50 টি সেরা সমুদ্র নিয়ে উক্তি এবং ক্যাপশন

সমুদ্র নিয়ে উক্তি

এখানে কিছু সমুদ্র নিয়ে উক্তি (Sea quotes) তুলে ধরা হল। আশাকরি এই সমস্ত উক্তি গুলি আপনাদের ভালো লাগবে। এখানে উল্লেখিত সমুদ্র নিয়ে উক্তি গুলিকে ক্যাপশন হিসাবে ব্যবহার করতে পারেন

তাহলে চলুন আর দেরী না করে, সমুদ্র নিয়ে উক্তি এবং ক্যাপশন গুলি পড়ে নেওয়া যাক।

সমুদ্র নিয়ে উক্তি ক্যাপশন

1. সমুদ্র আমাকে টানে তার বিশালতায়!!! আমি হয়তো সমুদ্র হতে চেয়েছিলাম অথবা সমুদ্র ছিলাম কোন এক জনমে।

2. সমুদ্র তোমাকে ভালোবাসি বলেই তো প্রতিনিয়ত তোমার কাছে ছুটে যাই! শুধু তোমার ভালোবাসায় আমি সিক্ত হতে চাই।

3. আমি স্বাধীনতা এবং মুক্ত বাতাস খুঁজেছিলাম, আর এই গুলো আমাকে সমুদ্র দিয়েছে।

4. সমুদ্র যেন ডাকছে,, ইচ্ছে হয় সমুদ্র দেখতে! ঢেউ এর মিতালী তে চোখ জুড়াতে।

সমুদ্র-নিয়ে-উক্তি

5. সমুদ্র আমাকে প্রচন্ড ভাবে টানে! সুযোগ পেলেই চলে যেতে ইচ্ছে করে গভীর সমুদ্রে।

6. সমুদ্র আমাকে যতোটা কাছে ডাকে, ততোটা কাছে হয়তো আর কেউ ডাকে না।

7. সমুদ্র তোমায় ভা‌লোবা‌সি; তোমার ভা‌লোবাসা নি:স্বার্থ! তাই যতোবার আসি, ততোই ভা‌লোলা‌গে তোমায়।

8. পরের জন্মে সমুদ্র হবো, কিনারা শেষে মিলবে আকাশ!! প্রেম হবে মেঘের সাথে।

সমুদ্র-নিয়ে-উক্তি-ক্যাপশন

9. সমুদ্র আমাকে বরাবরি কাছে টানে!! তাইতো আমি বারবার ছুটে যাই তার পানে।

10. আমাকে যখন পরবে মনে, তখন তুমি সমুদ্র সৈকতে এসো! আমি উত্তাল তরঙ্গের ঢেও হয়ে তোমাকে স্পর্শ করবো।

আরও পড়ুন- 50 টি সেরা প্রকৃতি নিয়ে উক্তি এবং ক্যাপশন

11. আমাকে একটা সমুদ্র দাও, আমি তোমাদের বিশাল একটা হৃদয় দেবো!

12. সমুদ্র আমাকে বার বার ডেকে নেয়!! সমুদ্র আমার বন্ধু হতে চায়।

সমুদ্র-নিয়ে-ক্যাপশন

13. সমুদ্র থেকে তোমাকে কুড়াতে গিয়ে, নিজেই অতল সমুদ্রে তলিয়ে গিয়েছি।

14. আমি তো সমুদ্রের মাঝে কোন জলবিন্দু নই! আমি এক ফোঁটা জলবিন্দুর মাঝে সম্পূর্ণ এক সমুদ্র।

15. আমাকে যদি খুব বেশি মনে পড়ে তবে চলে এসো সমুদ্র-সৈকতে। সুবিশাল ঢেউয়ের মাঝে দেখতে পাবে আমাকে।

16. ও সমুদ্র! কাছে আসো, আমাকে ভালোবাসো।আদরে লুকায়ে রাখো তোমার ওই অঞ্চলে।

সমুদ্র-নিয়ে-কবিতা

17. সমুদ্র আমাকে শিখিয়েছে সব ভুলতে। শিখিয়েছে হাজারো ব্যথার গর্জন নিয়ে বাঁচতে।

18. এক আকাশ শূন্যতা নিয়ে বলেছিলাম থেকে যাও! উত্তাল সমুদ্র উপহার দিয়ে বলেছিল রেখে দাও।

আরও পড়ুন- 60 টি সেরা আকাশ নিয়ে উক্তি এবং ক্যাপশন

19. সমুদ্রের নীল জলরাশি আর সারি সারি পাথরের মেলা! প্রাণ খুলে নিশ্বাস আর মুক্ত মনে হাসির খেলা।

20. সমুদ্রকে ভালবাসো, সমুদ্র তোমাকে ভালোবাসবে!!!! Love the sea, The sea will love you.

21. সমুদ্রের ঘ্রাণ নিয়ে আকাশের বিশালতা কে অনুভব করা। জীবনের হয়তো সর্বশ্রেষ্ঠ সেই পাওয়া।

22. সমুদ্রের বিশালতা কখনো মাপা যায় না! অপলক দৃষ্টিতে শুধু তাকিয়ে দেখি দূর আর কতোদূর।

23. সমুদ্রের গর্জন শুনবো, আর হেঁটে হেঁটে পাড়ি দিবো বহু অজানা পথ!

24. সমুদ্র ডাকলে জানি,, আমি হবো আবার অসাবধানি।

25. হে সমুদ্র, কেউ আমাকে তোমার থেকে এক বালতি জল নিতে বলেছিল! আমি তোমাকেই আপন করে নিয়েছি।

26. যে সমুদ্র আমাকে এক বুকভরা ভালোবাসতে শেখায়!! সেই সমুদ্রের রেশ নিয়ে আমি বহুদিন বাঁচতে চাই।

27. সমুদ্র আমাকে মুগ্ধ করিয়াছে! যাহা আমি স্থির হয়ে দেখিয়াছি।

28. নীল সমুদ্র ডাকছে আমায়! তাই যাচ্ছি আমি দূর অজানায়।

আরও পড়ুন- 50 টি সেরা বৃষ্টি নিয়ে উক্তি এবং ক্যাপশন

29. সমুদ্র আমাকে পাগল এর মতো ডাকছে! কেউ আমাকে এখন নিয়া যাও।

30. চলো সমুদ্র হই! সমুদ্র তোমার আর ঢেউ আমার।

সমুদ্র আমার খুব প্রিয়। আমাকে বারবার টানে। আমি যতবারই সমুদ্রের কাছে যাই, ততবারই মনে অন্যরকম ভালো লাগা শুরু হয়ে যায়। এখানে দেওয়া সমুদ্র নিয়ে উক্তি গুলিকে ক্যাপশন হিসাবে ব্যবহার করুন।

31. তুমি সমুদ্র আর আমি পাড়! কিছু হলেই আমি ভেঙে পড়ি তোমার মাঝে! আর তুমি গিলে খাও আমার ভাঙ্গা অংশ টুকু।

32. বালুর টানে সমুদ্র ঢেউ ছেড়ে দিলেও,,,,, মানুষের টানে মানুষ খুব কমই ছাড়ে।

33. সমুদ্র আমাকে খুব করে ভালোবাসে!! আমি সেটা খুব করেই বুঝি।

34. আমাকে আজলা করে নিয়ে চল সমুদ্র সকাশে! সমুদ্র দেখিনি আমি, জানি নাকো প্রেম কারে বলে।

আরও পড়ুন- 35 টি পাহাড় নিয়ে ক্যাপশন কবিতা সেরা উক্তি

35. তোমাকে নিয়ে একদিন সূর্যাস্ত দেখতে যাবো!!!! দেখতে যাবো সমুদ্রের বিশালতা! হাতে হাত রেখে দেখবো সূর্য আর সমুদ্রের ডুবে যাওয়া প্রেম!

36. সমুদ্র আমায় ডাকছে আর গর্জন করে সাদা ফেনা তুলে ডাঙায় আছারি বিছারি খাচ্ছে।

37. তোমায় ছুয়ে ছুয়ে দেখতে চাই, ভালোবাসি তোমায়!!! প্রিয় সমুদ্র…

38. একদিন সন্ধ্যায তাবু টানাবো সমুদ্র সৈকতে! হারিয়ে যাওয়া প্রাচীন শহরের ধংসাস্তুপের উপর।

39. বুঝেও বুঝেনি সমুদ্র আমাকে তীরে রেখে অনেক দূর গেল হারিয়ে! যেখান থেকে সমুদ্র দেখা যায়না, উত্তাল ঢেউ আর যায় না আমায় মাতিয়ে।

40. ঐ ডাকছে বুঝি ডাকছে!!! নীল সমুদ্র ডাকছে!!! চলো চলো চলো বেরিয়ে পড়ি!!!

41. পড়ন্ত বিকালে সমুদ্র পাড়ে কি যে লাগছে না দেখতে তোমাকে এ কি অপরূপ বিকাল উপহার দিলে আমাকে!

42. সমুদ্র তোমার উপর জমেছে আমার এক সমুদ্র অভিমান..!!

43. একবার নিজেকে দাও না সমুদ্রের কাছে!!! তারপর দেখো সে তোমাকে নিয়ে কী করে।

44. সমুদ্র আমাকে বার বার টানে!! নিয়ে চলে কোন সে দূর শিকড়ের কাছে! আজও তার রসহ্য খুঁজে পাইনা।

45. সমুদ্রের নোনা জলে অসংখ্য ঢেউ দোলে!! চলো দুজনে হারাই…

46. আর কেউ তোমার ভাষাতে সমুদ্রের ভালো বাসাতে ফিরিয়ে নিয়ে গেল তোমায় আহত ঝিনুক সৈকতে!

47. সমুদ্র জানে যে নৌকো তার কেউ না, তবুও সে ফিরবে!! কিন্তু যে ঢেউ তার সব, সে কোনদিন ফিরবে না।

48. বিদায় বেলায় আমাকে দেয়, উত্তাল সমুদ্র রাতে বাঁচার অভিশাপ!

49. সমুদ্র আমাকে দিয়েছে অনেক! আমিও দিয়েছি ফোঁটা দুয়েক! লোনা জল মিশে গেছে, রেখে গেছে স্মৃতি কয়েক।

50. সমুদ্র আর পাহাড়ের মধ্যে সমুদ্র আমাকে বেশী টানে! অনেক ভালো লাগে তার ঢেউ এর শব্দ, পানির ছন্দ এবং পানিতে শরীর ভিজাতে।

সমুদ্র নিয়ে উক্তি গুলি কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *