50 টি সেরা কাজী নজরুল ইসলামের উক্তি 

কাজী নজরুল ইসলাম উক্তি

এখানে কিছু কাজী নজরুল ইসলামের উক্তি (Kazi nazrul islam quotes) তুলে ধরা হলো। আশাকরি এই সমস্ত উক্তি গুলি আপনাদের ভালো লাগবে।

কাজী নজরুল ইসলাম ছিলেন একজন বাঙালি কবি, সংগীতশিল্পী, বিপ্লবী এবং দার্শনিক। কাজী নজরুল ইসলাম জীবদ্দশায় অনেক সুন্দর সুন্দর উক্তি করে গিয়েছিলেন। এখানে সেই সমস্ত উক্তি গুলি তুলে ধরা হলো। তাহলে চলুন আর দেরী না করে, কাজী নজরুল ইসলামের উক্তি গুলি পড়ে নেওয়া যাক।

কাজী নজরুল ইসলামের উক্তি 

1. পথের আজো অনেক বাকি। তাই যদি হয় প্রিয়, পথের শেষে তোমায় পাওয়ার যোগ্য করে নিয়ো।

2. যত ভুলতে চেয়েছি, তুমি হয়েছ তত নিকটতম। এ কী দুর্বার আকর্ষণ তোমার!

3. ভুল করে যদি ভালোবেসে থাকি, ক্ষমীয় সে অপরাধ। অসহায় মনে কেন জেগেছিল, ভালোবাসিবার সাধ।

4. তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন।

বিখ্যাত-উক্তি

5. এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি; কাঁদিবে ভূবন।

6. চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চায়।

প্রেমের-উক্তি

7. বিদ্রোহী মানে কাউকে না মানা নয়। যা বুঝিনা তা মাথা উঁচু করে বুঝি না বলা।

8. অসত্যের কাছে কভু নত নাহি হবে শির! ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর।

কাজী-নজরুল-ইসলামের-উক্তি

9. আমরা সবাই পাপী! আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি।

10. বাহিরের স্বাধীনতা গিয়াছে বলিয়া, অন্তরের স্বাধীনতাকেও আমরা যেন বিসর্জন না দিই।

আরও পড়ুন- 50 টি সেরা জীবনানন্দ দাশের উক্তি 

11. ভালোবাসাকে যে জীবনে অপমান করে, সে জীবনে আর ভালোবাসা পায় না।

12. কেনো দেখেছিলে তব উৎসব সভাতে! অবহেলা ভরে যদি ফেলে দিবে প্রভাতে।

কাজী-নজরুল-ইসলামের-স্ট্যাটাস

 

13. হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা! আজও তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদোনা।

14. গাহি সাম্যের গান। মানুষের চেয়ে বড়ো কিছু নাই, নহে কিছু মহীয়ান।

15. যে জাতি মেধার মূল্য দিতে জানে না, সে জাতি কখনো উন্নতির শিখরে পৌঁছতে পারে না।

16. হারানো দিন বুঝি আসিবে না! ফিরে মন কাঁদে কেনো স্মৃতির তীরে।

17. নিত্য চেনার বিত্ত রাজে চিত্ত-আরাধনে। শূন্য সে ঘর শূন্য এখন কাঁদছে নির্জনে।

18. বৃথা তুই কাহার পরে করিস অভিমান। পাষাণ- প্রতিমা সে যে হৃদয় পাষাণ।

19. আমার যাবার সময় হল! দাও বিদায়, মোছ আঁখি দুয়ার খোল, দাও বিদায়।

20. আমি নিজেই নিজের ব্যথা করি! সৃজন শেষে সেই আমারে কাঁদায়, যারে করি আপনারি জন।

21. যে আগুন লাগায় সে জানে না, যার বুকে আগুন লাগলো তার কতটুকু পুড়ল।

22. চাঁদ হেরিছে চাঁদমুখ! তার সরসীর আরশিতে ছোটে তরঙ্গ বাসনা ভঙ্গ সে অঙ্গ পরশিতে।

23. এরা অনেকেই আমার আত্মীয় হয়ে উঠেছে। প্রিয় হয়ে ওঠেনি কেউ।

24. কোন ভুল করেছি বুঝতে পারলে, আমি প্রাণ খুলে তা স্বীকার করে নেব। কিন্তু না বুঝেও নয়; ভয়েও নয়।

25. সেই কাপুরুষ, যে স্ত্রীর কাছে প্রেমিক হতে পারেনি।

26. আমি বয়স দেখে সম্মান করি না। আমি আচরণ দেখে সম্মান করি।

27. মোর প্রিয়া হবে এসো রাণী। দেবো খোঁপায় তারার ফুল, কর্ণে দুলাবো তৃতীয়া তিথির চৈতী চাঁদের দুল।

28. মনের কথা কি মুখে সব বলা যায়? রাতের আঁধারে যত তারা ফোটে আঁখি কি দেখিতে পায়!

29. নারীর বিরহে নারীর মিলনে নর পেলো কবি। প্রাণ যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান।

30. মিথ্যা শুনিনি ভাই! এই হৃদয়ের চেয়ে বড় কোনও মন্দির-কাবা নাই।

কাজী নজরুল ইসলাম চিরকাল মানুষের মনে বেঁচে থাকবেন। বিশেষ করে তাহার বিখ্যাত বিখ্যাত উক্তি গুলির জন্য। নীচে তেমন কিছু কাজী নজরুল ইসলামের উক্তি তুলে ধরা হলো।

31. কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই। এতে কপাল যথেষ্টই ফোলে, কিন্তু ভাগ্য একটুও খোলে না।

32. হিন্দু না ওরা মুসলিম; এই জিজ্ঞাসে কোন জন হে! কাণ্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার।

33. ঘুমিয়ে গেছে শান্ত হয়ে, আমার গানের বুলবুলি। করুন চোখে বেয়ে আছে, সাঁজের ঝরা ফুল গুলি।

34. যার নিজের ধর্মে বিশ্বাস আছে, সে অন্যের ধর্মকে ঘৃণা করতে পারে না।

35. কোনকালে একা হয়নিকো জয়ী পূরুষের তরবারী। প্রেরনা দিয়েছে, শক্তি দিয়াছে, বিজয়ালক্ষী নারী।

36. আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে! তোমার ছেলে উঠলে মাগো, রাত পোহাবে তবে।

37. মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান! মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ।

38. তুমি আমায় ভালোবাসো তাইতো আমি কবি! আমার এ রূপ সে যে তোমার ভালোবাসার ছবি।

39. তুমি আঘাত দিয়ে মন ফেরাবে, এই কি তোমার আশা! আমার যে নত অনন্ত সাধ, অনন্ত পিপাসা।

40. হয়তো তোমার পাবো দেখা! যেখানে ওই নত আকাশ চুমছে বনের সবুজ রেখা।

41. কারার ঐ লৌহকপাট, ভেঙ্গে ফেল কররে লোপাট, রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী।

42. কালের চক্র বক্রগতিতে ঘুরিতেছে অবিরত। আজ দেখি যারা কালের শীর্ষে, কাল তারা পদানত।

43. আমারে সকল ক্ষুদ্রতা হতে বাঁচাও প্রভু উদার। হে প্রভু! শেখাও, নীচতার চেয়ে নীচ পাপ নাহি আর।

44. আগুন যেমন ধাতুকে পুড়িয়ে খাঁটি করে, দুঃখ তেমনি আত্মাকে একেবারে আয়নার মতো সাফ করে।

45. সত্য স্বয়ং প্রকাশ! তাহাকে কোন রক্ত আঁখি রাজদণ্ড নিরোধ করতে পারে না।

46. যে নিজেকে চেনে, তার আর কাউকে চিনতে বাকি থাকে না।

47. কতো নদী পেলো খুঁজিয়া সাগর! আমি পাইনা তোমার খবর।

48. জাতের চেয়ে মানুষ সত্য, অধিক সত্য প্রাণের টান! প্রাণ ঘরে সব এক সমান।

49. দূর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে! লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুশিয়ার। 

50. যত ফুল ততো ভুল কণ্টক জাগে। মাটির পৃথিবী তাই এতো ভালো লাগে।

কাজী নজরুল ইসলামের উক্তি গুলি কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।