এখানে কিছু সুখ নিয়ে উক্তি (Happiness quotes) তুলে ধরা হলো। আশাকরি এই সমস্ত উক্তি গুলি আপনাদের ভালো লাগবে। পৃথিবীতে যদি দুঃখ না থাকতো, তাহলে মানুষ সুখ খুঁজতো না। দুঃখ মানুষকে সুখ সন্ধানী করে তোলে। এখানে দেওয়া সুখ নিয়ে উক্তি গুলি স্ট্যাটাস হিসাবে ব্যবহার করতে পারেন।
তাহলে চলুন আর দেরী না করে, সুখ নিয়ে উক্তি গুলি পড়ে নেওয়া যাক।
সুখ নিয়ে উক্তি
1. দুঃখ লুকিয়ে হাসা গেলেও, সুখ লুকিয়ে কাঁদা যায় না। কারণ দুঃখ সুখের সন্ধানে থাকে, অথচ সুখ কখনো দুঃখকে ছুঁতে চায় না।
2. কিছু সুখ আকাশ ছোঁয়া! চাইলেও পুরোটা নাগাল পাওয়া যায় না।
3. সুখ এবং দুঃখ আসলে একই জিনিস! সময়ের সঙ্গে সঙ্গে সুখ বদলে গিয়ে দুঃখ হয়ে যায়।
4. যদি তুমি অপরের সুখে সুখী হতে পারো, তবে সুখ তোমার পিছু ছাড়বে না।
5. উচ্চাকাঙ্খা ও বিলাসিতা সাময়িক সুখ দিলেও, ভবিষ্যতের জন্য কোনো সুফল বয়ে আনতে পারে না।
6. দুঃখ থাকলেই মানুষ সুখ খোঁজে। সুখ থাকলে দুঃখ খোঁজে না।
7. জীবনে খুব বেশি আফসোস রাখতে নেই। কিছু কিছু জিনিস না পাওয়াতেই বোধহয় সুখ।
8. সুখ হলো ক্ষণিকের সঙ্গী। আর দুঃখ হলো সারা জীবনের সঙ্গী।
9. সুখ হলো প্রজাপতির মতো! তুমি যত তাড়া করবে, সে তোমাকে তত দূরে সরিয়ে দেবে।
10. জীবনে চলতে গেলে, সুখ দুঃখ নিয়ে চলতে হয়।
আরও পড়ুন- 50 টি সেরা টাকা নিয়ে উক্তি এবং স্ট্যাটাস
11. একটি সুখ মানুষকে বারবার হাসাতে পারে না। কিন্তু একটি দুঃখ আজীবন মানুষকে কাঁদাতে পারে।
12. সুখ হয়তো আমাকে পছন্দ করে না। তাই দুঃখ কখনো আমার পিছু ছাড়ে না।
13. দুঃখের ভাগীদার কেউ হতে চায় না। তবে সুখের অংশীদার সবাই হতে চায়।
14. সুখ আপনার কর্মের উপর নির্ভর করে।
15. প্রকৃতির মাঝে সুখ খুঁজলে তুমি প্রকৃত সুখ পাবে। কিন্তু মানুষের মাঝে সুখ খুঁজলে তুমি কষ্ট পেয়ে নিজেকেই হারাবে।
16. সুখের খোঁজে চলতে চলতে, কষ্টের সাথে বন্ধুত্ব হয়ে গেলো।
17. যতবার তোমার কাছে সুখ খুঁজতে এসেছি, ততবার তোমার থেকে দুঃখ নিয়ে ফিরে গেছি।
18. এরা সুখের লাগি চাহে প্রেম! প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়।
19. সুখে থাকাই জীবনের সার্থকতা নয়। কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের চরম সার্থকতা।
20. কল্পনাতেই করো সুখের আশা। বাস্তবতায় তো শুধু দুঃখবিলাস!
21. মানুষ কখনোই সুখী হতে পারে না! কেনোনা, মানুষ সর্বদা সর্বোচ্চ সুখের ঠিকানা খুঁজে বেড়ায়।
22. সুখ নয়, আমি দুঃখে খুশী! সুখটা তাকে দিও, যাকে আমি ভালোবাসি।
23. না পাবার অধ্যায়টা যদি জীবন থেকে বাদ দেওয়া যেতো, তাহলে হয়তো খানিকটা সুখ আমিও অনুভব করতে পারতাম সুখী মানুষদের মতো।
24. অন্যকে কাঁদিয়ে কেউ কখনো সুখী হতে পারে না।
25. সুখ হলো মরিচীকার মতো। যখন তাকে ছুঁতে যাবে, তখনে সে মিলিয়ে যাবে।
26. জীবনের সুখ গুলো যদি টাকা দিয়ে কেনা যেতো, তাহলে দুঃখ গুলোকে বিক্রি করে দিতাম।
27. কপালে সুখ লেখা না থাকলে, সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই।
28. সুখ না থাকলে কেও দুঃখ কে অনুভব করতো না। আর দুঃখ না থাকলে সুখের মুল্যও কেউ জানতো না।
29. দুঃখ কষ্ট নিয়ে মানুষের জীবন। কিন্তু দুঃখের পর সুখ আসবে, এটাই ধ্রুব সত্য।
30. সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়। আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়।
কপালে সুখ না থাকাটা মানে অন্য কারো দোষ নয়। এটা মূলত ভাগ্যের দোষ। ভাগ্যে শুধু দুঃখ থাকলে, অন্য কেউ কখনো সুখ এনে দিতে পারে না। এখানে দেওয়া সুখ নিয়ে উক্তি গুলি পড়ুন, আপনাদের ভালো লাগবে।
31. মানুষের সারাজীবন শুধু কেটে যায় সুখ খুঁজতে গিয়ে। আর এই সুখের খোঁজে মানুষ তার শান্তি টুকুও নষ্ট করে ফেলে।
32. দুঃখ কে স্পর্শ না করে কখনো সুখের ছোঁয়া পাওয়া যায় না।
33. সুখ নিজে থেকেই আপনাকে দেখা দেবে। আপনি খুঁজেও সুখের দেখা পাবেন না।
34. সত্যিকারের ভালোবাসায় কখনো সুখের সমাপ্তি হয় না। কারণ সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না।
35. মানুষ দুটো ক্ষেত্রে বড় অসহায়! দুঃখকে বিক্রি করতে পারে না, এবং সুখকে কিনতে পারে না।
36. যে মন খুলে হাসতে পারে না, সেই পৃথিবীতে সবচেয়ে অসুখী।
37. হেরে গেলে চলবে না! শত দুঃখের মাঝেও সুখকে খুঁজে নিতে হবে।
38. শুধু তোমার স্পর্শ নয়! বরং তোমার উপস্থিতিও আমার মনে সুখ অনুভব করায়।
39. সুখের সময় তোমার সুখ ভাগ করে নেবে, এমন অনেক লোক পাবে। তবে দুঃখের সময় তোমার হাতটা ধরবে, এমন কাউকে পাবে না।
40. সুখকে পেয়ে গেলে মানুষ, দুঃখে যে পাশে ছিলো তার অনুভূতি ভুলে যায়।
41. সেই মানুষটি কখনো সুখী হতে পারে না, যে অন্যের কষ্ট দেখলে নিজেই কষ্ট পায়।
42. জীবনে অনেক সুখ ত্যাগ করে এসেছি, শুধুমাত্র নিজের আপনজনদের মুখে হাসি ফোটানোর আশায়।
43. সুখের সময় সুখকে সুখ মনে হয় না। আর দুঃখের সময় একটু হাসিকেও সুখের সর্বোচ্চ শিকড় মনে হয়।
44. যে সহজ সরল জীবনযাপন করে, সুখ তার জন্য অত্যন্ত সুলভ্য।
45. তিনিই প্রকৃত সুখী, যিনি প্রয়োজনের তুলনায় বেশী আশা করে না।
46. অন্য কারোর হাতে তোমার সুখ আমানত দিও না। কারন সে হারিয়ে গেলে তোমার সুখকে আর তুমি খুঁজে পাবে না।
47. ভালোবাসা সবার জন্য সুখ বয়ে আনতে না পারলেও, সবার জন্য ঠিকই দুঃখ বয়ে আনে।
48. তুমি সুখের আলোয় আলোকিত হও! আমি না হয় তুমিহীন আঁধারেই রয়ে যাবো।
49. হাজারো সুখ হৃদয়ের একটি কষ্ট দূর করতে পারে না। কিন্তু একটা কষ্ট হৃদয়ের হাজারো সুখ দূর করে দিতে পারে।
50. রোজনামচা জীবন মানে নতুন অভিনয়। সুখ হাসে ঠোঁটের কোণে, তবু দুঃখ আড়ালেই রয়।
সুখ নিয়ে উক্তি গুলি কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।