30 টি সেরা ভালোবাসার প্রেমের কবিতা ছন্দ স্ট্যাটাস

প্রেমের কবিতা

এখানে কিছু প্রেমের কবিতা (Love poem) তুলে ধরা হলো। আশাকরি এই কবিতা গুলি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এখানে উল্লেখিত ভালোবাসার প্রেমের কবিতা ছন্দ গুলি মনের মানুষদের কে পাঠাতে পারেন। তাহলে তারা আপনাদের প্রতি অনেক খুশী হবেন।

তাহলে চলুন আর দেরী না করে, প্রেমের কবিতা গুলি পড়ে নেওয়া যাক।

প্রেমের কবিতা

(1)
তুমি আমার দুঃখের ভেলায়,
সুখের পরশবুলি।
তুমি আমার নিঝুম রাতের,
একাকিত্বের সাথী।
তুমি আমার জীবনের,
সকল সুখের আশা।
তোমাকে নিয়েই আমার,
জীবনের পথ চলা।

(2)
আকাশের মেঘ তুমি,
শ্রাবণের বৃষ্টি!
হৃদয়ের সুখ তুমি,
বিধাতার সৃষ্টি!
শরতের ফুল তুমি,
হৃদয়ের হাসি!
মন চায় তোমাকে,
আরো ভালোবাসি!

(3)
সহজ জুড়ে বৃষ্টি আজ,
ভিজতে ভালো লাগে!
তোমার কথা মনে পড়ে,
রাগে অনুরাগে!
একলা তুমি বসে আছো,
জানালা আছে খোলা!
আমার সেই বন্ধু তুমি,
যায় না যারে ভোলা!

(4)
যত দূরে যাও না কেন,
থাকবো তোমার পাশে।
যেমন করে শিশিরবিন্দু,
জড়িয়ে থাকে ঘাসে।
সকল কষ্ট মুছে দেবো,
আনবো মুখে হাসি।
হৃদয় থেকে বলছি তোমায়,
অনেক ভালোবাসি।

ভালোবাসার-কবিতা

(5)
মনটা দিলাম তোমার হাতে,
যতন করে রেখো।
হৃদয় মাঝে ছোট্ট করে,
আমার ছবি এঁকো।
স্বপ্ন গুলো দিলাম তাতে,
আরও দিলাম আশা।
মনের মতো সাজিয়ে নিও,
আমার ভালোবাসা।

(6)
শান্ত নদীর ঢেউয়ের মাঝে,
মনটা শুধু তোমায় খোঁজে!
বসে আছি তাই নদীর তীরে,
কতো যে স্বপ্ন তোমায় ঘিরে!
তুমি শুধু আমার হবে,
সব সময় আমার পাশে রবে!

ভালোবাসার-ছন্দ

(7)
ঘুমা আমার বুকের কাছে,
আদর ভরা আলিঙ্গনে।
একটা আকাশ দিলাম তোকে,
চুপটি করে সঙ্গোপনে।
ঘুমিয়ে যা তুই এইখানেতে,
মেঘের দেশে চাঁদের কোলে।
পরীর দেশের স্বপ্ন দিলাম,
তোকে ভালোবাসি বলে।

(8)
মিষ্টি চাঁদের মিষ্টি আলো,
বাসি তোমায় অনেক ভালো।
মিটি মিটি তারার মেলা,
দেখবো তোমায় সারাবেলা।
নিশিরাতে শান্ত ভুবন,
চাইবো তোমায় সারাজীবন।

প্রেমের-কবিতা

(9)
হৃদয় জুড়ে আছো তুমি,
সারা জীবন থেকো!
আমায় শুধু আপন করে,
বুকের মাঝে রেখো!
তোমায় ছেড়ে যাবো না তো,
আমি খুব দূরে!
ঝড় তুফান যতই আসুক,
আমার জীবন জুড়ে!

(10)
পথের পানে চেয়ে থাকি,
মনের মাঝে তোমায় দেখি,
কবে তুমি আসবে কাছে,
আমায় নেবে আপন করে!
মিটবে আমার মনের আশা,
শেষ হবে সব প্রতীক্ষা।

আরও পড়ুন- 30 টি সেরা ভালোবাসার ছন্দ স্ট্যাটাস এসএমএস

(11)
নিঝুম রাতের তারার হাসি,
মিষ্টি হাওয়া বাজায় বাঁশি!
চাঁদের আলো ঝিলিমিলিয়ে,
হাসছে নিশি খিলখিলিয়ে,
ইচ্ছে আমার দিলাম লিখে,
স্বপ্ন আসুক তোমার চোখে!

(12)
ভালবাসার বাধনে যখন,
বেধেছো তুমি মোরে!
কি করে বল থাকে মন,
আমার বুকের ভিতরে!
বারে বারে সে ছুটে যায়,
তোমার মনের কাছে!
রাখতে তোমায় চায় যে সে,
আমার বুকের মাঝে!

প্রেমের-ছন্দ

(13)
তোমার মুখের হাসিটুকু,
লাগে আমার ভালো!
তুমি আমার ভালোবাসা,
বেঁচে থাকার আলো!
রাজার যেমন রাজ্য আছে,
আমার আছো তুমি!
তুমি ছাড়া আমার জীবন,
শুধু মরুভুমি!

(14)
তুমি আমার রাতের তারা,
বাঁকা চাঁদের হাসি।
তুমি আমার স্বপ্ন-ঘুম ভাঙা,
ভোরের গানের পাখি।
তুমি আমার সোনালি সূর্যের,
পূব আকাশের আলো।
তোমায় যেন কি কারণে,
লেগেছে অনেক ভালো।

(15)
তোমার জন্য মেঘ গুলো,
ভেসে যাচ্ছে আকাশে!
তোমার জন্য স্বপ্ন ঘুড়ি,
উড়ছে ভেসে বাতাসে!
তোমার জন্য আছে আমার,
বুক ভরা ভালোবাসা!
এই কথা জানে শুধু,
আমার বিধাতা!

(16)
তুমি যদি হও নীলকন্ঠ পাখি,
আমি হব ডানা!
অচিন দেশে পাড়ি দেবো,
শুনবো না কারো মানা।

(17)
তুমি একা হলে,
আমায় দিও ডাক।
গল্প করবো তোমার সঙ্গে,
আমি সারারাত!
তুমি যদি কষ্ট পাও,
আমায় দিও ভাগ।
তোমার কষ্ট শেয়ার করব,
হাতে রেখে হাত।

(18)
স্বপ্নে তোমার আসা-যাওয়া
স্বপ্নে তোমার বাড়ি!
তোমার জন্যে সত্যি বলছি
জীবন দিতে পারি!
বাস্তবে কি আসবে তুমি
ধরবে আমার হাত?
তোমায় ভেবেই কাটছে আমার
সকাল-সন্ধ্যে-রাত!

(19)
ফুলেতে যেমন গন্ধ থাকে,
সুরেতে যেভাবে ছন্দ থাকে,
তেমনি করে আমরা দুজন
মিশে থাকবো সারাটা জীবন!

(20)
রূপ কথার রানী তুমি,
দু’নয়নের আলো!
সারাজীবন তোমায় আমি,
বেসে যাবো ভালো।
তুমি আমার রাত জাগা,
সুন্দর একটি পাখি।
তোমায় ছারা প্রিয় আমি,
কেমন করে থাকি।

(21)
এ মিলন রাত
শুধু তোমার আমার।
বসন্ত বাতাস আজ
খুলে দেবে হৃদয়ের দ্বার।
তুমি আর আমি শুধু
রবো কাছাকাছি।
হৃদয়ের কথা হবে
বসে পাশাপাশি।

(22)
দিন সুন্দর সূর্য উঠলে,
রাত সুন্দর চাঁদ উঠলে,
বাগান সুন্দর ফুল ফুটলে,
আর জীবন সুন্দর,
তোমার মত জীবনসঙ্গী থাকলে।

(23)
সবই কিছু বোঝো তুমি,
তবু অবুঝ হয়ে থাকো!
তোমায় ছেড়ে আর যে আমি,
থাকতে পারি নাগো।

প্রেমের কবিতা গুলি কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।

Comments are closed.