নীচে কিছু সফলতার উক্তি(success quotes) দেওয়া হলো। যেগুলি আপনাকে একজন সফলকাম মানুষ হয়ে উঠতে সাহায্য করবে। তাহলে চলুন দেরী না করে সফলতার উক্তি গুলি পড়া শুরু করা যাক। তবে সফলতার উক্তি গুলি পড়ার আগে আমারা সফল হওয়ার দশটি উপায় সম্পর্কে জেনে নেব। যেগুলি আমাদেরকে সফল হতে সাহায্য করবে। সেই দশটি উপায় হলো-
I. যত দ্রুত সম্ভব শুরু করুন, II. প্রতিদিন নিজের সেরাটা দিন, III. নিজেই নিজের বস হন, IV. না বলতে শিখুন, V. প্রতিজ্ঞ হন, প্রত্যয়ই হন, VI. আশা হারাবেন না। VII. সমালোচনা কে স্বাগত জানান, VIII. সাফল্যের হিসাব করুন, IX. অহংকার করবেন না, X. জীবনটা সহজ নয়, এটা মেনে নিন।
সফল হওয়ায় জন্যে উপরের এই দশটি কথা মাথায় রাখবেন। এবার চলুন সফলতার উক্তি গুলি পড়া যাক।
বিখ্যাত ব্যক্তিদের সফলতার উক্তি
পৃথিবীর বিখ্যাত ব্যক্তিরা সফলতা নিয়ে যে সমস্ত উক্তি করে গিয়েছেন তার মধ্য থেকে কয়েকটি উক্তি হল-
1.একটি লক্ষ্য ঠিক করো। সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ্ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো। তোমার মস্তিষ্ক, পেশী, রক্তনালী, পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও, আর বাকি সবকিছু ভুলে যাও। এটাই সাফল্যের পথ। -স্বামী বিবেকানন্দ
2.মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায়! একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা, ঠিক যা তুমি করতে চাও। আর দ্বিতীয়টি হচ্ছে, সেই লক্ষ্যে কাজ করে যাওয়া। -মারিও কুওমো
আরও পড়ুন- এ পি জে আব্দুল কালামের উক্তি: সফলতা পেতে সাহায্য করবে
3.সাফল্যের তিনটি শর্ত- I. অন্যের থেকে বেশী জানুন! II. অন্যের থেকে বেশী কাজ করুন! III.অন্যের থেকে কম আশা করুন!
4.নক্ষত্রেরা কিন্তু অন্ধকার ছাড়া জ্বলজ্বল করতে পারে না। অর্থাৎ যতক্ষন না তুমি ব্যর্থতার মুখোমুখি হচ্ছ, ততক্ষন অবধি তুমি সাফল্যের স্বাদ আস্বাদন করতে পারবে না ভালোভাবে।
5.শুধুমাত্র অবহেলা আর আত্মবিশ্বাসই তোমাকে সাফল্য এনে দিতে পারে। -মার্ক টোয়েন
6.সময় দ্রুত চলে যায়, এর সদ্ব্যবহার যারা করতে পারে, তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয়। -বেকেন বাওয়ার
7.কোন কাজে যার নিজস্ব পরিকল্পনা নেই, তার সাফল্য অনিশ্চিত। -অলিবার গোল্ডস্মিথ
সফলতার গল্প পড়ো না কারন তা থেকে তুমি শুধু বার্তা পাবে। ব্যর্থতার গল্প পড়ো তাহলে সফল হওয়ার কিছু ধারনা পাবে। -এ পি জে আব্দুল কালাম
8.যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই। -উইলিয়াম ল্যাংলয়েড
9.সর্বোত্তম প্রতিশোধ হচ্ছে বিশাল সাফল্য। -ফ্রাঙ্ক সিনাত্রা
10.ওঠো এবং ততোক্ষণ অবধি থেমো না, যতক্ষণ না তুমি সফল হচ্ছো। -স্বামী বিবেকানন্দ
11.শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি- পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে।
12.যদি আপনার কোন সমালোচক না থাকে, তবে আপনার কোনও সাফল্য থাকবে না। -ম্যালকম এক্স
13.কর্মই সব সাফল্যের জন্য চাবিকাঠি। -পাবলো পিকাসো
14.যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না তাদের অর্জন অন্তঃসারশূন্য। উৎসাহহীন সাফল্য চারদিকে তিক্ততার উদ্ভব ঘটায়। -এ পি জে আব্দুল কালাম
যে ব্যক্তি ধৈর্যধারণ করতে পারবে, সে কখনো সফলতা থেকে বঞ্চিত হবে না। হয়তো বা সফল হবার জন্য তার একটু বেশী সময় লাগতে পারে। -আলী ইবনে আবু তালিব
15.ভুল না করলে সফলতা আসে না, কিন্তু একই ভুল বারবার করলে সাফল্য অধরাই থেকে যায়। -জর্জ বার্নার্ড শ
16.সফলতার প্রথম ধাপ সর্বদা কষ্টকর হয়।
17.ব্যর্থতায় হতাশার কিছু নেই। শুধু মনে রেখো, অন্ধকার যতো গভীর হয় সূর্য ততো দ্রুত উদিত হয়। -মাদার তেরেসা
18.জীবন যেমনই কঠিন হোক না কেন, অবশ্যই এমন কিছু আছে যা তুমি করতে পারবে এবং সে কাজে তুমি সফল হবে। -স্টিফেন হকিং
সফলতা নিয়ে বিখ্যাত উক্তি
সফলতা নিয়ে কয়েকটি বিখ্যাত উক্তি হল-
1.আপনি যদি অন্যদের অনুসরণ করে তাদের সাহায্য নিয়ে চলতে থাকেন তবে হয়তো একদিন তার জায়গায় পৌঁছাতে পারবেন। কিন্তু আপনি যদি নিজের পথটা নিজেই তৈরি করে চলেন, তাহলে হয়তো এমন এক সাফল্যমণ্ডিত যায়গায় পৌঁছবেন যেখানে আজ পর্যন্ত কেউই পৌঁছাতে পারেনি। -অ্যালবার্ট আইনস্টাইন
2.চেষ্টা না করে কোন কিছুই পাওয়া যায় না! সাফল্য অর্জন এর জন্য চেষ্টার কোন বিকল্প নেই। বিনা চেষ্টায় কেউ যদি কিছু পেতে চায় তার মতো বোকা, মূর্খ পৃথিবীতে নাই।
3.সাফল্যের সবথেকে বড়ো বাঁধা ব্যথর্তার ভয়। তাই যখন ভয় দরজায় হাজির হবে, সাহসকে পাঠাও দরজা খুলতে, দেখবে সাফল্য অপেক্ষা করছে।
4.সব সমস্যায়ই তুমি নিজেকে একা পাবে…কিন্তু তোমার সাফল্যের পর পুরো পৃথিবী তোমার সঙ্গে থাকবে। যখন যখন পৃথিবী কারো উপরে হেসেছে…তখন তখন সেই ব্যক্তি ইতিহাস রচনা করেছে।
5.আত্মবিশ্বাস সাধারণত সাফল্যের সাথে আসে…কিন্তু সাফল্য তাদেরকেই ধরা দেয় যারা আত্মবিশ্বাসী।
6.তোমার সবচেয়ে বড়ো শত্রুর জন্যে সবচেয়ে বড়ো শাস্তি হল তোমার সাফল্য।
7.যখনই কোনো সফল ব্যক্তির দিকে তাকাবে, দেখতে পাবে অনেক সুনাম, খ্যাতি। কিন্তু দেখতে পাবে না সেইসব আত্মত্যাগ গুলোকে, যেগুলি ওই সাফল্য এনেছে।
জটিল কাজেই বেশী আনন্দ পাওয়া যায়। তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ জটিল হওয়া উচিত। -এ পি জে আব্দুল কালাম
8.তুমি সাফল্য থেকে ততোটা দূরেই আছো, যতোটা কঠোর পরিশ্রমের থেকে। তাই তুমি যতো কঠোর পরিশ্রম করবে, সাফল্যের ততোটাই কাছে পৌঁছতে পারবে।
9.আপনার যদি কোন কিছুর প্রতি দারুণ আগ্রহ থাকে এবং আপনি যদি কঠোর পরিশ্রম করেন, তাহলে সাফল্য আসবেই। -পিয়েরে ওমিদিয়ার
10.সাফল্যের জন্যে কোনো চলমান সিঁড়ি নেই, খাটাখাটনি করেই তোমাকে স্বাভাবিক সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে।
11.সেই সমস্ত কারণগুলো ভুলে যাও যেগুলো তোমার সফল হওয়ার পথে বাঁধা হয়ে দাঁড়াবে। বরং সেগুলো মনে রাখো যেগুলো তোমাকে সফল হতে সাহায্য করবে।
12.ব্যর্থতা কখনো তোমাকে ছাপিয়ে যেতে পারবে না, যদি সফল হওয়ার ইচ্ছাটা তোমার প্রবল হয়।
13.সাফল্য অনেকটা উস্কানি দেয়া শিক্ষকদের মত। এটা দক্ষ ও বুদ্ধিমান লোকদের চিন্তা করতে বাধ্য করায় যে তারা কখনো হারবে না। -বিল গেটস
14.ব্যর্থ হওয়ার নানা উপায় আছে, কিন্তু সফল হওয়ার উপায় একটাই। -এরিস্টটল
আমি চিন্তা করেছি মাসের পর মাস, বছরের পর বছর। আমার চিন্তাগুলো ৯৯ বারই ভুল হয়েছে, তবে শততম বারে আমি সফল হয়েছি। -অ্যালবার্ট আইনস্টাইন
15.জীবনে সমস্যার প্রয়োজন আছে। সমস্যা আছে বলেই সাফল্যের এতো স্বাদ। -এ পি জে আব্দুল কালাম
16.কোন কাজে যার নিজস্ব পরিকল্পনা নেই, তার সাফল্য অনিশ্চিত। -অলিবার গোল্ডস্মিথ
17.সফলতা সুখের চাবিকাঠি নয় বরং সুখ হল সফলতার চাবিকাঠি। আপনার কাজকে যদি আপনি মনে প্রানে ভালবাসতে পারেন অর্থাৎ যদি আপনি নিজের কাজ নিয়ে সুখী হন তবে আপনি অবশ্যই সফল হবেন।
18.একটা পাখি কখনো উঁচু ডালে বসতে ভয় পায় না…কারণ সে জানে যে যতোই বিপদ হোক সে পড়ে যাবে না। কারণ তার কাছে ওড়ার আত্মবিশ্বাস আছে। এর থেকে শিক্ষা নাও যে জীবনে কখনো ঝুঁকি নিতে ভয় পেও না…নিজের উপর বিশ্বাস রাখো…তাহলেই সাফল্য তোমার কথা শুনবে।
সফলতার উক্তি ইংরেজিতে
সফলতার কিছু ইংরেজি উক্তি হল-
1.your success and happiness lies in you. resolve to keep happy, and your joy and you shall form an invincible host against difficulties. -helen keller
2.success is not final, failure is not fatal: it is the courage to continue that counts. -winston churchill
3.try not to become a man of success, but rather try to become a man of value. -albert einstein
4.if you wish to be a success in the world, promise everything, deliver nothing. -napoleon bonaparte
5.success is a lousy teacher. It seduces smart people into thinking they can’t lose. -bill gates
6.all you need is ignorance and confidence and the success is sure. -mark twain
7.success is a science if you have the conditions, you get the result. -oscar wilde
man needs his difficulties because they are necessary to enjoy success. -abdul kalam
8.the starting point of all achievement is desire. -napoleon hill
9.success is dependent on effort. -sophocles
10.they succeed, because they think they can. -virgil
11.success is not a good teacher, failure makes you humble. -shahrukh khan
12.in order to succeed, your desire for success should be greater than your fear of failure. -bill cosby
13.part of the secret of a success in life is to eat what you like and let the food fight it out inside. -mark twain
14.the superior man makes the difficulty to be overcome his first interest success only comes later. -confucius
16.money won’t create success, the freedom to make it will. -nelson mandela
15.success is steady progress toward one’s personal goals. -jim rohn
16.the path to success is to take massive, determined action. -tony robbins
17.success is often achieved by those who don’t know that failure is inevitable. -coco chanel
18.success depends upon previous preparation, and without such preparation there is sure to be failure. -confucius
সফল হওয়ার উক্তি
সফল হওয়ার এই উক্তি গুলি আপনাকে সফলতার দারপ্রান্তে নিয়ে যাবে-
1.নিজের ভেতর প্রচুর জেদ তৈরি করুন। যেখানে হোঁচট খাবেন, সেখান থেকেই উঠে দাঁড়ান। জীবনে ঝড় আসবেই, ব্যর্থতা থাকবেই। জীবনে সবচেয়ে ভালো জায়গায় যেতে চাইলে জেদ করতে শিখুন, নিজেকে ছাড়িয়ে যেতে শিখুন-আপনার সাফল্য নিশ্চিত।
2.জীবনে অনেক সময় অনেক পথ তোমার সামনে খুলে যাবে…কিন্তু কোন পথটা তোমাকে সাফল্যের কাছে নিয়ে যাবে আর কোনটা দুরে, তা নির্ভর করছে তোমার বেছে নেওয়ার উপরে।
3.প্রত্যেকের ভেতরে সেই ক্ষমতা আছে যেটা দিয়ে সে সাফল্য অর্জন করতে পারে। কেউ সেটা চিনতে পারে, কেউবা পারে না। আর কেউ কেউ চিনতে পেরেও নানা রকম ভয়ে সেটা নিয়ে আর এগোতে পারে না।
4.আর একটু চেষ্টা…আর একটু ধৈর্য্য ধরে থাকো, তাহলেই যেটা একসময়ে তোমার মনে হত অসম্ভব, সেটাই হয়তো তোমার সামনে হয়ে উঠবে সাফল্যের আশ্বাস।
5.ব্যর্থতা হল সফলতার আগমনী বার্তা। -চাণক্য
6.সাফল্য খুব সহজ জিনিস। সঠিক জিনিসটা সঠিক পথে সঠিক সময়ে করো। -আর্নল্ড
7.তোমার চেষ্টা আছে, তোমার সাহস আছে, তবু তুমি ততোক্ষন সফল হতে পারবে না, যতোক্ষণ না এসবের সাথে তোমার কাছে সঠিক কারণ এবং এগিয়ে যাওয়ার জন্যে সঠিক দিক আছে।
অর্থ যেমন অর্থের জন্ম দেয়, সাফল্য তেমন সাফল্যের জন্ম দেয়। -ইমারসন
8.সফল হওয়ার জন্যে সবচেয়ে প্রয়োজনীয় হল ব্যর্থতাকে খুব কাছ থেকে দেখা। ব্যর্থ হতে ভয় যদি না পাও, তাহলে তোমার সফল হওয়া কেউ আটকাতে পারবে না!
9.সাফল্য মানে শুধু সবথেকে ভালো হওয়া নয় এবং দৌড়টা জেতা নয়। বরং সবথেকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েও দৌড়টা শেষ করা।
10.সাফল্য পাওয়ার সবচেয়ে সহজ উপায় যেটা আমার জানা আছে, সেটা হল আরও একবার অন্য কোনোভাবে চেষ্টা করা এবং করতেই থাকা যতক্ষন না সাফল্য ধরা দিচ্ছে।
11.সব মহান মানুষেরা তাদের যাত্রা শুরু করেছিলেন একটা ছোট্ট “আইডিয়া” দিয়ে। সেটা নিয়ে কাজ করতে করতে তারা সাফল্য পেয়েছেন। তুমিও তেমনিভাবে একটা ছোট্ট লক্ষ্য স্থির করে যাত্রা শুরু করো। সেটা পাওয়া হয়ে গেলে আরও একটা ছোট লক্ষ্য স্থির করো এবং এভাবে এগিয়ে যাও ধীরে ধীরে।
12.সাফল্যের রাস্তা অনেক লম্বা হলেও শীর্ষে পৌঁছে দৃশ্যটা খুব সুন্দর হয়।
13.আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না; ব্যর্থতা থেকে কতোবার আমি ঘুরে দাঁড়িয়েছে তা দিয়ে আমাকে বিচার করো। -নেলসন ম্যান্ডেলা
14.সাফল্যের কোনো সহজ রাস্তা হয় না…সবকিছু একের পর এক আসে। কোনোটা আগে চললে, আসলে ভারসাম্য বিগড়ে যায়। যে আগে বেড়ে ওঠে সে আগেই শুকিয়ে যায়, কিন্তু যে ধীরে ধীরে বেড়ে ওঠে, সে সব অবস্থাকেই সহ্য করার ক্ষমতা রাখে।
প্রত্যেকের জীবনে কঠিন সময় থাকবেই। কিন্তু এই কঠিন জীবনে তুমি কিছু কাজ সফলতার সঙ্গে অবশ্যই করতে পারবে। -স্টিফেন হকিং
15.প্রতিটি পরাজয়ের পেছনে থাকে সফলতার সুপ্ত বীজ।
16.তোমার চেষ্টাটা কতোটা সফল হবে তা নির্ভর করছে তোমার চেষ্টার ধরণ ও মানের উপরে।
17.জীবন চলার পথে পড়ে আছে অসংখ্য পাথর। এতে তোমার চলার পথ যেন থেমে না যায়। বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি কর সাফল্যের সিঁড়ি।
18.একজন সফল ব্যক্তি সেই যে গড়ে তুলতে পারে শক্ত ভিত। সেইসব ইট-পাথর দিয়ে যা কিনা তার দিকেই লোকে ছুঁড়েছিল! আত্মবিশ্বাসের সাথে দিনটা শুরু করো।
আমাদের বিশ্বাস আপনারা উপরের দেওয়া সফলতার দশটি উপায় এবং সফলতার উক্তি গুলি কে কাজে লাগিয়ে খুব তাড়াতাড়ি সফল হবেন। কারণ আপনাদের মধ্যে সেই ক্ষমতাটি আছে। আপনাদের জন্য আমাদের তরফ থেকে শুভকামনা রইলো।।