প্রিয়জনকে সুপ্রভাত শুভেচ্ছা জানানোর জন্য নীচে দেওয়া এই সমস্ত শুভেচ্ছা গুলি ব্যবহার করুন। আপনজনকে কে না নতুন সকালের শুভেচ্ছা জানাতে চায়। তাই আপনাদের জন্য এখানে সুন্দর সুন্দর 50 টি সুপ্রভাত শুভেচ্ছা এসএমএস এবং কবিতা দেওয়া হলো। যে গুলির দ্বারা আপনি আপনার প্রিয়জনকে সুপ্রভাত শুভেচ্ছা জানাতে পারেন।
সুপ্রভাত শুভেচ্ছা স্ট্যাটাস
1.অপরুপ এই নীরব ভোরে
তুমি আছো অনেক দূরে,
পাখি ডাকে মধুর সুরে
মনটা যেন হাওয়ায় ওড়ে,
নয়তো দুপুর নয়তো বিকাল,
তোমাকে জানাই শুভ সকাল।
2.এখনো তোর চোখে আছে
ঘুমন্ত স্বপনের আকাশ,
তবুও তোর মুখে ভাসছে
মিষ্টি হাসির আভাস।
একবার তুই চোখ খুলে
পেতে রাখ কান,
তোকে এখন জানাচ্ছি আমি
শুভ সকালের আহ্ববান।
3.গান শোনাচ্ছে ভোরের পাখি,
এবার একটু খোল আঁখি।
আমি তোমায় কতো ডাকি;
এতক্ষণ কেউ ঘুমায় নাকি?
কেটে গেছে আঁধার রাত
তোমায় জানাই সুপ্রভাত।
4.আকাশে দেখো রাত
দিচ্ছে তার যাত্রা,
দিনের আলো তাকে আর
দিচ্ছে না যে পাত্তা।
রাত বললো আসবো ফিরে
আবার আগামীকাল,
তাই তোমাকে জানাচ্ছি
আমি শুভ সকাল!
আরও পড়ুন- 150+ Good Morning Quotes in Bengali 2022
5.ভোরের আলো মিষ্টি হাওয়া
সবার জন্য ভালোবাসা,
ভালো চিন্তায় মন দিন
কাটবে সুখে সারা দিন।
সুপ্রভাত…
6.ঘুম ঘুম রাত শেষে
সূর্য আবার উঠলো হেসে।
ফুটলো আবার ভোরের আলো,
দিনটা সবার কাটুক ভালো।
শুরু হল নতুন দিন,
জানাই এইবার “গুড মর্নিং”
7.হলুদ পাখির মিষ্টি গান
সাত সকালের আহ্বান,
ডাকছে পাখি ফুল বাগানে
মিষ্ট মধুর কলতানে,
নতুন সকাল নতুন দিন,
তোমায় জানাই…
Good Morning
8.আজ সকালে ঘুম ভাঙল
একটি পাখির ডাকে।
উঠে দেখি স্নিগ্ধ সূর্য
উকি দিয়েছে আকাশে।
প্রকৃতির চার পাশে
উঠে গেছে আলো।
ভোরের হিমেল হাওয়ায়
মনটা আমার অনেক ভাল।
সুপ্রভাত….
9.ডাক দেয় ভোরের রবি
ওঠো ওঠো, ওঠো কবি।
শেষ হয়েছে আঁধার রাত,
হাসি মুখে তাই বলছে তোমায়
“বন্ধু সুপ্রভাত”
10.তুই ঘুমিয়ে থাকলে পরে
লাগে তোকে ভালো,
সকাল বেলার পাখি আমায়
এটাই বলে গেল।
দূর দেশের কোনো অতিথি
তোর চোখেতে এলো,
“শুভ সকাল” বলে তোকে
সেও চলে গেল।
11.ভোর হল দোর খোল খুকুমনি ওঠরে,
ওই ডাকে জুই সাকে ফুলখুকি ছুটরে।
আলসে নয় সে ওঠে রোজ সকালে,
রোজ তাই চাঁদ মামা টিপ দেয় কপালে।
সুপ্রভাত
12.স্বপ্ন দেখার প্রহর শেষে,
ফিরল পরীর ঘুমের দেশে।
কালো মেঘের আড়াল থেকে
সুর্য দিল দেখা।
তাকিয়ে দেখ ভোরের আলোয়
নতুন স্বপ্ন লেখা।
সুপ্রভাত…
13.আকাশে যখন সূর্য ওঠে
পাখিরা গান গায়,
ফুলেরা তাদের পাপড়ি মেলে
প্রজাপতিকে চায়।
তোমায় ছাড়া দুচোখ আমার
কিছুই ভাবতে না চায়,
তোমাকে সে রাখতে চায়
তার দুটি পাতায়।
সুপ্রভাত….
14.রাত্রি কালে মেঘ জুড়েছে
স্নিগ্ধ সকাল বেলা,
“শুভ সকাল” জানিয়ে দিলাম
নেইকো অবহেলা।
15.শিশিরের ছোয়ায় ফুটেছে ফুল,
তাই দেখে প্রজাপতি হয়েছে ব্যাকুল,
কিচির মিচির করে ডাকছে পাখি,
বন্ধু তুমি খোল আঁখি।
শুভ সকাল
16.মায়াবি একটা সকাল,
মিষ্টি একটা সূর্য,
বিশাল একটা আকাশ,
এলোমেলো বাতাস,
সবুজ সবুজ ঘাস,
অপরূপ পাখির ডাক,
সুন্দর একটা দিন,
তোমাকে জানাই গুড মর্নিং।
17.অনেক স্বপ্ন দিয়ে বানিয়েছি,
আলোর ঝর্না দিয়ে সাজিয়েছি,
শুধু একবার বাইরে এসে দেখো
তোমাকে সুপ্রভাত বলতে সূর্যকে পাঠিয়েছি।
18.তুই চোখ খুললেই আমি
বলবো শুভ সকাল,
প্রতিদিন আমি তোর ঘুম ভাঙাবো
এভাবে চিরকাল।
ঘুম থেকে উঠেই যখন
খুলবি দুটি চোখ,
বলবো আমি তোকে বার বার
তোর দিনটি শুভ হোক।
19.সু-সুন্দর করো তোমার মনকে,
প্র-প্রতিটি মূহুর্তকে কাজে লাগাও,
ভা ভাই-বোন এবং মা-বাবাকে ভালবাসো,
ত-তারুণ্যে মনকে ভরিয়ে তোলো।
20.আমি এসেছি পাখিদের মধুর গান নিয়ে,
আমি এসেছি নাম জানা ফুলের গন্ধ নিয়ে,
আমি এসেছি অনেক ভালোবাসা নিয়ে,
এসো ধরো আমার হাত, আমি যে সুপ্রভাত।
21.আসবো রাতে স্বপ্ন হয়ে
থাকবো আমি কাছে,
চোখ খুলতেই চলে যাবো
ভোরের আলোর দেশে,
দিয়ে যাবো কিছু স্মৃতি
আজ এই সকালে,
শুভ সকাল জানাই তোমায়
বন্ধুত্তের সাথে।
22.আলো আধারে এ কি মিলন মেলা,
পাখিরা সব করছে খেলা,
বলছে তারা মিষ্টি সুরে
শুভ হোক তোমার সারাবেলা।
শুভ সকাল…
23.সকাল মানে ঘুম চোখে একটু জেগে ওঠা,
সকাল মানে ভোরের আলোয় নতুন গোলাপ ফোটা,
সকাল মানে নতুন আশায় বাড়িয়ে দেবো হাত,
আজ সকালে তোমায় জানাই নতুন সুপ্রভাত।
24.সোনার আলোয় সোনার সকাল
হবে এমন চিরকাল,
তাইতো বন্ধু জানাই তোকে
আজকেও শুভ সকাল॥
25.আকাশ দিলাম, সঙ্গে প্রচুর আলো।
সূর্য দিলাম, সঙ্গে প্রচুর তেজ।
বাতাস দিলাম, সঙ্গে প্রচুর সুগন্ধ।
নতুন সকাল দিলাম সঙ্গে প্রচুর আশা।
এর সঙ্গে পাঠিয়ে দিলাম আমার ছোট্ট ভালোবাসা।
26.স্বপ্ন পরীর ডানায় চড়ে যাবো তোমার বাড়ি,
রাঙাবো তোমায় চাঁদের আলোয়, মেঘের সাথে আড়ি,
কল্পকথার গল্প বলে ঘুম পাড়াবো তোমায়,
ভালোবাসার পরশ দিও একটুখানি আমায়।
সুপ্রভাত…
27.সকালের হালকা আলোর পরশে
তোমায় দিলাম ডাক,
আজকের মিষ্টি ঘুম তোমার
এই পর্যন্তই থাক,
একটা কথা বলার জন্যই
তোমায় দিলাম ডাক,
এর জন্য তুমি যেন করোনা একটুও রাগ।
সুপ্রভাত
28.শিশির ফোঁটার স্পর্শে যেমন ফুল গুলি সব ফোটে, শীতল হাওয়ার ছোয়ায় যেমন মন সতেজ হয়ে ওঠে, তুমিও হয়ে উঠতে পারো এই মুহুর্তের স্বাক্ষী, সকাল বেলার সূর্য তোমায় তাই করতে চায় সঙ্গী। শুভ সকাল।।
29.আজ তোমার জন্যে বিশেষ ব্রেকফাস্ট্…যেখানে আছে এক প্লেট্ ভালবাসা, এক চামচ আশা, এক বাটি শান্তি, এক হাতা যত্ন আর এক গ্লাস্ প্রার্থনা…উপভোগ করো তোমার খাবার…কারণ তুমি ভগবানের তত্ত্বাবধানে আছো। সুপ্রভাত…
30.আরো একটা রাত কালের গভীরে হয়ে গেল বিলীন,
চেয়ে দেখো তোমার সামনে আছে একটি সুন্দর দিন,
ওঠো বন্ধু…ধরো আমার বাড়িয়ে থাকা হাত,
শুরু কর নতুন দিন, জানাই সুপ্রভাত…
31.জীবনে আসুক কাঁটা বা গোলাপ,
মনের কোনে থাক খুশী বা বিলাপ,
হোক না তোমার সাথে লাখ মন কষাকষি;
যেও না কখনো দুরে
থেকো শুধু আমার পাশাপাশি।
সুপ্রভাত…
32.ভোরের পাখি গান শোনালো,
সূর্য্যি মামাও উঠে গেল,
জগত্ জুড়ে খুশির হাওয়া,
তুমি এখনও ঘুমিয়ে কেন?
সুপ্রভাত…
33.প্রত্যেক নতুন দিনই হলো একটা করে উপহার। যতো দেরী করে উপহারটা খুলবে, ততোই এটা ছোট হবে! তাই উঠে পড়ো! সুপ্রভাত…
34.একটি অসাধারণ শুরু
নতুন পথের দিশা নিয়ে।
নতুনভাবে তোমার জীবনে আসুক
ভুলিয়ে দিয়ে পুরনো সব না পাওয়ার বেদনা।
সুপ্রভাত…
35.ফুল হয়ে যদি থাক আমার বাগানে,
যতন করে রাখবো তোমায় আমার মনেরি ঘরে।
ফুলদানিতে সাজিয়ে তোমায় রাখবো চিরকাল,
রোজ সকালে বলব আমি তোমায় শুভ সকাল।
36.মন কে নদীর সাথে ভাসতে দিও,
ফুলের মতো ফুটতে দিও,
পাখির মতো উড়তে দিও,
কিন্তু খারাপ মানুষের সাথে মিশতে দিও না,
তবেই জীবনের অর্থ খুঁজে পাবে।
সুপ্রভাত…
37.টিপ টিপ বৃষ্টির টুপ টুপ শব্দ,
ঝির ঝির বাতাসের মৃদু মৃদু গন্ধ,
মিট মিট তারাদের লুকুচুরি খেলা,
এই নিয়ে ভালো থেকো সারা বেলা।
শুভ সকাল
38.যখন তোমায় দেখি মনে জাগে বুক ভরা স্বপ্ন, তাই ছুটে এলাম তোমার কাছে জানাতে নতুন ভোরের শুভেচ্ছা…সুপ্রভাত
39.আমার সকাল গুলো এতো সুন্দর হয় কারণ আমি জানি যে, আমার জীবনে তোদের মতোন কয়েকটা এমন বন্ধু আছে যাদের উপস্থিতিতে আমি নিজের জীবনটাকে ভালোভাবে উপভোগ করতে পারি। সুপ্রভাত…
40.তাকিয়ে দেখ পুব আকাশে সুর্য মামা হাসে,
সোনার শিশির লেগে আছে স্নিগ্ধ ঘাসে ঘাসে,
দরজা খোল সকাল হলো ফুরিয়ে গেছে রাত,
তোমার দুয়ারে দাড়িয়ে আছি জানাতে তোমায় সুপ্রভাত।
41.রাতের চাঁদ তোমায় বিদায় জানিয়ে ছেড়ে দিয়ে গেছে সূর্যের কাছে। তাই সূর্য তোমায় একরাশ উজ্জ্বল হাসি নিয়ে সুপ্রভাত জানাচ্ছে।
42.ভোরের পাখি ডাকছে তোমায় চোখটা মেলে দেখো,
সকালের মিষ্টি রোদে একটু শুয়ে দেখো,
আঁধারের পর সূর্যের আলো,
দিন টা তোমার কাটুক ভাল।
শুভ সকাল।
43.দিনের প্রতিটি মুহুর্তের একটা নিজস্ব প্রয়োজনীয়তা ও মাধুর্য্য আছে। তাই দিনের শুরুটা ভালো করে করে দাও। সারা দিনটি ভালোভাবে উপভোগ করার জন্যে নিজেকে তৈরী করে নাও। সুপ্রভাত…
44.চোখ অশ্রুর জন্যে নয়,
মন ভয় পাওয়ার জন্যে নয়,
জীবনের প্রতিটি মূহুর্তকে উপভোগ করো,
তোমার হাসি টুকুই পৃথিবীর অনেকের ঠোঁটে
হাসি ফুটিয়ে তুলতে পারে।
সুপ্রভাত…
45.হাজার হাজার “গতকাল” আর লক্ষ্য লক্ষ “আগামীকাল” এর মাঝে এই একটামাত্র “আজ” তোমার কাছে আছে। তাই এটাকে নষ্ট হতে দিও না কোনোভাবে। সুপ্রভাত…
46.আজকের সকাল বন্ধু
তোর আর আমার,
এইতো সময় হালকা কুয়াশায়
হারিয়ে যাবার,
সকাল বেলার একটু শিশির বিন্দু,
বলে দিল তুই আমার খুব কাছের বন্ধু।
সুপ্রভাত বন্ধু…
47.সকালের প্রথম সূর্যের আলো তোমার জীবনে আশীর্বাদ হয়ে তোমাকে স্পর্শ করুক। তোমার জীবনের সকল আঁধার কেটে যাক। তোমার সকল কাজেই সফলতা আসুক। তোমার জন্য মিষ্টি একটা সুপ্রভাত।
48.তোর্ ইচ্ছে গুলো উড়ে বেড়াক
পাখনাদুটি মেলে,
দিনগুলি তোর্ যাকনা কেটে
এমনি হেসে খেলে,
অপূর্ণ না থাকে যেন তোর্ কোনো সখ,
এই কামনায় বন্ধু তোমায় জানাই সুপ্রভাত।
49.সকাল মানে শুধু একটা সূর্যোদয় না। এটা ঈশ্বরের একটা এমন করিশমা যেটাতে ঈশ্বর অন্ধকারের উপর আলোর জয় কায়েম করে দিয়ে যান প্রতিবার। সুপ্রভাত…
50.ঘুমভাঙ্গা পদ্মের সৌরভ,
সবুজ ঘাসে ছড়িয়ে থাকা
হাজার মুক্তোবিন্দু,
শিউলির সুগন্ধে মাতাল
বাতাসের পরশ,
আজ সকালে চাদর হয়ে
তোমাকে জড়িয়ে থাকুক!
সুপ্রভাত
এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। যাতে করে তারাও তাদের প্রিয়জনকে সুপ্রভাত শুভেচ্ছা জানাতে পারে। ধন্যবাদ।।