকে ভালো রাখার দ্বায়িত্ব শুধুমাত্র তোমার নিজেরই।
আরও পড়ুন- 50 টি সেরা মৃত্যু নিয়ে উক্তি এবং স্ট্যাটাস
11. আত্মহত্যার সিদ্ধান্ত না নিয়ে, অন্যের জীবন বাঁচানোর সিদ্ধান্ত নিন। রক্তদান করুন, নিজে বাঁচুন, অন্যের মুখে হাসি ফোটানোর চেষ্টা করুন।
12. পরিস্থিতি যেমনই হোক না কেনো, তোমরা কখনোই নিজের মৃত্যু কামনা করো না।
যখন মানুষ নিজের জন্য আর কোন রাস্তা খুঁজে পায় না, নিজেকে অনেক বেশী একা ভাবতে থাকে, প্রিয় মানুষ গুলোকে বদলে যেতে দেখে, তখন মানুষ এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তির পথ খোঁজে।
একটা কথা আমাদের মনে রাখতে হবে যে, হার মেনে নেওয়ার নাম জীবন নয়। এই সমাজে লড়াই করে বেঁচে থাকার নামই জীবন। তাই আপনার আসে পাশের কোনো মানুষ যদি এমন অবস্থার মধ্য দিয়ে যায়, তাহলে তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসুন।
13. বোকারা নিজেদেরকে শেষ করে দেওয়ার চিন্তা করে। আর বুদ্ধিমানেরা নিজেদেরকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করে।
14. মৃত্যু একদিন সবার কাছে আসবে। তাই তার আগে মরার কথা ভাবা বোকামি।
15. অভিশপ্ত আত্মহত্যাকে প্রত্যাখ্যান করুন। একাকিত্বতা দূর করুন। এবং সর্বাবস্থায় পারিবারিক বন্ধন অটুট রাখুন।
16. কোনো লোক দুনিয়াতে যে জিনিস দিয়ে আত্মহত্যা করবে, কিয়ামাতের দিন সেই জিনিস দিয়েই তাকে আযাব দেওয়া হবে।
17. ঘুমোনো নিষেধ, তবে জেগে থাকা অপরাধ। অনুমতি আছে মৃত্যুর, তবে স্বেচ্ছায় মহাপাপ।
18. আত্মহত্যা কখনোই সমস্যার সমাধান নয়। এই জীবনটা আমাদের না। এটা আমরা সৃষ্টি করিনি। যিনি সৃষ্টি করেছেন কেবল তিনিই এটাকে ধ্বংস করার অধিকার রাখেন।
19. আত্মহত্যা কখনো কোনো কিছু সমাধান হতে পারে না।
20. আত্মহত্যার পরে তার শরীরটার সাথে কি করা হয় যদি কেউ কখনোও দেখতো, তাহলে হয়তো দেশে আত্মহত্যার পরিমাণ অনেকটাই কমে যেতো।
প্রতিটা মানুষের জীবনে খারাপ সময় আসে। তাই বলে আত্মহত্যা করে নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা বোকামি ছাড়া কিছুই নয়। এখানে উল্লেখিত আত্মহত্যা নিয়ে উক্তি গুলি মানুষের মধ্য থেকে আত্মহত্যা করার চিন্তা দূর করতে এবং সুস্থ ভাবে বেচেঁ থাকতে সাহায্য করবে।