নীচে 100+ love sms bangla (ভালোবাসার এসএমএস) দেওয়া হলো। এই sms গুলি আপনি আপনার মনের মানুষকে পাঠান। তাহলে সে আপনাকে আরও বেশী বেশী করে ভালোবাসবে এবং আপনাদের সম্পর্ক আরও মজবুত হবে।
best love sms bangla ( সেরা ভালোবাসার এসএমএস)
নীচে দেওয়া best love sms bangla বা সেরা ভালোবাসার এসএমএস গুলি ভালোবাসার মানুষকে পাঠাতে পারেন। তাহলে সে আপনার প্রতি আরও বেশী করে আকৃষ্ট হবে।
1.তুমি আমার দৃষ্টি সীমার বাইরে হতে পারো, কিন্তূ আমার হৃদয় থেকে দূরে নয়। তুমি আমার নাগালের বাইরে যেতে পার, কিন্তূ আমার মন থেকে নয়। কারণ আমি তোমার কাছে কিছু না হতে পারি, কিন্তু তুমি আমার জীবনের সবকিছু।
2.যদি পৃথিবীর সব গোলাপ প্রতিদিন একটা করে তোমাকে দিয়ে বলি আমি তোমাকে ভালোবাসি, তবে সব গোলাপ শেষ হয়ে যাবে..তবুও আমার ভালোবাসা শেষ হবে না। হয়তো আজও আমার ভালোবাসার গভীরতা বুঝতে পারো নি।
3.আমি চাই তোমার শক্তি হয়ে উঠতে…তোমার দুর্বলতা নয়। আমি চাই তোমার হাসি হয়ে উঠতে…অশ্রু নয়। আমি চাই সবসময় তোমার সাথে থাকতে…দুরে যেতে নয়। কারণ আমি তোমাকে ভীষণ ভালোবাসি।
4.আজও আমাদের সম্পর্কের এতোদিন হয়ে যাওয়ার পরেও যখনি আমি তোমাকে দেখি, আমার হৃদস্পন্দন যেন আগের চেয়ে দ্বিগুন হয়ে যায়। আর আমি ভুলে যাই চোখের পাতা ফেলতে!
আরও পড়ুন- ভালোবাসার ছন্দ: এগুলির দ্বারা প্রিয়জনের মন জিতে নিন
5.আমার এই চোখ দুটি সবসময় তোকে দেখতে চায়। আমার ইচ্ছেরা শুধু তোকে ছোঁয়ার আশায় থাকে। আর আমার স্বপ্নেরা শুধু তোর ভালোবাসার আশায় থাকে।
6.আমার জীবন যদি গোলাপ হয়…তার সুগন্ধ হলে তুমি..যার থেকে সেই গোলাপের কাঁটাগুলো সহ্য করার ক্ষমতা পাই আমি।
7.আমি তোমাকে খুব ভালোবাসতে চাই, তার বিনিময়ে আমি কিছু চাই না। শুধু চাই তোমার হৃদয়ে একটু জায়গা, যেখানে থেকে আমি সারাজীবন তোমাকে ভালোবেসে যাবো।
8.আজ সকালে ঘুম ভেঙে আপন মনেই হঠাৎ হেসে উঠলাম…মনে মনে কারণ খুঁজতে গিয়ে বুঝলাম আমি তোমার কথা ভাবছিলাম…মিস ইউ।
9.আমি জানি না আমি তোমাকে কতোটুকু ভালবাসি…কিন্তু এটুকু জানি, আমি আমার চেয়ে তোমাকে বেশী ভালোবাসি।
10.আমি জানি না ভালোবাসা কাকে বলে…যেটা আমি জানি তা হল আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না…আই লাভ ইউ।
11.আমি আমার জীবনকে ভালোবাসি। কারণ আমার জীবন আমাকে দিয়েছে তোমায়। আমি তোমাকে খুব ভালোবাসি। কারণ তুমিই আমার জীবন।
12.আমি তোমাকে চাই কল্পনাতে নয়, বাস্তবে। আমি তোমাকে চাই, ছলোনাতে নয়, ভালোবাসায়। আমি তোমাকে চাই, আমার মতো করে নয়, তোমার মতো করে। আমি তোমাকে চাই ক্ষণিকের জন্য নয়, চিরদিনের জন্য।
13.আমি প্রতিদিন অন্তত তিনবার করে প্রেমে পড়ি..কিন্তু অদ্ভুত ব্যাপারটা হচ্ছে প্রতিবারই আমি তোমার প্রেমে নতুন করে পড়ি।
আরও পড়ুন- স্বপ্ন নিয়ে উক্তি: আজ থেকে স্বপ্ন দেখতে শিখুন
14.তোমার সব সমস্যা আমি মিটিয়ে দেব এমন কথা আমার পক্ষে দেওয়া হয়তো সম্ভব নয়। কিন্তু কথা দিতে পারি যে তোমার সব সমস্যায় তুমি আমায় তোমার পাশে পাবে।
15.একটু ভালোবাসা দিবি? যে ভালোবাসায় থাকবে না কোন দুঃখ, থাকবে না কোনও না পাওয়ার যন্ত্রনা, থাকবে না মায়া কাঁন্না। থাকবে শুধু সীমাহীন অনুভূতি। যেই অনুভূতি কে সাথী করে কাটিয়ে দিবো সারাটা জীবন।
16.একটা হৃদয় খুজেছি মনের মতো। একটা মন চেয়েছি ছাদের মতো। একটু সুখ খুজেছি পাখির মতো। একটা ভালোবাসা খুজেছি ঠিক তোমার মতো।
17.এখনও অবধি তোমার সাথে কাটানো সব মূহুর্তগুলো আমার কাছে স্মরণীয়…তবুও আমার বিশ্বাস, সেরা মূহুর্তটা এখনও আসা বাকি।
18.ভগবান তোমাকে শুধু আমার জন্য বানিয়েছে। তুমি আমার ছাড়া আর কারোর হলে, আমি নিশ্চিত মরে যাবো তুমি দেখে নিও।
19.চাঁদ কে ভালোবাসি রাত পর্যন্ত, সূর্য কে ভালোবাসি দিন পর্যন্ত, ফুল কে ভালোবাসি সুভাস পর্যন্ত, কিন্তু তোমাকে ভালোবেসে যাবো আমার শেষ নিশ্বাস পর্যন্ত।
আরও পড়ুন- ভালোবাসার উক্তি: আপনাকে ভালোবাসতে শেখাবে
20.যদি এমন কাউকে পেতাম যে আমাকে অন্তর দিয়ে ভালোবাসবে, যার সব ভালোবাসা আমায় ঘিরে থাকবে। তবে আমি এই পৃথিবীর বিনিময়েও তাকে হারিয়ে যেতে দিতাম না।
21.অনেক প্রার্থনা করে পেয়েছি তোমায়। অনেক যত্ন করে রেখেছি তোমায়। তোমাকে ভোলার কথা ভাবতেই পারি না, কারণ ভাগ্যের রেখা থেকে ছিনিয়ে এনেছি তোমায়।
22.যদি বলো তোমার কথা মনে পড়ে কত বার? আমি বলবো চোখের পাতা নড়ে যতোবার..যদি বলো তোমায় ভালোবাসি কত? আমি বলবো আকাশে তারা আছে যতো।
23.যদি ভালোবাসাটা একটা গল্পের বই হত, তাহলে আমরা হয়তো এর প্রথম পৃষ্ঠাতেই দুজন দুজনের দেখা পেয়ে যেতাম।
24.আমি মেঘের মতো চেয়ে থাকি, চাঁদের মতো হাসি, তারার মতো জ্বলে থাকি, বৃষ্টির মতো কাঁদি, দূর থেকে আমি শুধু তোমার কথা ভাবি।
25.তোমায় আমি বলতে চাই, তুমি ছাড়া প্রিয় আর কেহ নাই। ভালোবাসি শুধু তোমায় আমি, জনম জনম ভালোবাসতে চাই।
26. তোর সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার কাছে একটা সুন্দর স্বপ্নের সত্যি হয়ে যাওয়া বই কিছুই না।
27.তুমি আছো আমার হৃদয়ে এবং থাকবে সারা জীবন…কখনো যদি না পাই তোমাকে হবে আমার মরণ।
28.আমি আমার সমগ্র জীবনের বিনিময়ে তোমাকে চেয়েছিলাম। তোমাকে পেয়েছি। পৃথিবীর কাছে আমার আর কিছুই চাইবার নাই।
29.তুমি আমার জীবনের সবচেয়ে মিষ্টি সেই স্বপ্ন। যেটা সত্যি হয়ে আমার জীবনটাই বদলে গেছে..থ্যান্ক ইউ…লাভ ইউ সোনা।
30.তুমি আমাকে সুখ দিয়ে নিজে কেন দুঃখ পাও। জানোনা তুমি দু:খ পেলে আমিও দুঃখ পাই।
31.তুমি আমার সব না পাওয়ার মধ্যে একমাত্র পাওয়া, যদি কখনো হারাতে হয় তোমাকে, সেইদিন আগে নিজেকে দুনিয়া থেকে হারিয়ে ফেলবো।
32.বড় ইচ্ছে করছে আজকে, তোর হাতটা ধরে হাঁটতে। বড় ইচ্ছে করছে আজকে, তোকে শুধুই ভালোবাসতে।
আরও পড়ুন- কষ্টের স্ট্যাটাস: মনের গভীর থেকে বেরিয়ে আসা স্ট্যাটাস
33.তুমি সেই কারণ যার জন্যে আমার রাত কাটে বিনিদ্র, আর দিন কাটে তোমার ভাবনায়…লাভ ইউ।
34.তুমি সেই স্বপ্নপরী যাকে নিয়ে স্বপ্ন দেখি। তুমি সেই অনুভুতি যাকে আমার মন অনুভব করে। তুমি সেই প্রেমিকা যার ভালোবাসার ছন্দ প্রেমিক আমি।
35.বছরের পর বছর চলে যাবে, চোখের অশ্রু শুকিয়ে যাবে, কিন্তু তোমার আমার ভালোবাসা কখনোই শেষ হবে না।
36.নিজেকে আজ তোর মধ্যে হারিয়ে ফেলতে চাই..নিজের মনটাকে তোর শরীরেও অনুভব করতে চাই, তোর কাছে এসে, তোর ঠোঁট ছুয়ে আজ আমি ভালোবাসাকে আপন করে নিতে চাই।
37.বাঁচতে গেলে আমার হৃত্স্পন্দন লাগবে..হৃত্স্পন্দনের জন্যে লাগবে হৃদয়..আর হৃদয়ের জন্যে লাগবে খুশী। কিন্তু খুশীর জন্যেই আমার প্রয়োজন তোমাকে।
38.ধীরে ধীরে তুমি আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছো। প্রথম দেখাতে আমি ভাবতেও পারি নি যে, আমি তোমায় এতো আপন করে পাবো।
39.তুমি জানো না, তোমার ছোটো ছোটো কথায় কতোবার যে তোমায় নতুন করে ভালোবেসেছি। ভালোবাসো কথাটি শোনার জন্য কত রাত অপেক্ষা করেছি। তুমি বোঝোনি তোমার অবহেলাতেও আমি ভালোবাসা খুঁজেছি।
40.কখনো কখনো আমি তোমার দিকে শুধু তাকিয়ে ভীষণভাবে বাকরুদ্ধ হয়ে যাই! তার কারণ শুধু তোমার সৌন্দর্য্য নয়, আমাকে অবাক করে এই ভাবনাটা যে, আমি এতোদিন যা যা চেয়ে এসেছি সে সব কিছু আমার সামনে আজ রয়েছে।
famous love sms bangla (বিখ্যাত ভালোবাসার এসএমএস)
নীচে দেওয়া famous love sms bangla বা বিখ্যাত ভালোবাসার এসএমএস গুলি আপনার মনের মানুষকে পাঠান। তাহলে সে আপনাকে ছেড়ে কখনো যাবে না।
1.আমাদের সম্পর্ক টম এবং জেরির মতো। আমরা একে অপরকে জ্বালাতন করি, একে অপরকে তাড়া করি, একে অপরের সাথে রাগ করি, একে অপরকে বিরক্ত করি। কিন্তু আমরা একে অপরকে ছাড়া বাঁচতে পারি না।
2.হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক দূরে, যেখানে রয়েছে তোমার ভালোবাসার সূখের নীড়। আর সেই নীড়ে কাটিয়ে দিতে চাই শত জনম। আমি কল্পনার সাগরে ভেসে চলে যাবো, যাবো তোমার হৃদয় সৈকতে, তুমি দিবে না ধরা?
3.প্রতিটি ক্ষণ শুধু তোমায় নিয়ে ভাবি, জানি তুমি অনেক দূরে আছো, তবুও তোমায় কাছে পাওয়া আশায় থাকি। ভালোবাসা এমনই, কখনো কাউকে ভুলে থাকা যায় না, সে যতই দূরে থাকুক।
4.তোমাকে ভালোবাসা আমার দুর্বলতা নয়, এটি আমার বৃহত্তম শক্তি এবং আমার সবচেয়ে বড় আত্মবিশ্বাস। যদি পাশে থাকো তাহলে সবকিছুই জয় করে নেবো।
5.তুমি বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে মনে হয়- আকাশের বুকে যেন জল ছবি একে যায়। তুমি হাসলে বুঝি মনে হয়, স্বপ্ন আকাশে পাখি ডানা মেলে দেয়।
6.ইচ্ছে করে আজ তোমায় ভালোবাসতে, আজ ইচ্ছে করে মন খুলে তোমার সাথে হাসতে, ইচ্ছে করে আজ আকাশের তারা গুনতে, আজ ইচ্ছে করে বসে বসে তোমার কথা শুনতে।
7.আমার ফোনে তোমার মেসেজ আসলে ফোন ভাইব্রেট হোক বা না হোক। আমার হৃদয় ঠিকই ভাইব্রেট হয়ে যায়।
8.আমি নিঃশ্বাস নেওয়ার কথাও হয়তো ভুলে যেতে পারি। বাট তোমার কথা ভুলে যাওয়া অসম্ভব।
9.আমি কিছুই চাই না। শুধু চাই তোমার হৃদয়ের একটু খানি জায়গা। যেখান থেকে আমি তোমাকে সারাজীবন ভালোবেসে যেতে চাই।
10.যতো ভালোবাসা পেয়েছি তোমার কাছ থেকে। দুষ্টু এই মন চায়, আরো বেশি পেতে। কি জানি, তোমার মধ্যে কি আছে। কেনো যে এ মন চায়, তোমাকে আরো বেশি করে কাছে পেতে।
11.আমাদের ভালোবাসা গোলাপের মতো, বসন্তে ফুল ফোটে। সময় বাড়ার সাথে-সাথে এটি বাড়তে থাকে। এটি সূর্যের মতো চিরন্তন। আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। আমি তোমাকে অনেক ভালোবাসি।
12.জীবন এক বিরক্তিকর অধ্যায়। তবুও পরবর্তী পরিচ্ছেদে তুমি আছো ভেবে পাতা উল্টাই।
13.জানিনা তুমি কে! আর কেনই বা ডাকি তোমাকে আমি! তোমার জন্য নিশি জাগি আর একাই বসে থাকি, তুমিতো অদেখা সেই স্বপ্ন, তুমি আমার কল্পনার রাজকুমারী।
14.তোমার স্বপ্ন না দেখে একটা রাতও ভাবতে পারি না, তোমার কথা না ভেবে একটা দিনও ভাবতে পারি না। তোমাকে ভালোবাসতে না পেরে এক মুহুর্তেরও চিন্তা করতে পারি না।
15.তুমি হয়তো জানো না আমার ভালো থাকার সবচেয়ে ভালো ওষুধটা তুমি।
16.কি জাদু করেছো জানিনা, তোমাকে ছাড়া কিছুই ভালো লাগে না।
17.আমি সত্যি খুবই ভাগ্যবান। ঈশ্বরের কাছ থেকে তোমার মতো একজনকে উপহার হিসেবে পাওয়া জন্য। পরজন্ম বলে যদি কিছু থাকে, তবে ঈশ্বর যেন আমার জন্য তোমাকে তুলে রাখে।
18.তোমাকে এক পলক দেখার মাঝে রয়েছে আকাশ সমান আনন্দ।
19.সম্পর্কের পূর্ণতা পাক আর না-পাক আমি তোমাকে ভালোবাসবো এবং তোমাকেই ভালোবেসে যাবো।
20.তুমি আমার জীবনে এমন ভাবে মিশে গিয়েছো যে, তোমাকে ছাড়া আমি প্রাণহীন হয়ে যাবো।
21.আকাশ ভরা তারা যেমন গোনা যাবে না, ঠিক তেমনি তোমার প্রতি আমার বুক ভরা ভালোবাসাও পরিমাপ করা যাবে না।
22.জীবনের শুরুটা হয়তো তোমার হাত ধরেই হয়নি। কিন্তু শেষটা তোমার হাত ধরেই করতে চাই।
23.কখনো হাসাও, কখনো খুব কাঁদাও, আবার কখনো এমন ভাবে ভালোবাসা দাও যেন পৃথিবীর সব সুখ তোমার মাঝে খুজে পাই।
24.শত ব্যস্ততার মাঝেও যাকে মিস করতে ভুলি না সে হলো তুমি।
25.তুমি না আসলে হয়তো জানতেই পারতাম না যে, আমিও কাউকে এতটা ভালোবাসতে পারি।
26.কতোটা ভালোবাসি তা জানি না, তবে অনলাইনে এসে প্রথমে তোমার মেসেজ টা চেক করি।
27.ভালোবাসি তোমায় আমি বোঝাবো কি করে, শুধু জানি তোমায় ছাড়া যাবো আমি মরে। গাছের পরান মাটি আর আমার পরান তুমি, তোমার জন্য পৃথিবীতে জন্ম নিলাম আমি।
28.মাত্র একশোটি দিনও যদি তুমি থাকো এই পৃথিবীতে, আমি চাইবো তার থেকে একদিন কম থাকতে..যাতে আমাকে একদিনও তোমাকে ছাড়া বাঁচতে না হয়।
29.জানি না ভালোবাসার আলাদা আলাদা নিয়ম আছে কিনা…তবে আমি কোন নিয়মে তোমাকে ভালোবেসেছি তাও জানিনা…শুধু এইটুকু জানি আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি।
30.হৃদয় ভালোবাসা ছাড়া শূন্য…বুদ্ধি ছাড়া মন শূন্য…স্বপ্ন ছাড়া চোখ শুন্য…আর তুমি ছাড়া আমি শূন্য।
31.জীবন সাথী হিসেবে আমি তোমাকে চাই। তোমাকে ছাড়া অন্য কাউকে প্রয়োজন নাই।
32.তোমার চেহারাটা নেশার চেয়েও খারাপ। একদিন না দেখলে কিছুই ভালো লাগেনা।
33.জীবনের সবচেয়ে দামি জিনিস পেয়েছি। আর সেটা হল তোমার ভালোবাসা।
34.সবাই খুশি চায়, আর আমি প্রতিটা খুশিতে তোমাকে চাই।
35.আমি আগে ভাগ্যে বিশ্বাস করতাম না। কিন্তু তোমাকে পাওয়ার পর থেকে আমি ভাগ্যকে বিশ্বাস করতে শুরু করেছি।
36.আমি সব পারবো, শুধু তোমার সাথে কথা না বলে থাকতে পারবো না।
37..মানছি ফুল সুন্দর। কিন্তু কিছু কিছু মানুষ ফুলের থেকেও সুন্দর। যেমন- তুমি।
38.তুমি কি জানো না আমি শুধুমাত্র বেঁচে আছি তোমার জন্য।
39.আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ।
40.কি আছে তোর মাঝে বুঝি না…শুধু অনন্ত কাল তোর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। ইচ্ছে করে সারা জীবন তোকে দেখি। কি অদ্ভুত ভালোবাসা…কি অদ্ভুত সম্পর্ক…সব কিছু ভুলে যাই যখন তোর ঐ মায়া ভরা মুখের দিকে তাকাই। আমি আমার নিজেকে হারিয়ে ফেলি তোর মাঝে…সত্যি রে।
new love sms bangla (নতুন ভালোবাসার এসএমএস)
নীচে দেওয়া new love sms bangla বা নতুন ভালোবাসার এসএমএস গুলি আপনজনকে পাঠাতে পারেন। তাহলে সে আপনাকে আরও বেশী বেশী করে ভালোবাসবে।
1.যতনে রেখেছি তোমায় আমারি বুকে…পারবেনা কেড়ে নিতে কেউ তোমাকে…কোথায় যাবো আমি কে আছে আমার…তুমি ছাড়া পৃথিবীটা এতই আধাঁর…এক পৃথিবী প্রেম আমি তোমাকে দেবো…জনমে-জনমে আমি তোমারি রবো।
2.ভগবান মানুষকে পৃথিবীতে পাঠায় বেঁচে থাকার জন্য। কিন্তু পৃথিবীতে এসে মানুষকে তার বেঁচে থাকার কারণ খুঁজে নিতে হয়। তাই হয়তো আমাকে ভগবান তোমার ঠিকানা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে।
3.ভয় তো আমার অনেক কিছুতেই লাগে। কিন্তু ভয় আমার সবচেয়ে বেশি লাগে যখন তোমাকে হারানোর কথা ভাবি। ভালোবাসার ব্যক্তিকে হারানোর মতো ভয় আর একটিও নেই।
4.জানিনা কতোটুকু ভালোবাসি তোমায়, শুধু বলবো আমার ভালোবাসার শেষ নাই। তুমি যদি এর সীমানা খুজতে যাও, তুমি নিজেই হারিয়ে যাবে আমার ভালোবাসায়।
5.তুমি আছো সারাক্ষন আমার প্রাণে..স্বপ্ন ভরানো মান অভিমানে। তুমি আমার জীবনের সুখের তিথী..হোয়োনা কখনও তুমি দুঃখের স্মৃতি।
6.বড় ইচ্ছা হয় তোমাকে সাথে নিয়ে একদিন পূর্ণিমার চাঁদ দেখবো। সেদিন চাঁদকে বলবো চাঁদ, দেখো আমার মনের মানুষটি তোমার চেয়ে কতো সুন্দর।
7.তোমাকে এতোটা ভালোবেসে ফেলেছি যে, চোখ বন্ধ করলে বারবার তোমার মুখটা মনে পড়ে যায়।
8.আমি তোমাকে তোমার মতো করে নয়, আমার মতো করে ভালোবাসতে চাই। খনিকের জন্য নয়, সারা জীবনের জন্য।
9.আমি চাই তুমি সব সময় ভালো থেকো, কারন আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি।
10.সবকিছুই সীমার মধ্যে থাকলে ভালো লাগে, কিন্তু আমি সীমাহীন ভাবে তোমাকে ভালোবাসি।
11.সুখ কাকে বলে জানিনা, তবে তোমার মুখটা দেখলে মনটা আনন্দে ভরে যায়।
12.তুমি না আসলে জানতেই পারতাম না, ভালোবাসা এতো সুন্দরও হয়।
13.ভালোবাসি তোমাকে, তাই সবসময় ভয় পাই এই ভেবে, কখনও তুমি হারিয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো?
14.কে বলে চাঁদকে স্পর্শ করা যায় না…আমি তো প্রতি দিনই তোমাকে ছুঁই।
15.স্বপ্নের শুরু তোমাকে দিয়ে, ভালো লাগার প্রথম মুহূর্ত গুলো তোমাকে নিয়ে। নিঃশব্দ রাত কাটে তোমার কথা ভেবে, তাই হয়তো এ মনের সব ভালোবাসা তোমায় ঘিরে।
16.এক জনম নয়, হাজার জনম তোমার সাথে বাঁচতে চাই।
17.শুধুমাত্র তোমার হাসিটা দেখার জন্য, কয়েক হাজার বছর এক নিমেষেই বেঁচে থাকা যায়। হোক সে হাসির কারণ অন্য কেউ…তবুও।
18.তোমায় আমি বলতে চাই, তুমি ছাড়া প্রিয় আর কেহ নাই। ভালোবাসি শুধু তোমায় আমি, জনম-জনম ভালোবাসতে চাই।
19.শুন্যতা অনুভব করা যদি ভালোবাসা হয়? তাহলে প্রতিটা সময় তোকে ভালোবাসি।
20.বিনা শর্তে..বিনা অর্থে..বিনা কারণে..তোমাকে ভালোবাসি।
21.জীবনে অনেক স্বপ্ন আছে, যেগুলি আমি তোমার হাত ধরে পূরণ করতে চাই।
22.মানুষ মানুষের জন্য, পাখি আকাশের জন্য, সবুজ প্রকৃতির জন্য, পাহাড় ঝর্নার জন্য, ভালোবাসা সবার জন্য, আর তুমি শুধু আমার জন্য।
23.ভালোবাসার অপর নাম যদি বিষ পান করা হয়। তাহলে তোমাকে ভালোবেসে হাজার বার সেই বিষ পান করতে চাই।
24.জীবনকে খুজতে গিয়ে তোমাকে পেয়েছি, নিজেকে ভালোবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি, জানতাম না কাকে বলে ভালোবাসা, শিখিয়েছ তুমি।
25.প্রশ্ন যতোই হোক, উত্তর তুমি! রাস্তা যেটাই হোক, লক্ষ্য তুমি। কষ্ট যতোই হোক সুখ তুমি। তোমার সাথে যতই রাগ করিনা কেন, তবুও আমার প্রিয় ভালোবাসা তুমি।
26.তুমি আমার সেই প্রিয়জন, যাকে আমার হৃদয়ের সব ভালোবাসা দিয়ে দিয়েছি।
27.আমি তো হাত বাড়িয়ে দাড়িয়ে আছি তোমার ভালোবাসা নিবো বলে, দাও তুমি কতো ভালোবাসা দেবে আমায়। বিনিময়ে একটা হৃদয় তোমায় দিবো যা কখনো ফিরিয়ে নেবার নয়।
28.কতোটা ভালোবাসি জানিনা, তবে প্রতিটা মুহূর্তে তোর কথা ভাবি।
29.তোমাকে সারাদিন যতো সহস্রবার দেখতে চাই, ততোবার নিশ্বাসও ফেলি না। তোমাকে সারাদিন যতো অসংখ্য বার পাশে পেতে চাই, ততোবার বাঁচতেও চাই না।
30. মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে, বলনা কোথায় রাখি তোমায় লুকিয়ে। থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে। যেও না হৃদয় থেকে দূরে হারিয়ে, আমি যে ভালোবাসি শুধু-ই তোমাকে।
31.এতোটাই ভালোবাসি তোমাকে, যতোটা ভালোবাসলে তোমাকে ছাড়া নিজেকে মৃত মনে হয়।
32.ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন, তুমি আসলে দুজনে সাজাবো জীবন, চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা, তুমি বন্ধু আসলে দেবো আমার সব ভালোবাসা।
33.তুমি মেঘের আড়ালে নতুন ঊষার হাঁসি, তুমি কুয়াশার মাঝে এক ফোটা জলরাশি, তুমি মন মাতানো রাখালিয়া বাঁশি, তাই প্রতিদিন তোমার কথা ভাবি, আর তোমাকে ভালোবাসি।
34.প্রদীপ জ্বালিয়ে রাখো, আঁধার কেটে যাবে। চোখ বুজে রাখো, স্বপ্ন দেখতে পাবে। মন খুলে রাখো, সুখ উড়ে আসবে। হৃদয় দিয়ে দেখো, তোমার মাঝে আমাকে দেখতে পাবে।
35.হৃদয়ের ক্যানভাসে তোমারই রং দিয়ে আঁকা এক ছবি। সেই ছবিটি বলে শুধু তোমায় ভালোবাসি।
36.আমার জীবনে প্রথম তুমি, শেষও তুমি। আমি তোমাকে ছাড়া আর কাউকে চাই না।
37.শতবার বিচ্ছেদের পরেও আমি তোমাকে চাই।
38.তুমি আমার জীবনের এমন একজন যাকে কিভাবে পেয়েছি তা আমি জানি না। তবে তাকে আমি কোনদিন হারাতে চাই না।
39.ভালোবাসি আমি তোকে। ভালবাসবোও চিরোদিন। কে বলেছে ভালোবাসা দুদিনের। দেখবি আমাদের ভালোবাসা হবে জন্ম জন্মান্তরের। শুধু তোর ভালোবাসার হাত দিয়ে আমার হাতটা ধরে রাখিস, চিরদিন।
40.যতোই দূরে হারিয়ে যাও…আমি তোমাকে খুঁজে বের করবোই। যতোই পর ভাবো আমায়…আমি তোমাকে আপন করে নেবো। যতোই ঘৃনা কর আমায়…আমি চিরদিন এভাবে তোমায় ভালোবেসে যাবো। যতোই পাষাণ হোক তোমার মন…ওই মনে আমার জন্যে ভালোবাসার ফুল ফুটাবোই।
love sms bangla (ভালোবাসার এসএমএস) গুলি আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।।