ধৈর্য নিয়ে উক্তি: ধৈর্য জিনিসটা সবার মধ্যে থাকে না। আর যাদের মধ্যে এই জিনিসটা থাকে না তারাই জীবনের বাজী গুলি সবার আগেই হেরে যায়। তাই জীবনের লক্ষ্য গুলি যদি পূরন করতে চান তাহলে আজ থেকে ধৈর্য ধরতে শিখুন।
এখানে ধৈর্য নিয়ে কিছু উক্তি (Patience quotes) দেওয়া হল। যে সমস্ত উক্তি গুলি আপনাকে ধৈর্যশীল হতে এবং ধৈর্য ধারণ করতে অনুপ্রাণিত করবে। তাহলে চলুন আর দেরী না করে, ধৈর্য নিয়ে উক্তি এবং স্ট্যাটাস গুলি পড়ে নেওয়া যাক।
ধৈর্য নিয়ে উক্তি
1.জীবনের দুঃখ গুলিকে জয় করে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সাহস আর ধৈর্য।
2.ধৈর্য আর পরিশ্রম জাদুর মতো। এরা বাঁধা আর বিপদকে অদৃশ্য করে দেয়।
3.অসাধারণ কাজ গুলো শক্তি নয়, অসীম ধৈর্য দ্বারা সম্পূর্ণ করতে হয়।
4.ধৈর্য ধরো, যে তোমাকে কাঁদিয়ে চলে যাচ্ছে সেও একদিন কাঁদবে।
5.ধৈর্য রাখুন, সবাই আপনাকে ঠকালেও ঈশ্বর আপনাকে ঠকাবে না।
6.যার মাঝে ধৈর্য আর ভালোবাসা আছে, তার পক্ষে কিছুই অসম্ভব নয়।
7.যদি তোমার লক্ষ্য মূল্যবান হয়, তবে শেষ পর্যন্ত ধৈর্য ধরো।
8.ধৈর্য মানুষকে উন্নত করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে।
9.ধৈর্যের অভাবে অনেক বড়ো বড়ো সম্ভাবনা ধ্বংস হয়ে যায়।
10.যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হবে সেটা কখনোই পাবে না। কেবলমাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য রাখতে পারবে।
11.এক মুহূর্ত ধৈর্য বড় বিপর্যয় এড়াতে পারে। এক মুহূর্ত অধৈর্য পুরো জীবন নষ্ট করে দিতে পারে।
12.ধৈর্য ধরো, সবার সময় চিরকাল সমান থাকে না। তোমার ভাগ্যের চাকা একদিন ঠিকই ঘুরবে।
13.ধৈর্য্য এমন একটি গাছ যার সারা গায়ে কাটা। কিন্তু ফল অত্যন্ত মজাদার।
আরও পড়ুন- 70 টি সেরা বিশ্বাস নিয়ে উক্তি এবং স্ট্যাটাস
14.জীবনে সব কিছুর নির্দিষ্ট সময় আছে। তাই ধৈর্য ধরো ও কৃতজ্ঞ হও জীবনের প্রতি।
15.যেকোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য রাখতে পারাটা হলো অর্ধেক সমস্যার সমাধান।
16.চেষ্টা করলে অনেক কিছু করা যায়। কিন্তু ধৈর্য না থাকলে কোন ফল পাওয়া যায় না।
17.জিনিয়াস বলতে কিছুই নেই। পুরোটা ধৈর্য না হারিয়ে কাজ করার ফল।
18.ধৈর্য ধারণ করো। সহজ হওয়ার আগে সবকিছু কঠিন বলে মনে হয়।
19.ধৈর্য ধরো, তোমার জন্য যেটা বরাদ্দ সেটা দেরিতে হলেও আসবে।
20.শুধুমাত্র যারা সহজ জিনিস গুলিকে নিখুঁতভাবে করার ধৈর্য রাখে তারাই কঠিন জিনিস গুলি সহজে করার দক্ষতা অর্জন করে।
বিপদ যতো কঠিন হোক না কেনো, কখনো ধৈর্য হারাবেন না। আপনি যদি ধৈর্য হারিয়ে ফেলেন, তাহলে বিপদ আরও বেড়ে যাবে। আপনি যদি কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে ঠান্ডা মাথায় কাজ করতে পারেন, তাহলে আপনার জয় নিশ্চিত। এখানে দেওয়া ধৈর্য নিয়ে উক্তি গুলি পড়ুন এবং আজ থেকে ধৈর্য ধরতে শিখুন।
21.ধৈর্য ধরো, নিশ্চয়ই ঈশ্বর সকল সমস্যার সমাধান করবেন এবং সঠিক পথ দেখাবেন।
22.সময় বেশী লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, তাহলেই প্রতিষ্ঠা পাবে।
23.মানুষের জীবনে যে জিনিসটা সবচেয়ে বেশী প্রয়োজন তাহলো- ধৈর্য।
24.কয়েক টন ব্যক্তিত্বের থেকে এক আউন্স ধৈর্য অনেক দামী।
25.যার ধৈর্য আছে তার চাওয়া একদিন পূরণ হবে।
26.যে আজ তোমাকে অবহেলা করছে, ধৈর্য ধরো একদিন তার তোমাকে সবচেয়ে বেশী প্রয়োজন হবে।
27.সহ্য করতে করতে ধৈর্য হারিও না। একটা সময়ের পর সব ঠিক হয়ে যাবে।
28.ধৈর্য ধরো, সহ্য করো, হয় জিতে যাবে না হয় শিখে যাবে।
29.সব সমস্যার প্রতিকারই হচ্ছে ধৈর্য।
30.ধৈর্য ধরো আজ যে তোমাকে দেখে হাসছে, কাল সে তোমার দিকে চোখ তুলে তাকাতে পারবে না।
31.যে ব্যক্তি ধৈর্যধারণ করতে পারবে, সে কখনো সফলতা থেকে বঞ্চিত হবে না। হয়তো বা সফল হবার জন্য তার একটু বেশী সময় লাগতে পারে।
32.সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি। তবুও মনকে বুঝিয়ে চলেছি আজ নয় কাল সব ঠিক হয়ে যাবে।
33.ধৈর্য খুব তেতো কিন্তু এর ফল খুব মিষ্টি।
34.ধৈর্য হারা মানেই যুদ্ধ হারা।
35.ঈশ্বর শুধুমাত্র ধৈর্যশীল ব্যক্তিদের সাথে থাকেন।
36.বিপদে অধীর হইও না। ধৈর্য অবলম্বন করিয়া কর্তব্য সম্পাদন করিয়া যাও। একদিন আত্মশক্তি দেখিয়া স্তম্ভিত হইবে।
37.যে গাছগুলি ধীরে ধীরে বাড়ে, সেই গাছ গুলি থেকে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়।
38.ধৈর্য, অধ্যবসায় আর পরিশ্রম এই তিনটি এক হলে সাফল্যকে আটকানো যায় না।
39.ধৈর্য এমন একটা বাহন যা কখনো হোঁচট খায় না।
40.ধৈর্য মানে শুধু বসে বসে অপেক্ষা করা নয়। ধৈর্য মানে ভবিষ্যতকে দেখতে পাওয়া, ধৈর্য মানে কাটার দিকে তাকিয়েও গোলাপকে দেখা, রাতের অন্ধকারের দিকে তাকিয়ে দিনের আলোকে দেখা।
ধৈর্য হল এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস, যদি সেটি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা কোনো কিছুই জয় করতে পারবো না। সব কিছুতেই পরাজিত হবো। তাই আমাদের কখনো অধৈর্য হওয়া উচিত নয়। আমরা যদি ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে পারি তাহলে আমাদের সফলতা নিশ্চিত। তাই আপনি যদি জীবনে কিছু করতে চান, তাহলে আজ থেকে ধৈর্যশীল হওয়ার চেষ্টা করুন। এখানে দেওয়া ধৈর্য নিয়ে উক্তি গুলি পড়ুন, যেগুলি আপনাদের ভালো লাগবে।
41.নীরবতা মানে কোন অহংকার নয়। নীরবতা মানে হল ধৈর্য।
42.অন্ধকার হলে ধৈর্য ধরে বসে থেকো ভোর আসবে।
43.ধৈর্য না থাকলে প্রত্যাশা করা ঠিক নয়।
44.ধৈর্য ধরুন, আপনার মনের আশাও একদিন পূর্ণ হবে।
45.আমাদের ধৈর্য আমাদের শক্তির চেয়েও বেশী কিছু দেয়।
46.ধৈর্য হলো হৃদয়ের বীরত্ব।
47.ধৈর্য একটি অসাধারণ মানসিক ক্ষমতা এবং আমি এখনও এটা শিখছি।
48.কি হেরে গেছো? সবাই হাসছে তোমার উপরে? ধৈর্য ধরো! শেষ হাসিটা কিন্তু তুমি হাসবে।
49.ঠিক সিদ্ধান্ত গ্রহণকারী হওয়ার জন্য তোমার জানতে হবে কখন আক্রমনাত্মক হতে হয় আর কখন ধৈর্য ধরতে হয়।
50.সমস্যা থেকে মুক্তি পাওয়ার কোনো বাঁধা ধরা ফর্মুলা হয় না। শুধু ভালো-মন্দ বোঝার ক্ষমতা এবং ধৈর্য্য থাকলেই তুমি সমস্যা-সঙ্কুলতাকে কাটিয়ে তুলতে পারবে।
51.ধৈর্য হলো জগতের সবচেয়ে শক্তিমান যোদ্ধা।
52.ধৈর্যশীল ব্যক্তির ক্রোধ থেকে সাবধান।
53.আমি যদি মানুষের জন্য কিছু করে থাকি তবে তা সম্ভব হয়েছে আমার ধৈর্য ধরে চিন্তা করার ক্ষমতার কারণে।
54.তোমার ধৈর্য্য যেন এতোটাও কম না হয় যে তোমার রক্ত বাষ্প হয়ে যায়। আবার এতো বেশীও যেন না হয় যে জমে বরফ হয়ে যায়।
55.ধৈর্য ধারন করুন। ধৈর্য হল সকল গুণের জননী।
56.সাফল্যের প্রধান শর্ত হল ধৈর্য।
57.ধৈর্য্ হল প্রতিটি সমস্যার জন্য সর্বোত্তম প্রতিকার।
58.একজন মানুষের ধৈর্যই তার সবচেয়ে বড়ো শক্তি হতে পারে।
59.ধৈর্য হল সন্তুষ্টির চাবিকাঠি।
60.এক মিনিটের ধৈর্য, দশ বছরের জন্য শান্তি নিয়ে আস্তে পারে।
61.আমি শিখেছি যে জীবনের মূল্যবান কিছু ধৈর্য এবং কঠোর পরিশ্রম থেকে আসে।
62.ধৈর্য জ্ঞানের সঙ্গী।
63.ধৈর্য জান্নাতের চাবিকাঠি।
64.যে অপেক্ষা করে তার কাছে সমস্ত ভালো জিনিস গুলি আসে।
65.আর একটু চেষ্টা, আর একটু ধৈর্য্য ধরে থাকো। তাহলেই যেটা একসময়ে তোমার মনে হতো অসম্ভব, সেটাই হয়তো তোমার সামনে হয়ে উঠবে সাফল্যের আশ্বাস।
ধৈর্য নিয়ে উক্তি গুলি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।।