50 টি সেরা বৃষ্টি নিয়ে উক্তি এবং ক্যাপশন

বৃষ্টি নিয়ে উক্তি

এখানে কিছু বৃষ্টি নিয়ে উক্তি (Rain quotes) তুলে ধরা হল। আশাকরি এই সমস্ত উক্তি গুলি আপনাদের ভালো লাগবে। এখানে দেওয়া বৃষ্টি নিয়ে উক্তি গুলিকে ক্যাপশন হিসাবে ব্যবহার করতে পারেন।

তাহলে চলুন আর দেরী না করে, বৃষ্টি নিয়ে উক্তি এবং ক্যাপশন গুলি পড়ে নেওয়া যাক।

বৃষ্টি নিয়ে উক্তি ক্যাপশন

1. শহর জুড়ে বৃষ্টি নামুক! তুমি খুঁজে নিও ঠাই!প্রতিটি বৃষ্টি কণায় লেখা থাকুক; শেষ অবধি তোমাকে চাই।

2. আকাশ থেকে বৃষ্টি নামলে থেমে যায়; কিন্তু মানুষের চোখে বৃষ্টি নামলে সহজে থামতে চায় না।

3. যদি কখনো দেখো আকাশে কালো মেঘ জমে প্রচন্ড রকমের বৃষ্টি হচ্ছে, তাহলে বুঝে নিও আমি ভালো নেই!

বৃষ্টি-নিয়ে-উক্তি

4. সেই বৃষ্টি আজও তোমায় তেমনি ভালোবাসে, এক পশলাই তুমিও ভিজলে আমার জ্বর আসে।

5. বৃষ্টির প্রতিটি ফোঁটায় আমি তোমায় অনুভব করি! তাই বৃষ্টি আমাকে ছুঁলে মনে হয় তুমিই আমায় ছুঁয়ে দিলে।

6. যদি বৃষ্টি হতাম…তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম! চোখে জমা বিষাদটুকু এক নিমেষে ধুয়ে দিতাম।

আরও পড়ুন- 50 টি সেরা হাসি নিয়ে উক্তি এবং ক্যাপশন

7. শ্রাবনে ওই বৃষ্টি ধারায়, আজ শুধু তোমাকে খুঁজে বেড়াই..!! যদিও তুমি অনেক দুরে; তবুও রেখেছি তোমায় মন পাঁজরে।

বৃষ্টি-নিয়ে-উক্তি-ক্যাপশন

8. বৃষ্টি তুমি ছুঁয়ে দাও তারে! প্রতিটা ফোঁটায় আমি অনুভব করি যারে।

9. কাঁচের গায়ে বৃষ্টি ফোঁটা জলছবি আর আঁকবে না জমানো অনেক গল্প ছিলো থাক !!!! তুমি বুঝবে না

10. বৃষ্টি তুমি আবার নামও আমার শহর জুড়ে, কষ্ট গুলো ধুয়ে দাও নিজের মতো করে।

11. যদি ডেকে বলি, এসো হাত ধরো চলো ভিজি আজ, বৃষ্টিতে! এসো গান করি মেঘমাল্লার করূণাধারার দৃষ্টিতে।

12. তুমি আমার প্রিয় থেকে অনেকটা বেশী প্রিয়! ভালোবাসার বৃষ্টি হয়ে আমায় ভিজিয়ে নিও।

বৃষ্টি-নিয়ে-ক্যাপশন

13. বৃষ্টির সন্ধ্যে; কফি কাপে এক চুমুকে, প্রাক্তন তুমি সঙ্গী; সাথে হেডফোন, নিকোটিন টানে আবেগগুলো একলা ঘরে বন্দি!

14. মেঘলা আকাশ কাজের ছুটি বৃষ্টি বাদল দিনে! তোমার সাথে ভিজতে চাওয়ার অসুখ আনি কিনে।

15. বেলা অবেলা তুমি বৃষ্টি হয়ে এসো আমায় স্পর্শ করার ছলে, আমি না হয় ছাতা ছাড়া অপেক্ষা করবো ঐ কদম গাছটার তলে!

16. নীল আকাশ ভাসছে দেখো; কালো মেঘের ভেলায়। এই বুঝি বৃষ্টি এলো; ভর দুপুর বেলায়।

17. মেঘলা আকাশ ঝোড়ো বাতাস বৃষ্টি ঝরুক তোমার নামে; শব্দেরা না হয় থাকুক বন্দী যত্নে রাখা গোপন খামে!

বৃষ্টি-নিয়ে-কবিতা

18. তুমিও ফের আসতে পারো, সহসা বৃষ্টির মতো!এক নিমেষের শান্তি দিতে, ভুলিয়ে দিতে ক্ষত।

19. বৃষ্টিকে যদি ভালোবাসতাম হয়তো এতো জল উপহার পেতাম না; যতোটা জল পেয়েছি তোমাকে ভালোবেসে।

20. নাইবা আমি সাগর হলাম মেঘ করবে বলে! বৃষ্টি হলেও হারিয়ে যেতাম অথৈ সাগর জলে।

21. তোমার অনুভূতির এক পশলা বৃষ্টি আমাকেও দিও..!! আমিও ভিজতে চাই তোমার ভেজা অনুভূতিতে।

22. শহরতলীতে হঠাৎ করেই বৃষ্টি নেমে আসুক; বৃষ্টির কণা মেঘবালিকার চুল বেয়ে চরণে পড়ুক!

23. অর্ধেক আকাশ চাই না আমি, পুরো আকাশটা তোমারি থাক..!! ঝলমলে রোদ তোমায় দিলাম… বৃষ্টি হলে খানিক দিও ভাগ।

24. একদিন বেশ মেঘ করুক, বৃষ্টি নামুক বেশ জোরে! দুঃখ যত বিকিয়ে দেবো জলের সাথে, জলের দরে।

25. মেঘেরা কেঁদেছে, বৃষ্টি নেমেছে, নষ্ট হয়েছে কত নীড়! চোখ তুলে দেখ শ্রাবণ ডাকছে, যা ভিজিয়ে না তোর শরীর।

26. টিপ টিপ বৃষ্টি পড়ে, তোমার কথা মনে পড়ে! এই মন না রয় ঘরে, জানি না তুমি আসবে কবে!

27. মন ভাসে তার স্বপ্ন নিয়ে, মেঘ ভাসে তার ইচ্ছেতে! চল না আজ একটু ভিজি ক্ষণিকের এই বৃষ্টিতে।

28. আজ হঠাৎ করে বৃষ্টি এল, ভিজে গেল মন; ভিজে গেল স্বপ্ন গুলো, ভিজল চোখের কোণ!

29. বৃষ্টি তুমি আরো কিছুক্ষন থাকো না আমার পাশে; শরীর মন জুড়িয়ে নেই একটু এক নিঃশ্বাসে।

30. বৃষ্টি শুধু আকাশ থেকে ঝরে না, মাঝে মাঝে কিছু মানুষের চোখ থেকেও ঝরে!

আমরা প্রায় সবাই বৃষ্টি ভালোবাসি! বিশেষ করে বৃষ্টিতে ভিজতে। বৃষ্টির সময় যদি প্রিয় মানুষটি পাশে থাকে তাহলে মনটা খুশীতে ভরে ওঠে। এখানে দেওয়া বৃষ্টি নিয়ে উক্তি গুলিকে ক্যাপশন হিসাবে ব্যবহার করুন।

31. দ্বিধার মেঘে ছেয়ে গেছে তোমার চোখ তোমাকে হারাবার আগে আমি চাইছি… আজ খুব করে বৃষ্টি হোক।

32. কষ্টের মেঘ গুলো বৃষ্টি হয়ে ঝরে; এই শহরে সবুজ পাতার হলুদবর্ণ দেয় যে নিমিষে সরিয়ে!

33. সারা দাও কোথায় তুমি এখন পুরো প্রেমের মাস; বৃষ্টি ভেজা স্বপ্ন দেখুক উপেক্ষার মরা ঘাস।

34. ঝুম বৃষ্টির ছন্দে মেতে পাখিরা সব চুপ,,, ইচ্ছে করে বৃষ্টি জলে দেই না হয় ডুব!

35. বৃষ্টি আমাকে ছুঁয়ে যায়! কিন্তু কষ্ট কেন ধুয়ে যায় না।

36. এই মেঘলা ঘরে একলা দিনে থাকে না তো মন…!! বৃষ্টি হলে খবর দিয়ো হাঁটবো দু’জন একসাথে।

37. আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম…

38. বৃষ্টিহীন দিনের ঘুমহীন রাত্রি; তারাহীন আকাশের দিশাহীন যাত্রী!!

39. সেদিন বৃষ্টি ছিলোনা, ছিলোনা মেঘ আকাশে! প্রথম দেখেছিলাম তোমায়…. শরতের রোদ মাখা স্নিগ্ধ কোমল বাতাসে।

40. আকাশ আজ মেঘলা ভীষন, জানালা জুড়ে নিম্নচাপ! আমার ঘরে ঝাপসা স্মৃতি স্বভাবতই মন খারাপ।

41. বৃষ্টি যতোটা কাছে, ঠিক ততোটা কাছে আমি তোমাকে চাই।

42. বৃষ্টি কিংবা কবিতা- দুই’য়ে মিলেই তুমি তিলোত্তমা!

43. আকাশ কালো বৃষ্টি আসায় মন খারাপ করে ছিলাম..!! এমনও তো বৃষ্টি সেদিন প্রথম প্রেমে পড়েছিলাম।

44. চোখ তো মেঘ নয়, তবুও কেনো বৃষ্টি ঝরে!

45. তুমি যদি বৃষ্টি হও, তবে এক নিমেষেই নিজেকে ভিজিয়ে নেবো।

46. তুমি মেঘ আমি বৃষ্টি***তোমার জন্য আমার সৃষ্টি।

47. আমি ছিলাম বৃষ্টি..! তুমি মেঘের গর্জন শুনে পালিয়েছিলে।

48. একলা দুপুর রোদের হাসি, বৃষ্টি মেঘের আনা গোনা..!! ভিজবো আমি তোমায় নিয়ে; কেটে যাবে পুরো বেলা।

বৃষ্টি নিয়ে উক্তি গুলি কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *