30+ Depression Status Bangla Caption for Facebook

Depression Status Bangla

এখানে কিছু Depression Status Bangla তুলে ধরা হল। আশাকরি নীচে দেওয়া Status গুলি আপনাদের ভালো লাগবে। এখানে দেওয়া Depression Status Bangla গুলি Facebook Status হিসাবে ব্যবহার করতে পারেন।

তাহলে চলুন আর দেরী না করে, Depression Status Bangla গুলি পড়ে নেওয়া যাক।

Depression Status Bangla

1. নিষ্ঠুর এই দুনিয়ায় কেউ কারোর নয়!! সবাই দুই দিনের অতিথি মাত্র! নিজের স্বার্থে আপন হয়, স্বার্থ ফুরিয়ে গেলে হাওয়ায় মিলিয়ে যায়।

2. আমায় আমার অতীত দিয়ে কখনো বিচার করো না! কারণ আমি এখন আর ওখানে থাকি না।

3. কখনো কখনো অতিরিক্ত রাগ আর অভিমান গুলো চেপে রাখতে রাখতে….. একটা জীবিত মানুষও একটা জীবন্ত লাশ হয়ে যায়!

4. ঝরে পড়া পাতা গুলো আমাকে শিখিয়েছে, বোঝা হয়ে গেলে নিজেও ঝরে যাবে!

Facebook-status-in-Bangla

5. মানুষ হারানোর পরে মানুষের মূল্য বুঝতে পারে! হারানোর আগে কেউ কারো মূল্য সহজে বোঝে না।

6. মন বোঝার মতো কেউ নেই! কিন্তু ভুল বোঝার মানুষের অভাব নেই।

Bangla-status-for-FB

আরও পড়ুন- 30+ Sad Status Bangla Caption for Facebook

7. আজকাল মানুষ চেনা বড়ো দায়! প্রয়োজন হলে কাছে টেনে নেয়, প্রয়োজন ফুরালে দূরে ঠেলে দেয়।

8. জানি ফিরবেনা এমনের নিড়ে; তবুও অপেক্ষায় থাকবো সারাজীবন ধরে!

Depression-Status-in-Bangla

9. আগে যারা একদিনে হাজার বার মনে করতো,, আজ হাজার দিন হয়ে গেছে, তারা একবারও মনে করে না!

10. মানুষ যখন ভিতর থেকে একেবারে ছিন্নভিন্ন হয়ে যায়, তখন সে একেবারে চুপ হয়ে যায়!

11. অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সব থেকে ভালো!!!!! কারণ, চিৎকার করে কখনো নিজেকে… নির্দোষ প্রমাণ করা যায় না।

12. সুখের ভাগটা সবাই নেয়! কিন্তু দুঃখের ভাগটা কেউ নিতে চায় না।

Depression-quotes-in-Bangla

আরও পড়ুন- 35+ Alone Sad Quotes in Bengali | একাকিত্ব কষ্টের উক্তি

13. নেই কোন রাগ, নেই কোন অভিমান, নেই কোন অভিযোগ, শুধু নিজেকে বদলে নিয়েছি! যাতে আমার কারণে অন্য কারো অসুবিধা না হয়।

14. কারো পছন্দ হওয়াটা খুব সহজ! কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন।

15. সব কিছু মিথ্যে হতে পারে এই পৃথিবীতে!!!! কিন্তু একলা রাতে, ঘরের কোনে বালিশ ভেজানো চোখের জল কখনো মিথ্যে হতে পারে না।

16. কারোর মিষ্টি মধুর কথায়, অল্পতেই নিজেকে জড়িয়ো না….. কারণ অবশেষে তারাই বিষাক্তের ছুরি মারে হৃদয়ে।

17. মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না! কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি, এবং কিছু অনা-কাঙ্ক্ষিত পরিস্থিতি মানুষকে বদলে যেতে বাধ্য করে।

18. জীবনে এমন একজন বন্ধুর খুব প্রয়োজন!! যার সাথে- সুখ দুঃখ, হাসি কান্না, ভালো মন্দ সবকিছু শেয়ার করা যায়।

19. অন্য মানুষ আপনার জন্যে খুশির ব্যবস্থা করে দেবে, সেই অপেক্ষা করবেন না! নিজের খুশি আপনার নিজেরই খুঁজে নিতে হবে।

20. আমার শহরে আর ফিরে আসার চেষ্টা করোনা!এই শহরের জীবন্ত লাশের আত্মদান তুমি সইতে পারবে না।

21. কারোর কাছে নিজেকে প্রমাণ করে লাভ নেই! যে তোমাকে বুঝবে তার কাছে কোন প্রমাণ লাগবে না, সে তোমাকে এমনিতেই বুঝবে।

22. চোখে জল তখনই আসে, তুমি সঠিক কিন্তু তোমাকে বোঝার মতো কেউ থাকে না!

23. তুমি বেঁচে থাকো তোমার সকল ভালো লাগার কারণ গুলো নিয়ে! আমি না হয় বেঁচে থাকবো, তোমার সকল অতীত গুলোকে আঁকড়ে ধরে।

24. যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না!

25. আমি সেই পাখি যার ঠিকানা নেই! আমি সেই আকাশ যার চাঁদ নেই! আমি সেই সাগর যার তীর নেই! আমি সেই মানুষ যার কষ্ট বোঝার মত মানুষ নেই!

26. তাকে ভুলে যাওয়া আমার সাধ্য নেই, আর পাওয়াটাও আমার ভাগ্যে নেই!

27. তুমি যাদের প্রিয় মানুষ বলে রোজ মেসেজ দিয়ে কথা বলো, তুমি নিজে থেকে একদিন মেসেজ না দিয়ে দেখো… তারা কেউ মেসেজ দিয়ে তোমার খোঁজ নেবে না!

28. ছেড়ে যাওয়া মানুষ গুলো কিভাবে বুঝবে,, তাদের রেখে যাওয়া স্মৃতির ওজন কতটা ভারী হয়..!!

29. আজ স্মৃতির পাতা উল্টে দেখলাম; কতো মানুষ জীবন থেকে হারিয়ে গেছে, কতো চেনা মানুষ অচেনা হয়ে গেছে…!! হয়তো কোনো একদিন আমিও অচেনা হয়ে যাবো এই পৃথিবীর কাছে।

30. আমার মন খারাপে যে মানুষ গুলো আমাকে হাসানোর চেষ্টা করে, সেই মানুষ গুলো আমার জীবনে শেষ দিন পর্যন্ত থাকুক।

31. সেই সময়টা কষ্টের, যখন চোখের জল ঝরাতে হয়! সেই সময় আরো কষ্টের, যখন চোখের জল লুকিয়ে হাসতে হয়!

32. কান্নার জল সবাই দেখে, কিন্তু হৃদয়ের কষ্ট কেও দেখে না! পাওয়ার আনন্দ কিছু দিন থাকে, কিন্তু না পাওয়ার বেদনা… সারা জীবনেও ভোলা যায় না।

Depression Status Bangla গুলি কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *