40 টি স্মার্ট ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন সেরা উক্তি

Attitude স্মার্ট ফেসবুক স্ট্যাটাস

আপনি কি স্মার্ট ফেসবুক স্ট্যাটাস খুঁজছেন? তাহলে নীচে দেওয়া ফেসবুক স্ট্যাটাস গুলি একবার পড়ে দেখতে পারেন। এখানে অনেক স্টাইলিশ স্মার্ট ফেসবুক স্ট্যাটাস তুলে ধরা হলো, যে সমস্ত স্ট্যাটাস গুলি আপনাদের অনেক ভালো লাগবে।

তাহলে চলুন আর কথা না বাড়িয়ে, স্মার্ট ফেসবুক স্ট্যাটাস গুলি পড়ে নেওয়া যাক।

স্মার্ট ফেসবুক স্ট্যাটাস

1. আমার পিছনে কে কি বললো.. তাতে কিছু যায় আসে না! আমার সামনে কারো বলার সাহস নেই, এটাই যথেষ্ট।

2. হয়তো অনেকটা একা, তবে ভালো আছি..!! কিন্তু কারোর টাইমপাস হতে চাইনা।

3. নিজেকে অন্য কারোর মতো তৈরি করার কোন দরকার নেই! নিজেকে এমনভাবে তৈরি কর, যেন সবাই তোমার মতো হতে চায়।

4. যে মন খারাপের সময় হাসতে জানে তার সঙ্গী হয়ে দেখো, জীবনটা কতো সুন্দর!

স্টাইলিশ-ফেসবুক-স্ট্যাটাস

5. বর্তমানে ফোনের ক্যামেরা পর্যন্ত ডাবল; আর আমি এখনো সিঙ্গেল!

6. আমি হাসতে হাসতে… এক আকাশ সমান অভিমান লুকিয়ে রাখতে পারি!

আবেগি-ফেসবুক-স্ট্যাটাস

আরও পড়ুন- 30 টি ছেলেদের ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন সেরা উক্তি

7. সময় একদিন বুঝিয়ে দেবে, তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছো!

8. দিনশেষে কারোর উপর কোনো রাগ থাকে না!! যেটুকু থাকে নিজের ওপর করা নিজের অভিমান।

স্মার্ট-ফেসবুক-স্ট্যাটাস

9. বেশি পাত্তা দিলে বেড়ালও নিজেকে বাঘ ভাবে! তাই এখন আর কাউকে আগের মত পাত্তা দিই না।

10. আমাকে খারাপ বলার আগে মিশে দেখো; ভালোবেসে ফেলবে!

সুন্দর-ফেসবুক-স্ট্যাটাস

11. জানিনা কি ভিটামিন আছে ফেসবুকে! একটু পরপর অন না করলে নিজেকে কেমন যেন দুর্বল লাগে।

12. মাঝে মাঝে কিছু কথা হেসেই উড়িয়ে দিই! কারণ সবাইকে তো আর থাপ্পড় মারা যায় না।

13. পরীক্ষার প্রশ্ন সিন করেও উত্তর দিই না! আর তুমি ভাবছো তোমার মেসেজের রিপ্লাই দেবো।

14. একদিন মৃত্যুতেই থেমে যাবে, জীবনের সব রঙিন আয়োজন!

অবাক-করা-ফেসবুক-স্ট্যাটাস

আরও পড়ুন- 35 টি ভালোবাসার কষ্টের স্ট্যাটাস ক্যাপশন সেরা উক্তি

15. মাঝে মাঝে স্বপ্নে একটা মেয়ে আসতো, এখন আর আসে না। মনে হয় বিয়ে হয়ে গেছে!

16. Chat এ বকবক করলেও সামনাসামনি কথা বলতে পারিনা। হ্যাঁ এটাই আমি!

17. মানুষের সাথে একটু বেশি ফ্রি হলে সস্তা ভাবা শুরু করে দেয়..!! তাই কাউকে বেশি পাত্তা দিতে নেই।

18. বর্তমানে সিঙ্গেল থাকাটা impossible নয়! কিন্তু সিঙ্গেল আছি এটা বোঝানো impossible.

19. কেউ যদি.. আপনাকে নিয়ে সমালোচনা করে তাহলে বুঝবেন, আপনি একজন সেলিব্রেটি আর তারা আপনার ফলোয়ার!

20. যখন দেখি কারো জীবনে আমার গুরুত্ব কমে যাচ্ছে, তখন আমি নিজে থেকেই দূরে সরে যাই!

21. এই পৃথিবীতে একা এসেছি এবং একা যাবো! সুতরাং আমার ব্যাপারে কে কি বললো I just don’t care.

22. সিঙ্গেল থাকাটাও একটা আর্ট! জোড়া তো হাওয়াই চপ্পলও হয়।

23. অর্থহীন পুরুষ এবং সৌন্দর্যহীন নারী শুধু কবিতা আর গল্পতেই গুরুত্ব পায়..! বাস্তবে নয়।

24. আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না! আমি দূরত্ব বাড়িয়ে গুরুত্ব কমিয়ে দিই‌‌।

25. মোটামুটি সবই পারি! শুধু বন্ধু-বান্ধবদের সাথে ভদ্রভাবে কথা বলতে পারিনা।

26. মানুষটা খুব ভালো ছিল! এটা শোনার জন্য প্রথমে আপনাকে মরতে হবে।

27. কি লাভ হল তোমার এতো পড়াশোনা করে! যদি তুমি আমার মনের কথা নাই পড়তে পারো।

28. কিসের গুগল ম্যাপ…! যদি শ্বশুর বাড়ির এড্রেস না পেলাম।

29. কাউকে দেখলে যদি তোমার বুক ধরফর করে, তাহলে বুঝবে সে তোমায় ভালোবাসে! তবে রাস্তায় কুকুর দেখলে আলাদা ব্যাপার।

30. সরি মা! তোমার বৌমাকে এখনো পঠাতে পারিনি।

31. বুকের ব্যথাটা তখনই বেড়ে যায়! যখন প্রিয় মানুষটি অনলাইনে থাকে, কিন্তু চ্যাট করে অন্য জনের সাথে।

32. বউয়ের কাছে চুমু খাওয়ার বয়সে, মশার চুমু খাচ্ছি!

33. প্রতিটি মানুষের বিয়ে করা উচিত…!! কারণ জীবনে শান্তি তাই সব নয়, অশান্তির ও প্রয়োজন আছে।

34. ভালোবাসার সাথে সাথে নিজের ক্যারিয়ারটা ঠিকঠাক গুছিয়ে নাও!! না হলে শেষে দেখবে প্রেমিকা ফুল বাগানে, আর তুমি বাঁশ বাগানে।

35. আগে আমি ঘুমালে…. আমার শরীরটা রেস্ট পেতো! আর এখন ঘুমালে আমার ফোনটা রেস্ট পায়।

36. সবাই ফেসবুক এ আসে চ্যাট করার জন্য..!! আর আমি আসি মানুষের রং তামাশা দেখার জন্য।

37. আগে মানুষ…. পড়ার ফাঁকে ফাঁকে ফেসবুক করতো! আর এখন মানুষ ফেসবুক করার ফাঁকে পড়া করে।

38. সবাই তার ভালোবাসার মানুষ নিয়ে ব্যস্ত..!! আর আমি Newsfeed দেখতে দেখতে অতিষ্ঠ।

39. আমি তোমাকে পছন্দ করি তার মানে এই নয় যে, তুমি দেখতে অনেক সুন্দর! হতে পারে আমার পছন্দ অনেক খারাপ।

40. হ্যাঁ এখনো সিঙ্গেল….! কারণ ভালোবাসার নামে টাইমপাস করতে শিখিনি।

স্মার্ট ফেসবুক স্ট্যাটাস গুলি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।

1 thought on “40 টি স্মার্ট ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন সেরা উক্তি”

  1. যত্ন করে ভালোবাসতে পারলে,
    হয়তো প্রতিটা ভালোবাসাই পূর্ণতা পেতো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *