নীচে কিছু ভালোবাসার ছন্দ (Love rhythm) তুলে ধরা হলো। আশাকরি এই সমস্ত ছন্দ গুলি আপনাদের খুব ভালো লাগবে। এখানে দেওয়া ভালোবাসার ছন্দ গুলি স্ট্যাটাস হিসাবে ব্যবহার করতে পারেন।
তাহলে চলুন আর কথা না বাড়িয়ে, ভালোবাসার ছন্দ গুলি পড়ে নেওয়া যাক।
ভালোবাসার ছন্দ
(1)
এসো ওগো আমার প্রিয়,
এসো আমার কাছে!
সবই দেবো তোমায় আমি,
যা কিছু মোর আছে।
(2)
তুমি আমার জীবনের গান,
আমার প্রানের পাখি!
ইচ্ছে করে মনের খাঁচায়,
লুকিয়ে তোমায় রাখি।
(3)
তোমার আমার ভুল গুলো,
উড়ে যাক ফানুস হয়ে!
তুমি থেকে যাও শুধু,
আমার মনের মানুষ হয়ে।
(4)
তোমার ভিতরে হারিয়ে যাই,
তোমার মাঝে আমার খুঁজি!
প্রেম বলতে আজও আমি,
শুধুমাত্র তোমায় বুঝি।
(5)
ভালোবাসার পাল তুলে,
চলো মোরা ভেসে যাই!
অচিন দেশে বাঁধবো বাঁসা,
যে দেশে আর কেউ নাই!
(6)
ভুল করে ভুল হয়ে গেলে,
একটু তুমি মানিয়ে নিও!
অভিমানের প্রাচীর ভেঙে,
তোমার কাছে যেতে দিও।
(7)
চুপ থেকে কথা হোক আজ,
হাতে হাত রেখে!
নীরবতা ভাষা খুঁজে পাক,
শুধু তোরই চোখে।
আরও পড়ুন- 30 টি ভালোবাসার স্ট্যাটাস ক্যাপশন সেরা উক্তি
(8)
দিন কেটে যায় মেঘের ভেলায়,
রাত যে কাটে চাঁদে!
তোমায় ছাড়া বিষন্ন মন,
সারাক্ষনই কাঁদে।
(9)
কাছে এসো প্রিয়,
যেও না দূরে চলে!
এ প্রাণ রবে না আর,
তোমাকে হারালে।
(10)
তুমি ছাড়া শূন্য সবই,
কিছু আর ভালো লাগেনা!
কবে আসবে প্রিয় তুমি,
আমার মন তো আর মানে না।
(11)
জোৎস্না রাতে একা বসে,
তোমার কথা ভাবি!
এই হৃদয়ের আঙ্গিনাতে,
তোমার ছবি আকি।
(12)
বৃষ্টি হলে খবর দিও,
হাঁটবো দুজন একটি ছাতায়!
তোমার আমার প্রেমের কথা,
লিখে রেখো ডাইরির পাতায়।
(13)
তুমি যে আমার জনমে জনমে,
এই কথা আমি জেনেছি মরমে!
আমি রয়েছি তোমার লাগিয়া,
বিরহের গাঁথা ফুল মালিকা।
(14)
আমি তোমার দ্বিধায় বাঁচি,
তোমার দ্বিধায় পুরে যাই!
এমন দ্বিধা পৃথিবীতে,
তোমায় চেয়েছি পুরো টাই।
(15)
ফিরে তাকাই তোরই দিকে,
চোখের তারায় বাঁধবো বলে!
মোর মিষ্টি হাসির উস্কানিতে,
তোকে রাখতে চাই মনের অতলে।
(16)
ভোরের বৃষ্টির হিমেল হাওয়ায়,
ঘুমন্ত তোমার হাতের স্পর্শ!
মুছে দেবে একলা রাতের,
জমে থাকা অভিমানের গল্প।
(17)
আমি হাঁটতে চাই তোমার সাথে,
শুরু থেকে এই পথের শেষে!
হঠাৎ থমকে দিয়ে বলতে চাই,
ধন্য তোমায় ভালোবেসে।
(18)
তোমার ক্লান্ত মনের বেহাতে,
আমি তোমার প্রেমের রাগিনী!
তুমি যে গো মরীচিকা শুধু,
তুমি মোর প্রেমের কাহিনী।
(19)
তুমি আমার প্রথম প্রেম,
প্রথম ভালোবাসা!
তুমি আমার জীবনের,
বেঁচে থাকার আশা।
(20)
হাজার জনম চাইনা আমি,
একটা জনম চাই!
সেই জনমে আমি যেন,
শুধু তোমায় পাই!
(21)
ঘর সাজাবো আলো দিয়ে,
মন সাজাবো প্রেম দিয়ে,
চোখ সাজাবো স্বপ্ন দিয়ে,
আর তোমায় সাজাবো,
শুধু আমার ভালোবাসা দিয়ে!
(22)
ফুলের মত দেখতে তুমি,
চাঁদের মত হাসি!
সত্যি করে বলছি আমি,
তোমায় ভালোবাসি।
(23)
তোমায় নিয়ে স্বপ্ন দেখি,
তোমার ছবি আঁকি!
তুমি আমার মনের মাঝের,
মিষ্টি কোকিল পাখি।
(24)
তুমি বরং আকাশ হও,
মেঘ ভাসানো বেলা!
আমি না হয় গোধূলি হব,
নিছক সন্ধ্যাবেলা।
(25)
তুমি হলে রোদেলা সূর্যের,
ঘাম ঝরা আগুণ!
তুমি আমার মেঘলা আকাশ,
ভালোবাসার ফাগুণ!
(26)
প্রেম সাম্রাজ্যের রানী তুমি,
আমি হলাম রাজা!
কেউ থাকেনা এই সাম্রাজ্যে,
মোরা দুজন একা!
(27)
তোমার মতো পেতাম যদি,
আমি জীবন সাথী!
আমার চেয়ে কে আর বেশি,
হতো বলো সুখী!
(28)
কি করে বলবো মুখে,
তোমায় ভালোবাসি!
বুঝে কি পারো না নিতে,
দেখে মুখের হাসি।
(29)
তুমি আমার জ্যোৎস্না স্নাত,
নীরব সন্ধ্যা বেলা!
তুমি আমার এক নিশীতে,
আকাশে তারার মেলা!
(30)
মন যে আমার চাইছে তোমায়,
এই বাদল ভরা ঝড়ো বাতাসে!
ক্ষনিকের জন্য মেঘ হয়ে,
আসো যদি আমার আকাশে।
(31)
একটা আকাশ বাতাসের জন্য,
একটা সাগর নদীর জন্য,
একটা ফুল ভোমরার জন্য,
আর আমি শুধু তোমার জন্য!
(32)
রঙিন হতে চাই যে আমি,
রাঙিয়ে দিয়ে যাও!
তোমার রঙের রঙিন স্রোতে,
ভাসিয়ে দিয়ে যাও।
(33)
আবার যদি বৃষ্টি নামে,
আমি তোমার প্রথম হবো!
লেপ্টে যাওয়া শাড়ির মত,
অঙ্গে তোমার জড়িয়ে যাবো।
(34)
তুমি আমার ময়না পাখি,
আমি তোমার টিয়া!
তোমার আমি রাখবো বুকে,
ভালোবাসা দিয়া।
(35)
উড়ো চিঠি তোমার নামে,
পাঠিয়ে দিলাম মেঘের খামে!
ইচ্ছা হলে পরে দেখো,
পারলে একটু মনে রেখো।
(36)
তুমি থাকবে মোর হৃদয়ে,
চিরদিনের তরে!
কোনও বাঁধা টিকবে নাকো,
মোদের মিলন অভিসারে।
ভালোবাসার ছন্দ গুলি কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।