35 টি কাশফুল নিয়ে ক্যাপশন কবিতা সেরা উক্তি

কাশফুল নিয়ে ক্যাপশন

এখানে কিছু কাশফুল নিয়ে ক্যাপশন (Kashful caption) তুলে ধরা হলো। আশাকরি এই সমস্ত ক্যাপশন গুলি আপনাদের ভাল লাগবে। এখানে দেওয়া কাশফুল নিয়ে ক্যাপশন গুলি ফেসবুক ক্যাপশন হিসাবে ব্যবহার করতে পারেন।

তাহলে চলুন আর দেরী না করে, কাশফুল নিয়ে ক্যাপশন গুলি পড়ে নেওয়া যাক।

কাশফুল নিয়ে ক্যাপশন

1. কাশফুল মানে শরৎতের একটি সুন্দর কাল!! কাশফুল কে ছুঁলে যেন, স্বর্গীয় স্বাদ অনুভূত হয়! আর খুঁজে পাওয়া যায় আনন্দ পুরীর ঠিকানা।

2. শরতের দিনে চলো কাশফুল কুড়াই! কাশফুল পেলে মনে হয় স্বর্ণ খুঁজে পাই।

3. পরের জন্মে আমি কাশফুল হবো!!!!! তোমার রংবেরঙের চুড়ি আর মেহেদী রাঙ্গা হাতের ছোঁয়া পাবো।

4. কাশফুলের সাদার শুভ্রতায়… মন চায় হারিয়ে যাই অজানায়।

ফেসবুক-ক্যাপশন

5. শরৎ সেজেছে কাশফুলে, থরে বিথরে বালুচরে! সাদা মেঘের শতদল উড়ছে অপরুপা নিলাম্বরে।

6. প্রিয় চলো যাই কাশবনে! তুমি কাশফুল দেখবে; আর আমি তোমাকে দেখবো।

বাংলা-ক্যাপশন

আরও পড়ুন- প্রকৃতি নিয়ে ক্যাপশন

7. কাশফুলের শুভ্রতায় ভরিয়ে রেখো আমায়! তাহলে আর কখনো ছেড়ে যাবো না তোমায়।

8. কাশফুলেদের সাথে আমি একাই কথা বলি! কাশফুল গুলো সব ছন্নছাড়া।

কাশফুল-নিয়ে-ক্যাপশন

9. কোন এক শরতের বিকেলে কাশফুলের রোদ্দুরে একপ্রান্তে দাঁড়িয়ে; তোমার ছায়া খুঁজেছি!

10. কাশফুলের বাগানে আমি, একলা মনে বসে থাকি তাহারি অপেক্ষায়!

11. শরতের মেঘ ভেসে যায় দূর আকাশের নীলে!পায়ে চলা পথ ঢেকে গেছে… থোকা থোকা কাশফুলে।

12. শরৎ এর চিঠি আসুক বা না আসুক; তবুও কাশফুল ফুটবে এই শহরে।

কাশফুল-নিয়ে-কবিতা

আরও পড়ুন- আকাশ নিয়ে ক্যাপশন

13. কথা ছিলো শরতের বিকেলে,, কাশফুল হাতে নিয়ে সাদা মেঘের ভেলা দেখবো! কিন্তু তুমি কথা রাখোনি।

14. কাশফুল তোমাকে ছুঁয়ে যাক… শরৎচন্দ্রের শব্দের চয়নে! আমি তোমার কেবলি ছবি একেঁ যাবো।

15. শরৎকালে কাশফুলে সাজে নদীর ধার দেখতে; তুমি এসো প্রিয় নদীর এই পার!

16. বিকেলের আদো আদো রোদে, কাশফুল যেন তার সৌন্দর্যে পরিপূর্ণ হয়ে ওঠে!

17. আমি জানি তুমি আসবে..! শরতের কাশফুল হয়ে মনটা আমার দোলাতে।

18. কাশফুল মানে, শরতের সুন্দর এক বিকেল!

19. শরতে যখন আকাশে…. নীল বা সাদা মেঘের তুলো ভেসে বেড়াবে, ঠিক তখনই আমি কাশফুল ছিঁড়তে যাবো!

20. মেঘলা আকাশের নিচে, কাশফুল এর কাছে! ছুটে এলাম এক অপূর্ণতা’র মাঝে…!!

আরও পড়ুন- একাকিত্ব নিয়ে ক্যাপশন

21. তুমি অবেলায় ফোটা কাশফুল! যেনো নিয়তির মতোই নির্ভুল! ‌‌যেনো কোনো আহত যোদ্ধার বুকে বেঁচে থাকা মেঘফুল!

22. কাশফুলের শুভ্রতা নিয়েই,, তুমি কবিতা হয়ে যাও! একফালি মেঘের মতো।

23. আমি ক্ষুদ্র মানুষ! মহাকাশ ছোঁয়ার সাধ্য নেই, তবে কিঞ্চিত সফলতায় বাঁচতে চাই।

24. চলো না এই শরৎতে…! হারিয়ে যাই ছন্নছাড়া ঐ কাশফুলের রাজ্যে।

25. অনন্ত অসীম অন্তহীন অখিলে শুভ্র কাশফুলের মেলা–বর্ণহীন বৈচিত্র্যহীন আকারে–সাদা মেঘের ভেলা!

26. শরৎতের হাওয়ায় দোলে কাশফুল! নদীর দুই কোল তাই আনন্দে ব্যাকুল।

27. ছন্নছাড়া কাশফুল গুলো তোমাকে ছুঁয়ে যাক, শরৎচন্দ্রের শব্দের চয়নে!

28. কাশফুল আছে বলেই ধরণী এতো সুন্দর।

29. দিন বদলায়,, আঁধার নামে,, কাশফুলে ভরে গগনডালা..! ছবি পাল্টায়,, বাণীও থামে,, সত্যি ফুলে গাঁথা মিথ্যেমালা!

30. কাশ ফুলের উল্লাসী তুলির ছোঁয়ায়..! রবীন্দ্রনাথের কাব্যিক চয়নে।

31. সূর্যের আলো ছাড়া যেমন কোনো ফুল ফুটতে পারে না! ঠিক তেমনি, ভালোবাসা ছাড়া মানুষ বাঁচতে পারে না।

32. প্রতিটি ফুল যদি কাশফুল হতে চায়!!!! তবে শরৎ তার সৌন্দর্য হারাবে।

33. কাশফুল এর সাদার শুভ্রতায় মন চায় হারিয়ে যাই কোন অজানায়!! হারিয়ে যাই কোন এক কাশফুল বাগানে!!!!! মুগ্ধ হয়ে যাই কাশফুল বাগানের দৃশ্যে!

34. সুখে-দুঃখে কাশফুল আমাদের নিত্য বন্ধু।

35. প্রকৃতি তুমি সুন্দর থেকে এমনি শরৎ আবেশে! মেঘমালা গুলো নেমে আসুক, এমনই কাশফুলের দেশে।

36. সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি! তাইতো আমি একা বসে কাশ ফুলেদের সাথে কথা বলি। কাশফুল গুলো সব ছন্নছাড়া!

37. শোন গো দখিন হাওয়া প্রেম করেছি আমি! লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি।

কাশফুল নিয়ে ক্যাপশন গুলি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *