35 টি শিউলি ফুল নিয়ে ক্যাপশন কবিতা সেরা উক্তি

শিউলি ফুল নিয়ে ক্যাপশন

এখানে কিছু শিউলি ফুল নিয়ে ক্যাপশন (Shiuli flower caption) তুলে ধরা হলো। আশাকরি এই সমস্ত ক্যাপশন গুলি আপনাদের ভালো লাগবে। এখানে দেওয়া শিউলি ফুল নিয়ে ক্যাপশন গুলি ফেসবুক ক্যাপশন হিসাবে ব্যবহার করতে পারেন।

তাহলে চলুন আর দেরী না করে, শিউলি ফুল নিয়ে ক্যাপশন গুলি পড়ে নেওয়া যাক।

শিউলি ফুল নিয়ে ক্যাপশন

1. প্রিয় ফুল শিউলি বলে কোনোদিন গোলাপ ছুঁয়ে দেখিনি! একটা প্রিয় ‘তুমি’ বলে কোনদিন অন্য তুমির প্রেমে পড়িনি।

2. কেউ কেউ ঝরে যায় শিউলির মত; কেউ ঝরে যায় রোদ্রতাপে অথবা অবহেলায়!

3. শিউলি ফুল একটি সুন্দর ফুল। যেন মনে হয় প্রকৃতির নিখুঁত নকশা।

4. আমি দুঃখ হয়ে ঝরে গেলে, তুমি শিউলি ভেবে কুড়িয়ে নিও।

ফেসবুক-ক্যাপশন

5. আমি দেখেছি এক ভোরের সকাল, দেখেছি ঘাসের শিশির। দেখেছি মাটিতে শিউলি বিছান, দেখেছি হাসি রবির।

6. শিউলি ফুলের গন্ধে মেতেছে সারা আকাশ। চারিদিকে যেন শুধু আগমনীর আভাস।

7. শিশির ভেজা সবুজ ঘাসে খালি পা মাড়িয়ে শিউলি ফুল কুড়ানোর যেনো এক আলাদা সুখ আছে!

8. এ জন্মতে নিষেধ ভেঙ্গে কোলের কাছে শিউলি রেখো।

বাংলা-ক্যাপশন

9. শিউলি তলায় ভোর বেলায় কুসুম কুড়ায় পল্লী-বালা। শেফালি পুলকে ঝরে পড়ে মুখে খোঁপাতে চিবুকে আবেশ-উতলা।

10. আমার হাতে অনেক শিউলি তোমায় দেব বলে। বাগান থেকে কুড়িয়ে এনেছি নীরবে দু’পা ফেলে।

আরও পড়ুন- 50 টি সেরা বৃষ্টি নিয়ে উক্তি এবং ক্যাপশন

11. ঝরে যাওয়া শিউলির চোখেও এক জীবন বাঁচার আকুতি ছিলো। তবে তা পূর্ণতা পায়নি।

12. বারবার ভেঙে যাওয়া মানুষ গুলো একসময় শিউলির মতোই স্নিগ্ধ হয়ে ওঠে!

শিউলি-ফুল-নিয়ে-ক্যাপশন

13. আমি দুঃখ হয়ে ঝরে গেলে তুমি শিউলি ভেবে কুড়িয়ে নিও। মাঝ দুপুরে তপ্ত রোদের নীচে দাঁড়িয়ে না হয়, আমায় তুমি এক চিলতে রৎ ভেবে নিও।

14. ঐ শিউলি ফুলের সুবাসে মন করে আকুল! তুমি নেই বলে আজ সব ফুল-ই অবহেলিত উপেক্ষিত!

15. আমার শিশির ধোয়া সকাল গুলো যত! শিউলি বুকে ঘর করা সুখ ছেঁড়া ক্ষত!

16. যে পথে হাটবে তুমি অবিরত বিছিয়ে রাখবো ঝরে পড়া শিউলি ফুল আছে যত।

শিউলি-ফুল-নিয়ে-কবিতা

17. শিউলি ফুটে ঝরছে কতো আমার আঙিনায়! দূরে থেকেও এ মন আমার সুবাস টুকু পায়।

18. এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে। সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে।

19. শরতের রূপের বর্ণনায় গেলে শিউলি ফুলকে কিছুতেই বাদ দেওয়া যায় না। শিউলি ফুলই যেন শরতের আগমন জানান দেয়।

20. শিউলি মানেই গেরুয়ার চারিধারে শুভ্র খাম! শিউলি ফুল মানেই শুদ্ধতার আরেক নাম! শিউলি ফুল ঝরে, গভীর রাতের পরে শিউলি সুবাস আসে শিশির মাখা ভোরে।

21. নিঃশব্দে ঝরে যাওয়া শিউলি ফুলের মতো, ঝরে যাক জীবনের ক্লান্তি আছে যতো!

22. যদি মুঠো ভরা শিউলি ফুল, যদি খুলে রাখা কানের দুল!

23. সব ফুল ভালো লাগে! তবে শিউলি ফুলটা একটু বেশী ভালো লাগে।

24. তুমি নিঃশব্দে ফূটে থাকা শিশির ভেজা শরতের এক শিউলি! শুভ্র আলোয় লালচে আবির তোমার মাঝে বন্দী।

25. শিউলি ফুলের গন্ধ মাখা শরৎ আকাশখানী! কাশফুল আর ঘাসের দোলায় কার ঐ পদধ্বনি?

26. শুনেছি শরৎ এবং শিউলি দুটোই নাকি তোমার খুব প্রিয়!

27. চারিদিকে শিউলি ফুলের গন্ধে মাতোয়ারা এই মন! খুশির শরত আকাশ জুড়ে দুলছে কাশের বন। শারদ প্রভাত জানান দিচ্ছে মায়ের আগমন।

28. প্রতিটি কমলা রঙের ভােরে, তােমার চোখের পাতায় তিনটি চুম্বন দিলে, বিশ্বাস করাে, শিউলির গন্ধ পাই।

29. একটা অভিমানী শিউলী ঝরা গোধুলিতে, হঠাৎ যখন নীল আকাশটিতে। শরৎ মেঘে বৃষ্টি নামে মুষল ধারে, আটপৌরে মুর্হূতেরা সারে সারে। জল থৈ থৈ চোখের কোণে, ভালোবাসার স্বপ্ন বুনে।

30. বাতাসে শিউলি ফুলের গন্ধ, কাশফুলের এলোমেলো ঢেউ, সুসজ্জিত নীল আকাশ শরতকালে এক আগমনী বার্তা বয়ে নিয়ে আসে ।

31. শিউলি ঝরানো আজি সন্ধ্যার বাতাসে! কে গো সারা দিয়ে যায় স্বপ্নের আভাসে। কার লাগি দুলে ওঠে ক্ষনে ক্ষনে থরো থরো, এ হিয়া।

32. শিউলি বনের বুক যে ওঠে আন্দোলি! শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি।

33. বাতাসে আজ হিমেল পরশ, শিউলি ফুলে মাখি! আগমনীর সুরে আষাড়ের আশায় থাকি।

34. শিউলির ডালে কুঁড়ি ভরে এলো, টগর ফুটিল মেলা। মালতী-লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা।

35. তুমি আমার ভোরে ফোঁটা শিউলি ফুল! হাত ভরে কমলা রঙে ঝেড়ে ফেলি সব ভুল।

36. দেবী দুর্গা ফিরল আবার, এল ঢাকের তালে। পুজোর খুশি রং লাগল শিউলি ফুল এর ডালে।

37. তুমি মোর পাও নাই পরিচয়। তুমি যারে জান সে যে কেহ নয়, কেহ নয়।

শিউলি ফুল নিয়ে ক্যাপশন গুলি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *