নীচে নিজেকে নিয়ে কিছু ফেসবুক স্ট্যাটাস, কষ্টের স্ট্যাটাস এবং মজার স্ট্যাটাস দেওয়া হলো। যে সমস্ত স্ট্যাটাস এবং উক্তি গুলি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেরী না করে, নিজেকে নিয়ে স্ট্যাটাস, উক্তি এবং এসএমএস গুলি পড়ে নেওয়া যাক।
নিজেকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস
নিজেকে নিয়ে সেরা কিছু স্ট্যাটাস এবং উক্তি হল-
1. অনেক কষ্ট পেয়ে আমি আজ যা বুঝেছি তা হল, কাউকে প্রয়োজনের চেয়ে বেশী মূল্য দিয়েছিলাম বলেই আজ আমি এতো মূল্যহীন হয়ে পড়েছি।
2. আমি জানি আমি কে!!!! আমার পরিচয় আমার কাছে অপ্রকাশিত নয়…..!! তাই তোমার শংসাপত্রের প্রয়োজন আমার নেই।
3. আমি কতোটা বোকা জানো? কেউ হাজারো কষ্ট দেওয়ার পর দুটো মিষ্টি কথা বললে আমি সব ভুলে যাই।
4. জীবনে অনেক কিছু শিখলাম..! শুধু স্বার্থপর হওয়াটা শিখতে পারলাম না।
5. আমাকে যে যা বলে চুপ চাপ শুনি!!!! কারণ জবাব দেওয়ার অধিকার শুধু সময় কে দিয়ে রেখেছি।
6. হ্যাঁ আমি খারাপ। কিন্তু আজ পর্যন্ত কারোর সাথে বেইমানি করিনি।
7. একটু বেশীই স্বপ্ন দেখেছিলাম হয়তো,,,, তাইতো এতোটা কষ্ট পেতে হচ্ছে।
আরও পড়ুন- 50 টি সেরা ছেলেদের কষ্টের উক্তি এবং স্ট্যাটাস
8.আমি প্রয়োজনে সীমাবদ্ধ, কারোর প্রিয়জন হয়ে ওঠার সামর্থ্য আমার নেই।
9. আমি সম্মান করি আমার সব শত্রুদের, তাদের কাছ থেকে আঘাত পেয়ে পেয়ে অনেক কিছু শিখেছি আমি।
10. আমি কতোটা পরিণত মনষ্ক তা নির্ভর করছে,,, আমি কার সাথে আছি তার উপরে।
11. আমি আমার অতীত নিয়ে কখনো অনুতাপ করি না!!!! আমার শুধু খারাপ লাগে এটা ভেবে যে, আমি ভুল কারো সাথে আমার জীবনের কিছু মূল্যবান সময় নষ্ট করেছিলাম।
12. সাধারণ হতে পারি তবে সস্তা নয়। কারো চয়েজ হতে পারি, কিন্তু অপশন নয়।
13. গতকাল আমি চালক ছিলাম, তাই সবকিছু বদলাতে চেয়েছি। আজ আমি জ্ঞানী, তাই নিজেকে বদলাচ্ছি।
14. মাঝে মাঝে মনে হয় পৃথিবীর সব সমস্যার কারন আমি। আমি না থাকলে সবাই ভালো থাকবে।
15. আমি আমার মতো থাকি, কে কি বললো তাতে আমার কিছু আসে যায় না। কারণ কিছু কিছু মানুষের জন্ম হয় অপরের নিন্দা করার জন্য।
আরও পড়ুন- 50 টি মন খারাপের উক্তি এবং স্ট্যাটাস | সেরা কষ্টের ফেসবুক স্ট্যাটাস
16. আমি চুপ করে আছি মানে এমনটা নয় যে…..! আমার কিছু বলার নেই।
17. হাসতে ভালোবাসি বলে ভেবোনা মনে কোনো আঘাত নেই।
18. কেউ যদি আমাকে খারাপ মনে করে,,,, আমি তাতে কিছু মনে করি না। কারন একজন মানুষ সবাই কে ভালোবাসতে পারে, কিন্তু সবার চোখে ভালো হতে পারে না।
19. আমার কাছে সময় নেই তাদের দেখার,,, যারা আমাকে ঘৃনা করে। আমি তাদের সাথে ব্যস্ত থাকি যারা আমাকে ভালোবাসে।
20. মাঝে মাঝে আমি বুঝতে পারিনা… আমি খারাপ, না আমার কপালটাই খারাপ।
নিজেকে নিয়ে মজার স্ট্যাটাস
1. জন্মানোর পর আমি এতোটাই অবাক হয়েছিলাম যে, এক বছর ধরে কোনো কথায় বলতে পারিনি।
2. প্রেম সবার জীবনে আসে, আমার জীবনেও এসেছিলো!! কিন্তু আমি সেই দিন বাড়িতে ছিলাম না।
3. কেউ আমার উপড় বিরক্ত থাকলে বলে দেবেন, চেষ্টা করবো আপনাকে আরো বেশী বিরক্ত করার।
4. যে পরিমান স্ট্যাটাস পড়ি ওই পরিমাণ যদি বই পরতাম, তাহলে এতোদিনে সরকারি চাকরি পেয়ে যেতাম।
5. আশে পাশে মানুষের ট্যালেন্ট দেখলে মনে হয় আমি শুধু শ্বাস-টাই নিতে জানি।
6. এমনিতে আমি খুব সাহসী। কিন্তু রাতে একা একা বাথরুমে যেতে খুব ভয় লাগে। মনে হয় পিছনে কেউ আছে।
7. কবে মোটা হবো সেই টেনশনে আরো শুকিয়ে গেলাম।।
8. আমাকে যে খারাপ ভাবে,, তাকে আমি মানসিক রোগী ভেবে ক্ষমা করে দিই।
9. হয়তো আপনি জেনে অনেক অবাক হবেন যে, আমি ছোটবেলায় অনেক ছোট ছিলাম।
10. আমার ঘুমটা একটু দেরীতে আসে, কারণ আমার ঘুমের পাওয়া গুলো খুব ছোট ছোট তাই আসতে দেরি হয়।
11. সবাই ভাবে….. আমার অনেক ভাব তাই কারো সাথে যোগাযোগ রাখি না, মেসেজ বা কল করি না!!!!!! কিন্তু আমার যে আলসেমি লাগে এটা কেউ বোঝে না।
আরও পড়ুন- 60 টি সেরা আবেগি উক্তি এবং আবেগি মন স্ট্যাটাস
12. আমার জীবনের অসামান্য সমস্যা…যখনি আমি আমার বইগুলোর প্রেমে পড়তে চাই, আমার মোবাইল টা আমাকে প্রোপোস করে।
13. যে দেখে সে বলে আমি নাকি শুকিয়ে গেছি!!!! আচ্ছা আমি কী আগে ভিজে ছিলাম।
14. মোবাইলের সাথে রিলেশন হওয়ার পর টিভির সাথে ব্রেকআপ করে দিয়েছি!!!! কারণ দুই নৌকায় পা রাখার স্বভাব আমার নেই।
15. পৃথিবীতে পাঁচজন ভালো মানুষের নাম হল- I.ami, II.me, III.only me, IV.again me, V.myself.
16. হঠাৎ যেন চোখের সামনে দেখলাম জমাট অন্ধকার!একাকী আমি বড় অসহায় যেন…শেষে বুঝলাম বিদ্যুৎ চলে গিয়েছিল। ফিরে এসেছে বিদ্যুৎ, ফিরে পেয়েছি আমি আমার আলো।
17. আজ আমি বৃষ্টিতে ভিজেছি আর মন খুলে কেঁদেছি। কেউ বুজতেই পারেনি যে আমার চোখ থেকে গরিয়ে পড়ছে বৃষ্টির জল নাকি চোখের জল। তাই তো বৃষ্টি এলেই আমি নিজেকে ভাসিয়ে দেই বৃষ্টির জলে।
18. লোকে বলে রাতে বিছানায় একা থাকলে নাকি প্রিয় মানুষের কথা মনে পড়ে। কই আমার তো ভূত পেত্নীর কথা ছাড়া কিছুই মনে পরে না।
19. কি দোষ ছিল আমার? দিন রাত এতো অত্যাচার, নির্যাতন? আমি সইতে পারছি না! তাই একহাতে নিলাম বিষ, অন্য হাতে রশি, বন্ধুরা একটু ওয়েট কর, আমি ইঁদুর মেরে আসি।
20. ওপাশে গিয়ে দেখলাম মেয়েরা গল্প করছে.… কেউ বলে আমার 5 মাস, কেউ বলছে 8 মাস, একজন বলে আমার 10 মাস! আমিতো শুনে অবাক। পরে বুঝলাম তাদের বেতন বাকী।
নিজেকে নিয়ে কষ্টের স্ট্যাটাস
1. আজ স্মৃতির পাতা উল্টে দেখলাম কতো মানুষ জীবন থেকে হারিয়ে গেছে…কতো চেনা মানুষ অচেনা হয়ে গেছে। হয়তো কোন এক দিন আমিও অচেনা হয়ে যাবো এই পৃথিবী থেকে।
2. আমি আকাশের চাঁদকে ভালোবাসি, কিন্তু ও জানে না আমার ভালোবাসার কথা। কোন দিন জানতে পারবে বলে মনে হয় না। তাই শুধু নীরব হয়ে তাকিয়ে থাকি চাঁদের পানে।
3. আবেগের কাছে আমি স্বার্থপর, বিবেকের কাছে আমি পরাজিত, বাস্তবের কাছে আমি স্বপ্নহীন। জীবনের কাছে আমার সব অভিনয়!!! আর আমার মাঝে আমি সিমাহীন নিঃস্ব একজন।
4. আমার আমি হারিয়ে গেছে,,,,,,,,, তাই খুঁজতে বেরোলাম নিজেকে। যদি আমি ফিরে আসার আগে আমি ফিরে আসি, তাহলে আমাকে এখানেই একটু অপেক্ষা করতে বলো।
5. আজ হারিয়েছি, কাল খুঁজবো। আজ পাইনি, কাল পাবো। আজ হেরেছি, কাল জিতবো। আমি আবার ফিরে আসবো, ঠিক তোমার মনের মতোন।
6. এটা আমি জানতাম যে,,,,, অতীতের সব কান্না গুলো মনে করে আমি হাসবো….কিন্তু এটা কখনো ভাবতে পারি নি যে অতীতের সব হাসি গুলো মনে পড়লে এভাবে চোখ ভিজে যাবে।
7. আজ মনটা সত্যি খুব খারাপ, কিন্তু বোঝার মতো কেউ নেই!
8. আমি সেই পাখি যার বাসা নেই,,, আমি সেই আকাশ যার বুকে চাদঁ নেই, আমি সেই সাগর যার তীরে পানি নেই, আমি সেই মানুষ যার একটা মন আছে, কিন্তু বোঝার মতো কেউ নেই।
9. আমি সংক্ষিপ্ত জীবনে বিক্ষিপ্ত হয়ে নিক্ষিপ্ত হয়েছি কষ্টের সাগরে, জানি সুখ আমার জন্য না, তাই আজ হাল বিহীন নৌকায় বেহাল অবস্থায় ভাসছি অজানা স্রোতে।
10. আমার এক ফোঁটা চোখের জলের জন্য যদি তুমি ভালো থাকো,,,,,, তাহলে আমি সারা জীবন কেঁদে যাবো। তবুও বলবো যাকে ভালোবাসি তাকে মন থেকে ভালোবাসি।
11. আমি রাতকে ভালোবাসি না,,, তবুও আমি প্রতি রাত জেগে খাকি তোমার দেয়া কষ্টে ঘুম আসে না বলে।
12. আমি চাইনি নদীর মাঝ থেকে ফিরে আসতে, চাইনি হেরে গিয়ে বেঁচে থাকতে, চাইনি ব্যর্থতার লজ্জায় মুখ ঢেকে রাখতে, না বলা কথাগুলো বুকে চেপে রাখতে চেয়েছি শুধু দুটি নদীর মোহনায় একসাথে ভাসতে।
13. এক সময় আমি মনে করতাম ভুলে যাওয়া খুব কঠিন, কিন্তু বাস্তবতার সামনে দাড়িয়ে আজ আমি বলছি, ভূলে যাওয়া নয় একজন মানুষকে চেনা খুব কঠিন।
14. তুমি সুখে থেকো। না হয় আমি তোমাকে দুর থেকে ভালোবেসে যাবো।
15. মিথ্যা নাটক করি না, হঠাৎ করে রেগে যাই, হাজার মন খারাপ থাকলেও কাউকে বুঝতে দিই না, মনে মনে আকাশ পাতাল চিন্তা করি আর মন খারাপ করে ফেলি! এটাই আমি।
16. যে আমাকে ছেড়ে ভালো থাকতে চায় তাকে বিরক্ত না করাই ভালো।
17.আমি হারিয়ে গেলেও ভয় নেই, খোঁজার মত কেউ নাই। আমি কষ্ট পেলেও ভয় নেই, কষ্ট বুঝবার কেউ নেই। এসেছি একা, থাকবো একা, চলে যাবো একদিন ঠিক একা।
18. চুপি চুপি বলি তোমায় প্রিয়তমা আমায় ছেড়ে যেন দূরে যেওনা, আজ তুমি আমার হৃদয়ের একদম গহীন বনে…তোমায় ছাড়া আমি বাঁচতে পারবোনা এই ভুবনে।
নিজেকে নিয়ে বাংলা স্ট্যাটাস
1. অনেকে বলে আমি নাকি টাকা কে ভালোবাসি, কিন্ত আমি টাকা কে ভালোবাসি না আমি অভাব কে ভয় পাই!
2. এটা ভাবতে কষ্ট হয় যে, আমি সবসময় যাকে মিস করি,, সে আমার কথা একটুও ভাবে না।
3. নকল মানুষ গুলো আজ আর আমায় অবাক করে না, বরং সত্যিকারের মানুষ দেখলে আমি সত্যিই কিছুটা অবাক হই!
4. আমি বোকা হতে পারি,, অনেক খারাপ ছাত্র হতে পারি, দেখতে অনেক কালো হতে পারি…..! কিন্তু আমার মায়ের কাছে আমিই শ্রেষ্ঠ সন্তান।
5. জীবন থেকে চলে যাওয়া…….. প্রত্যেকটা মানুষকে জানাই ধন্যবাদ। কারণ তারা না চলে গেলে, অনেক কিছু জানতাম না, শিখতাম না, বুঝতাম না।
6. না আনন্দে আছি না দুঃখে আছি, কেমন আছি সেটা আজ নিজের কাছেও অজানা।
7. লোকে আমার ব্যাপারে কি ভাবছে সেটাও যদি আমি ভাবি,,, তাহলে লোকে কি ভাববে। ওদের জন্যেও কিছু থাক…!!
8. আমি জন্মেছি আসল হয়ে থাকতে, নিঁখুত হয়ে ওঠাটা আমার লক্ষ্য নয়!
9. আমি কোনো রাজপুত্রের জন্যে অপেক্ষা করছি না!! বরং আমি তো অপেক্ষায় আছি তার, যে আমাকে পেয়ে ভাববে রাজকন্যা পেয়েছে।
10. তোমার সব কিছু জন্যে আমি সবসময় হাজির থাকতাম বলে এমনটা ভেবো না কখনো যে, আমি তোমার চাকর হয়ে গেছি। ভালো লাগতো তোমায়, তাই করতাম।
11. প্রিয় অতীত, ধন্যবাদ আমাকে এতো কিছু শেখানোর জন্যে। প্রিয় ভবিষ্যত, আমি এখন তৈরী!
12. আমি চাইনা আমার বোঝা গুলো হালকা হয়ে যাক। শুধু চাই, আমার শরীরে যেন সেই বোঝা গুলো বয়ে নিয়ে চলার মতোন অপরিসীম শক্তি চিরকাল থাকে।
13. আমার জীবন থেকে আমি যা শিখেছি তা আমি তিনটে কথায় বোঝাতে পারি তোমাকে, “এটা বয়ে চলে”।
14. আমি চাই সবসময় ভালো হয়ে থাকতে…কিন্তু কখনো কখনো আমার জিভ টা আমার দেহের সঙ্গ দেয় না।
15. জন্মেছি একা, পৃথিবী ছেড়ে যেতেও হবে একা, দুঃখ পেলেও একা, মন খারাপ হলেও একা, কঠিন পরিস্থিতিতেও নিজেকে সামলাতে হয় একা!!! এ যেন সবার মাঝে থেকেও একার রাজ্যে বসবাস।
16. আমি জন্মেছিলাম বুদ্ধিমান হয়ে, কিন্তু পড়াশোনা করে যেন আরও বেশী বোকা হয়ে গেলাম।
17. পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো, কাউকে হাসতে দেখা। তার চেয়েও ভালো লাগবে, যদি আমি জানতে পারি আমার কারণেই একজনের মুখে হাসি ফুটে উঠেছে।
আশাকরি, নিজেকে নিয়ে স্ট্যাটাস এবং উক্তি গুলি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নীচে কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।।
– Asolei onek sundor sundor kotha gulo onek valo legeche ❤️
আপনাকে অশেষ ধন্যবাদ।।
Thank you