60 টি সেরা আকাশ নিয়ে উক্তি এবং ক্যাপশন

আকাশ নিয়ে উক্তি

এখানে কিছু আকাশ নিয়ে উক্তি (Sky quotes) তুলে ধরা হল। আশাকরি এই সমস্ত উক্তি গুলি আপনাদের ভালো লাগবে। নীচে দেওয়া আকাশ নিয়ে উক্তি গুলিকে ক্যাপশন হিসাবে ব্যবহার করতে পারেন

তাহলে চলুন আর কথা না বাড়িয়ে, আকাশ নিয়ে উক্তি এবং ক্যাপশন গুলি পড়ে নেওয়া যাক।

আকাশ নিয়ে উক্তি ক্যাপশন

1. আকাশ আর মেঘ যখন মিশে একাকার হয়, অনুভূতিরা তখন বড্ড বেহায়া হয়ে ওঠে…!! আকুলতা বাড়ায় আকাশ ছোঁয়ার বাহানায়।

2. তোমার হাত ধরে আমি আকাশ ছুঁতে চাই!! তুমি কি হবে আমার আকাশ পথের সঙ্গী..?

3. তুমি মানে দূরের আকাশ হাজারো মন খারাপের কারণ,, তুমি মানে আজন্ম অসুখ তোমাকে ভালোবাসা বারণ!

আকাশ-নিয়ে-উক্তি

4. আমি যদি চলে যাই নীল আকাশের কাছে! আমায় তুমি খুঁজে নিয়ো সন্ধ্যা তারার মাঝে।

5. আকাশের দিকে তাকিয়ে আছি এক বিশাল শুন্য দৃষ্টি নিয়ে!! সাদা মেঘের ভেলা আমাকে রেখে ছুটে চলছে ঐ দূর নীল দিগন্তে।

আরও পড়ুন- 50 টি সেরা বৃষ্টি নিয়ে উক্তি এবং ক্যাপশন

6. আকাশের বিশালতার মাঝে আমি নিজেকে খুঁজে বেড়াই,, কেন জানি আকাশ আমার কাছে বড্ড প্রিয়..!!

আকাশ-নিয়ে-উক্তি-ক্যাপশন

7. যতবারই দুঃখকে ছেড়ে দিয়েছি মুক্ত আকাশের ঠিকানায়! ততবারই মায়ার টানে সে ফিরে এসেছে আমার বন্ধ ঘরের জানালায়।

8. নীল আকাশের দূর দিগন্তে, হারিয়ে যাবো দুজনে! ভালোবাসার গহিন বনে, রবো আমরা নির্জনে।

9. খোলা আকাশের নীচে যখন শান্ত মস্তিষ্ক নিয়ে বসে ভাবি…!! তখন দেখতে পাই আমার স্মৃতির শহরে তোমার খেলা।

10. ইচ্ছে হয় সুদূরের সেই নীল আকাশ ছুঁয়ে দেখার! তবু ছুঁতে পারি না, অস্পর্শীতেই রয়ে যাই।

আরও পড়ুন- 50 টি সেরা ফুল নিয়ে উক্তি এবং ক্যাপশন

11. খুব তাড়াতাড়ি হারিয়ে যাব ওই আকাশের তারা হয়ে। তখন কি দেখবি আমায় তোর ঘরের জানালা দিয়ে..!!

12. দূর দিগন্তে চেয়ে আছি, নীল আকাশের পানে! মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ে, আমার ক্লান্ত এই গায়ে!

আকাশ-নিয়ে-ক্যাপশন

13. স্বপ্ন শুধু বুনতে বুনতে… আকাশ পানে অধীর চাওয়া! জীবন জানে হিসেবের খাতায় আছে তার কতোটা পাওয়া।

14. এক ফালি ওই আকাশ আজও তোমার খুশির খোঁজে রঙ ছড়িয়ে, প্রেম কুড়িয়ে, স্বপ্ন ঘিরেই বাঁচে!

15. আকাশের ঐ নীল সীমানা যেমন‌ দিগন্তে মাটির সাথে মেশে,, তেমনি তুমি মিশে আছো আমার অনুভবে!

16. আমার নীলচে আকাশ হারিয়ে গেছে ঝড়ের সাথে ভেসে,, শুধু মেঘকে ভালোবেসে।।

আকাশ-নিয়ে-কবিতা

17. যদি কখনো হঠাৎ হারিয়ে যাই… খুজে নিস ওই নীল দিগন্তে!! আমি মিশে যেতে চাই আকাশের তারা হয়ে তোমার হৃদয়প্রান্তে।

18. ঘরের ভেতরে মন মানে না!! তাই খোলা আকাশের নীচে সাময়িক সান্ত্বনা।

19. আমার আকাশ জুড়ে ছিল তোমারই রঙের মেলা!! সাদার মাঝে কালো বসিয়ে তোমারই বিদায়ের পালা।

20. মায়া পরী বসে ছিল নীল আকাশের দিগন্তে! আমি শুধু তাকিয়ে ছিলাম এক দৃষ্টিতে।

21. প্রিয়তমা তুমি এভাবে থেকে গেলেও পারতে! যেমন থাকে নীল আকাশ জুড়ে সাদা মেঘের বিন্দু।

22. সবুজ শাখার দরাজতায় নীলচে আকাশ দিচ্ছে হাঁক,, ধুসর পায়ে চলছি আমি…অচেনা সব পথের বাঁক!

23. নীল আকাশের সবুজ দেশের স্বপ্ন ছোঁয়া রূপ- কথা! মন হারিয়ে পাগলপারা আমি রই অসীম তথা।

24. আমি দাঁড়িয়ে আছি উদাস চোখে চেয়ে! আকাশ পানে কখন এসেছে স্বপ্ন বেয়ে!

25. আকাশের দিকে তাকিয়ে মেঘের আস্তে আস্তে সরে যাওয়া দেখতে দেখতে অন্যরকম ভালোলাগা কাজ করে।

26. মন ছুঁয়ে যায় দূর দিগন্তে নীল আকাশের পারে! পাহার দেশের আবেগসুধা ডাকছে বারে বারে।

27. নীরব রাতের শূন্য বুকে নীলচে আকাশ খামে! উড়ো চিঠি ডাক দিয়ে যায়,, ভালোবাসার নামে।

28. তুমি আকাশের বুকে বিশালতা! আমার হাসির আড়ালে থাকে বিষন্নতা।

29. পরের জন্মে সমুদ্র হবো,, কিনারা শেষে মিলবে আকাশ- প্রেম হবে মেঘের সাথে..!!

30. আকাশ থেকে বৃষ্টি নামলে থেমে যায়! কিন্তু মানুষের চোখে বৃষ্টি নামলে সহজে থামতে চায় না।

আকাশের দিকে তাকাও, তাহলেই তুমি রংধনু খুঁজে পাবে! না হলে তোমার জীবন অন্ধকারেই থেকেই যাবে। এখানে দেওয়া আকাশ নিয়ে উক্তি গুলিকে ক্যাপশন হিসাবে ব্যবহার করুন।

31. মেঘলা আকাশ…. ঝোড়ো বাতাস বৃষ্টি ঝরুক তোমার নামে..!! শব্দেরা না হয় থাকুক বন্দী যত্নে রাখা গোপন খামে।

32. আমি যেখানে আকাশ দেখি, তুমি দেখো ধূসর মেঘ…! আমি যাকে ভালোবাসা বলি,,, তুমি বলো মিথ্যে আবেগ…!!

33. আকাশের নীল মায়ায় আর সবুজের দিগন্তে মন হারিয়ে যায় বারবার!

34. দিগন্তে হেলেপড়া সাদা নীল আকাশের পিছু ছুটে ছুটে আজ আমি ক্লান্ত!

35. নীল আকাশের নীচে এই পৃথিবী; আর পৃথিবীর পরে ওই নীল আকাশ! তুমি দেখেছো কি…

36. নীল আকাশের মেঘ আমি,, আকাশের নীলে নীলে ভাসি….!! রোদ্র ছায়ার খেলায় আমি মাঝে মাঝে অদ্ভুত হাসি।

37. হাত বাড়িয়ে আমি আকাশ ছুঁতে যাই,, কিন্তু আমার আর আকাশ ছোঁয়া হয় না!

38. মেঘলা আকাশ একলা আমি একলা আমার মন! ভাবছি কবে তুমি হবে আমার আপনজন।

39. তোমার জন্য আকাশ মেঘলা, তোমার জন্য বৃষ্টি! তোমার জন্য পাপী মনে আমার আবেগ সৃষ্টি!

40. প্রিয় মানুষটির পাশে থাকা মানে; এক আকাশ সমান ভালোবাসার সমতুল্য।

41. কান্না পেলে কেঁদে নিও! জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়।

42. মাথার উপরে যে শূন্যতা তার নাম আকাশ! আর বুকের ভেতর যে শূন্যতা তার নাম দীর্ঘশ্বাস!

43. আকাশের ঐ নীল রঙে আর ঐ নীল নদীর তীরে,, গান ধরি নতুন এক সুরে!! মিশে যাই গোধুলীর দিগন্তে।

44. বিষাদ মানে চোখের মাপে আকাশ খোঁজা; বিষাদ মানে একলা থাকার ভীষণ সাজা।

45. উড়তে চাই ডানা মেলে আকাশের এই বিশালতায়! কিন্তু পায়ে যে নিয়মের শিকল বাঁধা।

46. হোক না দূরত্ব হাজার মাইলের…!! এক আকাশের নিচেই তো আছি।

47. আমার ভেতর আমি শূন্য! তোমায় দেবো কি?মুক্ত আকাশ দিলাম তোমায়,, হও তুমি সুখী।

48. আমি রোজ নিয়ম করে খোলা মাঠে দৌড়ে যাই! কারন ঐ জায়গা থেকে আমি নিজের মতো আকাশ দেখতে পারি।

আকাশ নিয়ে উক্তি গুলি কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *